শাওমি নিয়ে আসলো xiaomi redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ৫০ / ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।
বর্তমান বাজেটের দিক দিয়ে বিবেচনা করলে শাওমি কম বাজেটে সকল ধরনের সুবিধা দিয়ে থাকে। এজন্য শাওমির ফোন গুলো বর্তমানে বেশি বিক্রিত ফোন হিসেবে বিবেচিত।
শাওমি ব্রান্ডের সব থেকে বেশি জনপ্রিয় সিরিজ হলো রেডমি। এবং বর্তমান বিশ্বে সর্বাধিক বেশি বেসি বিক্রিত সিরিজ। রেডমি সিরিজের মধ্য রেডমি 7 সর্বাধিক বেশি বিক্রিত ফোন। আশ্চর্য্যকর বিষয় হলো, রেডমি সিরিজের নতুন মডেলটি সম্প্রতি কোম্পানিটির পর্তুগালের সাইটে কিছুদিনের জন্য দেখা যাচ্ছিল। অতএব বোঝা যাচ্ছে যে কিছুদিনের মধ্য এটি অফিশিয়ালি রিলিজ হতে পারে বলে মনে হয়। টেক রিলেটেড লোক জনের মতে এটি সব থেকে বেশি বিক্রিত ফোন হতে পারে।

রেডমি ১০ এর সাব মডেল হিসাবে রিলিজ হতে যাচ্ছে এই redmi 12। এবং এটি হলো শাওমির সব থেকে সাশ্রয়ী মূলে ভালো ফোন হতে যাচ্ছে।মিড রেঞ্জের ভিতর সেরা ফোন হতে চলেছে।মূল্য স্বল্প হলেও ফোনের স্পেছিফিকেশনে কোনো কমতি নেই। এবার তাহলে চলুন দেখে আসি কি কি থাকছে এই ফোনে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি-

রেডমি ১২ এর ডিজাইন কিছুটা রেডমি নোট ১২ এর সাদৃশ্যে ডিজাইন করা হয়েছে। এই ফোনে প্লাস্টিক বিল্ডের এর মসৃন ম্যাট ফিনিস। ফোনটি ৩টি কালারের আনা হয়েছে, নীল, সাদা এবং কালো।ফোনটির ওজন ১৯৮.৫ গ্রাম। ফোনটিতে ৬.৭৯ inc এর IPS LCD প্যানেল ব্যাবহার করা হয়েছে। সাথে ফুল HD+ রেজুলেশন এবং ৯০ হার্জ এর রিফ্রেশরেট। এটির স্পেক্ট রেশিও ২০.৫ঃ৯।ফোনটির পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ডুয়েল সিম ব্যাবহারের সুবিধা আছে।
আরো পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩
রেডমি ১২ এর প্রসেসর এবং OS

রেডমির ১২ তে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর G88 এর একটি গেমিং প্রসেসর। এটি একটি নতুন মডেলের ৬ন্যানোমিটারের প্রসেসর যেটি অধিক শক্তিশালি।এর কোর সংখ্যা ৮টি,যার মধ্য ২গিগাহার্জ cortex-A75 এবং ৬টি ১.৮ গিগাহার্জেরর cortex-A55 ব্যাবহার করা হয়েছে। redmi 12 এর অপারেটিং সিসটেম হিসাবে থাকছে এনড্রয়েট ১৩ এবং ব্যাবহার ইন্টারফেস হিসেবে রয়েছে শাওমির জনপ্রিয় MIUI 14।
রেডমি এর ক্যামেরা কোয়ালিটি-

