ট্যাবলেট ব্যবহার করেনা বর্তমানে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যারা একটি নতুন ট্যাবলেট কিনতে চাচ্ছেন তাদের জেনে নেওয়া উচিৎ বর্তামানে কোন ট্যাবটি বাজারে নতুন এসেছে এবং ভাল সার্ভিস দিচ্ছে। কারন পুরাতন মডেল মানেই এখন ব্যাকডেট বা নতুন নতুন ফিচার গুলো মিসিং এজন্য সবারই নুতন জিনিস গুলো থেকে ভালোটা কেনা উচিৎ। আজকে আমরা নতুন দুটি ট্যাবলেট নিয়ে বিস্তারিত বর্ননা করবো। চলুন দেখে নি Xiaomi Pad 6 বেশি সুবিধা দিচ্ছে নাকি Realme Pad x বেশি সুবিধা দিচ্ছে।
Xiaomi Pad 6 এর Highlights

১৩ই জুন অর্থাৎ গতকালকে Xiaomi ইন্ডিয়ার বাজারে তাদের নতুন ট্যাবলেট লঞ্চ করেছে Xiaomi Pad 6। এই ট্যাবলেট টি মিড বাজেটে এসেছে বলে জানা গেছে, এই ট্যাবলেট টিতে ফিচার হিসাবে আছে ১১ ইন্চি এর বড় ডিসপ্লে এবং ক্যামেরা হিসাবে আছে ১৩ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা এছাড়াও সেলফি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল এর একটি সেন্সর।সব থেকে বড় ফিচার হলো এটাতে কোয়ালকম এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
এবার আলোচনা করা যাক Realme pad X এ কিকি আছে সেটা নিয়ে
আরও পড়ুন : অবশেষে লঞ্চ হতে যাচ্ছে Nothing Phone 2 এবং Samsung S24 Ultra ফাস্ট লুক রিভিউ
Realme Pad x এর Highlights

এই ট্যাবলেট টি মিড বাজেটে এসেছে বলে জানা গেছে, এই ট্যাবলেট টিতে ফিচার হিসাবে আছে ১০.৬ ইন্চি এর বড় ডিসপ্লে এবং এই ট্যাবলেট টিরও ক্যামেরা হিসাবে আছে ১৩ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা এছাড়াও সেলফি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল এর একটি সেন্সর।সব থেকে বড় ফিচার হলো এটাতে কোয়ালকম এর প্রসেসর ব্যবহার করা হয়েছে।এছাড়া এর ব্যটারী হিসাবে আছে ৮৩৪০ mAh এবংRealme Pad X এর সাথেও আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
Xiaomi Pad 6 এবং Realme Pad X এর মধ্য তুলনামূলক বিবরন দেওয়া হলো।
Xiaomi Pad 6 ট্যাবলেট এর ডিসপ্লে হিসাবে আছে ১১ ইঞ্চির 2.8k এর ১৮০০-২৮৮০ পিক্সেলের একটি IPS LCD ডিসপ্লে। শাওমি প্যাড ৬ এর ডিসপ্লের রিফ্রেশ রেট হলো ১৪৪ হার্জ এবং নিট পিক ব্রাইটনেস ৫৫০, এছাড়াও ডলবি ভিশন সাপোর্ট।এদিকে Realme Pad x ট্যাবলেট টিতে ১০.৬ ইঞ্চির ১২০০x২০০০পিক্সেলের ডিসপ্লে প্যানেল ব্যাবহার করা হয়েছে। ৪৫০ নিটস ব্রাইটনেস।৭৭.৪ স্ক্রিন টু বডি রেশিও।
Xiaomi Pad 6 এবং Realme Pad X এর প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম এবং স্টোরেজের তুলনামূলক বিবরণ
Xiaomi Pad 6 ট্যাবলেটটিকে বেশি ফাস্ট করতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়ে কোয়ালকম স্নাপড্রগন ৮৭০ চিপসেট। এই ট্যাবলিটটিতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ভার্সন ১৩ এবং MIUI ১৪ রান করা হয়েছে।এছাড়াও র্যাম হিসাবে ৮ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