শাওমি রেডমি ১২ এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল এর একটি সেন্সর। সেকেন্ডারি রেয়ার প্যানেল হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়াও ক্যামেরাতে আছে একটি ফ্লাশলাইট মডিউল। redmi 12 এর ক্যামেরা দিয়ে 1080p- 30fps FHD ভিডিও রেকর্ড করার সুযোগ। এবং আরো থাকছে HDR ও প্যানোরোমা মুড এ ছবি তোলার মত বিশেষ ফিচারগুলো। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮মেগাপিক্সেল এর একটি লেন্স। যা দিয়ে আপনি অসাধারন সেলফি নিতে পারবেন।
Redmi 12 এর RAM & STORAGE-
এই ফোনটি সাধারনত দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি ৪ জিবি এবং অন্যটি ৮ জিবি RAM।
এবং স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ক্রেতাদের কাছে এই অল্প দামে এটি অনেক আনন্দের হতে যাচ্ছে। দুইটি সিম এর পাশাপাশি একটি এক্সট্রা মেমরি কার্ড ব্যাবহারের বিশেষ সুবিধা আছে।
রেডমি ১২ এর ব্যাটারি-
redmi 12 তে আছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের নন রিমুভেবল লিথিয়াম-প্রো ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।সাথে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা যার ফলে খুবি দ্রুত চার্জ করতে পারবেন এবং লং টাইম ব্যাবহার করতে পারবেন।
ফোনটির বাজার মূল্য-
শুরুতে ফোনটি ইউরোপের বাজারে পাওয়া যাবে। শাওমি থেকে অফিসিয়ালি তেমন কোনো দাম ধার্য্য করা হয় নি। তবে অনুমান করা যাচ্ছে যে ফোনটির ৪-১২৮ ভ্যারিয়েন্টটি ২৫০০০ এর মত হতে পারে এবং ৮-২৫৬ ভ্যারিয়েন্ট টি ৩০০০০ হতে পারে।
সুতরাং ফোনটির বিল্ড কোয়ালিটি এবং সব দিক থেকে দামের তুলনাই ফোনটি অনেক ভালো তহে যাচ্ছে। কারা কারা ফোনটি নিতে চাচ্ছেন এবং এরাকম আরো সুন্দর সুন্দর টেক নিউজ পেতে কমেন্ট করুন এবং পাসে থাকুন ধন্যবাদ।
এবার আলোচনা করা যাক এন্ড্রয়েড ভার্সন ১৪ নিয়ে।
এনড্রয়েড ভার্সন ১৪ তে থাকছে ব্যাটারি হেলথ দেখার মত বিশেষ সুবিধা-
বর্তমান বিশ্বে প্রযুক্তির যুগে স্মার্টফোন হলো একটি সেরা আবিস্কার। আমরা সকলেই জানি যে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জিবনে কতোটা গুরুত্ব পূর্ন। আমরা জানি যে এই স্মার্টফোন একটা সিসটেমের মধ্য আবধ্য যেটা দুই ধরনের হয়।একটি হলো এড্রয়েট সিস্টেম এবং অপর টি হলো অ্যপেলের সিস্টেম অ্যাপেল তার ios এ নতুন যে আপডেট এনেছে সেটি বিশ্বের বুকে তলপাড় তুলেছে খুবি জন প্রিয়তা পেয়েছে। এজন্য গুগল তার এন্ড্রয়েড সিস্টেমেও জনপ্রিয় একটি নতুন আপডেট নিয়ে আসছে বলে নিউজ পাওয়া গেছে। চলুন এন্ড্রয়েড ১৪ তে ব্যাটারি হেলথ এর বিষয় টা ক্লিয়ার করি।