এদিকে Realme Pad X এ আছে কোয়ালকম স্নাপড্রগন ৬৯৫ প্রসেসর। যেটি তুলনামূলক ভাবে Xiaomi Pad 6 এর থেকে অনেক আগের ভার্সন। যার কারনে Realme Pad x এর তুলনায় Xiaomi Pad 6 বেশি ভাল পারফর্মেন্স দিবে। আবার স্টোরেজের দিক থেকে দেখলে দেখা যাচ্ছে এই ট্যাবলেট টিতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি মেমরি পাবেন। কিন্তু এই ট্যাবলেটির একটি ভালো ফিচার হলো ভার্চুয়াল র্যাম হিসাবে এক্সট্রা ৫ জিবি র্যাম পাবেন। এক্সট্রা মেমরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে ৫১২ জিবি পর্যন্ত।
আরও পড়ুন : স্মার্টফোন নাকি মেকআপ বক্স? Oppo Find N2 Flip রিভিউ।
Xiaomi Pad 6 এবং Realme Pad X এর ক্যামেরা পার্থক্য
দুটি ট্যাবলেটের মধ্য Xiaomi Pad 6 ট্যাবলেটে রিয়ার ক্যামেরা হিসাবে দেওযা হয়েছে ১৩ মেগাপিক্সেল। এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।অডিও এবং ভিডিও কলিংয়ের সুবিধা আছে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে সব ঠিক ঠাক রয়েছে, ট্যাবলেট টিতে ৪ টি স্পিকার ব্যবহার করা হয়েছে।
দুটি ট্যাবলেটের মধ্য Realme Pad X ট্যাবলেটে রিয়ার ক্যামেরা হিসাবে দেওযা হয়েছে ১৩ মেগাপিক্সেল। এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।১০৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ রয়েছে । সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ট্যাবলেটটিতে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত রয়েছে, ট্যাবলেট টিতে ৪ টি স্পিকার ব্যবহার করা হয়েছে। ট্যাবলেট টি সাউন্ড কোয়ালিটির জন্য বিখ্যাত।
ব্যাটারী Compare
দুটি ট্যাবলেটের মধ্য ব্যাটারী দেখতে গেলে Xiaomi Pad 6 এ আছে ৮৮৪০ mAh এর একটি বড় ব্যাটারী ব্যাকাপ।এবং চার্জিং এর জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ট্যাবলেট টি ফুল চার্জ করতে ১০০ মিনিট সময় লাগে। এদিকে Realme Pad X এ আছে ৮৩৪০mAh এর একটি ব্যাটারী যার সাথেও ৩৩ ওয়াটের একটি চার্জার আছে। সুতরাং Xiaomi এর ব্যাটারী ব্যাকাপ রিয়েলমির তুলনায় একটু বেশি থাকবে।
দুটি ট্যাবলেটের দাম
Xiaomi Pad 6 ভারতে অফিশিয়াল দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে যার মধ্য ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এবং ৮জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা ধার্য্য করা হয়েছে।
Realme Pad X এর দুটি ভার্সন আছে একটি ৪জি এবং আর একটি ৫ জি.। ৪ জি ভার্সনের ৪ জিবি ১২৮ জিবির দাম ১৯,৯৯৯ টাকা। এবং ৫ জি ভর্সনের ৪ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। আবার ৫জি ভার্সনের ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টে টির দাম ২৭,৯৯৯ টাকা।
শেষকথা
সুতরাং আপনার আর্টিকেল টি পড়ে বুঝেই গেছেন যে কোন ট্যাবটি বেশি ভালো হবে। আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন।
আরও পড়ুন : আকর্ষণীয় মুল্যে গেমিং ফোন এলো বাজারে – POCO F5 Pro 5G