অ্যাপেল তাদের ios 11.3 তে ব্যাটারি হেলথ এর ফিচার যোগ করেছিলো যার মাধ্যমে একটি ফোনের ব্যাটারি কার্যক্ষমতা দেখা হয়। এন্ড্রয়েড ১৪ তেও ঠিক এই ব্যাটারি হেলথ দেখার ফিচার টি আপডেট করছে গুগল। যার মাধ্যমে এন্ড্রয়েডের সাথে জড়িত সকল ফোন ব্যাবহারের সাথে সাথে ব্যাটারির হেলথ দেখতে পারবে সবাই। মিশেল রহমান এন্ড্রয়েড এক্সপার্ট এই তথ্যটি সম্প্রতি জানিয়েছেন।
ব্যাটারি হেলথ ফিচারটি দ্বারা ফোন ব্যাবহার কারি তার ফোনের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ফোন ব্যাবহারের সাথে সাথে ব্যাটারির কার্য ক্ষমতা কমে যাওয়া স্বাভাবিক। এই ফিচারের মাধ্যমে একজন ব্যাবহার কারি ব্যাটারি অবস্থা লক্ষ্য করতে পারবে।
এন্ড্রয়েড সিস্টেম হলো একটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম যেটির মাধ্যমে একটি স্মার্ট ফোন তার সকল কার্যক্রম সম্পাদন করে থাকে।
স্যামসাং এক সময় তাদের স্যামসাং মেম্বারদের এই সুবিধা দিয়েছিল কিন্তু এটাতে সঠিক তথ্য সব সময় পাওয়া যেতো না। কিন্তু আইফোন তাদের এই ফিচারটিতে স্যামসাং এর তুলনাই এগিয়ে ছিলো তারা নিখুঁত তথ্য দিত।
সাবেক এন্ড্রয়েড ডেভেলপার মিশেল রহমান টুইটারে ব্যাটারি এর ব্যাপারে একটি টুইট করেছেন। তিনি জানিয়েছেন যে এন্ড্রয়েড ১৪ এর বেটা ভার্সনে ব্যাটারি এর দুটি ফিচার থাকবে একটি হলো চার্জিং সংক্রান্ত আর একটি হলো ব্যাটারি হেলথ এর ব্যপারে। যেমন ফোনটি তৈরির তারিখ এবং কতদিন ব্যাবহার হয়েছে কতবার চার্জ করা হয়েছে এ সকল তথ্য প্রদানের সম্ভাবনা আছে। এই আপডেট সাধারনত এন্ড্রয়েড ১৪ এর ২ অথবা পরের কোনো আপডেটে এড হবে, যে সব স্মার্ট ফোনে এনড্রয়েড ১৪ সাপোর্ট করবে সে সকল ফোনের জন্য এটি প্রযোজ্য।

তবে এন্ড্রয়েড এপিআই দুটি পাবলিক করার পরে মিশেল রহমান একটি অ্যাপ নিয়ে আসছে যেটির নাম ব্যাট। এই অ্যাপ এ থাকবে বনর্নাকৃত দুটি এপিআই ব্যাটারি হেলথ এবং ব্যাটারি চার্জের ফিচার গুলো। এই অ্যাপ টি সম্ভাবত Gitlab এ পাওয়া যেতে পারে।এগুলো মূলত এন্ড্রয়েড ১৪ সাপোর্ট ফোন গুলোতে এক্সপেরিমেন্ট করা হচ্ছে।
যেহেতু এটি শুরুর পর্যায়ে সুতরাং সকল তথ্য সঠিক নাও হতে পারে। এই অ্যাপটি সাধারনত এপিআই থেকে ডাটা প্রকাশ করে।
সঠিক ভাবে এখনো বলা যাচ্ছেনা যে এন্ড্রয়েডের কোন ভার্সনে এই আপডেট গুলো পাওয়া যাবে তা। কিন্তু আশা করা যায় যে এন্ড্রয়েড ১৪ এর শেষের ভার্সনগুলোতে থাকতে পারে।
সুতরাং বোঝা যায় যে এর্ড্রয়েড ডেভেলপার মিশেল রহমান এনড্রয়েড ব্যাবহারের নতুন নতুন সুবিধা নিয়ে আসার চেষ্টা করছেন।
এন্ড্রয়েডের নতুন তথ্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগছে কমন্টের মাধ্যমে জানিয়ে দিন। এছাড়াও আপনারা নতুন কি কি টেকনিকাল বিষয় সম্পর্কে জানতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমার পরবর্তিতে সেগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ।
আরো পড়ুন : সবথেকে বুদ্ধিমান শক্তিশালী এই রোবট যা ভবিষ্যতে পৃথিবীকে বদলে দেবে !