বর্তমানে আমাদের বাংলাদেশে গরমের পরিমান এত বেড়েছে যে ঘরো বাইরে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আরও বড় সমস্যা হচ্ছে দেশে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে অধিক পরিমানে লোডসেডিং সব মিলিয়ে একটা কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। এখন একমাত্র এই গরমের সমাধান দিতে পারে একটি ভাল চার্জার ফ্যান। দেশে একমাত্র ওয়ালটনের চার্জার ফ্যান সব থেকে ভাল সার্ভিস দেই। তাহলে চলুন বর্তমানে ওয়ালটনের সেরা ৫টি চার্জার ফ্যান নিয়ে আলোচনা করা যাক ।
আরও পড়ুন : গরমে আর নয় হতাসা এখন পাচ্ছেন বাজারের সেরা ৫ টি AC একদম বাজেটের মধ্যে
ওয়ালটনের চার্জার ফ্যানের দাম ও রিভিউ

বর্তমানে আমাদের বাংলাদেশের সাব থেকে ভালো চার্জার ফ্যান তৈরি করে ওয়ালটন কোম্পানি। আবার ওয়ালটন এর পন্যের দাম ও কম থাকে। এজন্য ওয়ালটনের চার্জার ফ্যান গুলো অল্প দামে ভালো ফ্যান নিতে পারবেন। বর্তমানে অধিকাংশ মানুষই অনলাইনে ওয়ালটনের চার্জার ফ্যানের দাম খোজেন।এ জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ওয়ালটনের সেরা ৫টি চার্জার ফ্যানের দাম এবং বিস্তারিত বিষয় কোনটা কিনলে ভালো হবে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন।
নিচে কিছু চার্জার ফোনের নাম দাম এবং বিস্তারিত সব কিছুই থাকছে আজকের পোস্টে।
১. W17OA- EM -MS ওয়ালটন চার্জার ফ্যান

কম দামের মধ্যে ওয়ালটনের এই ফ্যান টি অনেক ভালো। এই ফ্যানটির ব্যাটারিতে অনেকক্ষন চার্জ থাকে। যদি আপনার বাজেট ৫০০০ টাকা হয় তাহলে এই ফ্যান টি আপনার জন্য খুবি ভালো হবে। এই ফ্যানটিতে ব্যাটারি চার্জের জন্য ৩০ ওয়াটের চার্জার যা দিয়ে ফ্যান টি ফুল চার্জ হতে সময় লাগবে ৪-১০ ঘন্টা মত। চার্জে দিয়ে রেখে দিলে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি এটা চার্জ নেওয়া বন্ধ করে দেয়। ফ্যানটির উচ্চতা ১৭ ইঞ্চি মিটার।
ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য সুইচ আছে যেটি দিয়ে আপনি আপনার নিজের প্রয়োজন মত জোর বাড়াতে কমাতে পারবেন। অটো সুইচের ব্যবস্থা আছে এসি টু ডিসি করার জন্য। এই ফ্যানটির সব থেকে আকর্শনীয় জিনিস হলো এটাকে রাতের জন্য এলইডি চার্জার লাটের ব্যবস্থাও আছে। ওয়ালটনের এই W17OA EM MS ফ্যানটির দাম ৫২০০ টাকা।
আরও পড়ুন : দ্বিগুন শক্তিশালী ইঞ্জিন নিয়ে Hunter 350 বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট!
২. WRTF14A ওয়ালটন চার্জার ফ্যান

ওয়ালটন কোম্পানির চার্জার ফ্যান গুলোর মধ্য এটি একটি অন্যতম ফ্যান। ওয়ালটনের ফ্যান কেনার জন্য আপনার বাজেট যদি ৪০০০ হাজার টাকা হয় তাহলে ওয়ালটনের এই ফ্যানটি আপনার জন্য অনেক ভালো হবে। দীর্ঘ সময় যাবৎ ব্যাটারি ব্যাকাপ পাবেন। চার্জে দিয়ে রেখে দিলে নিজের মত ফুল চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করে দেবে। এই ফ্যানটি চার্জিং এর জন্য ২০ ওয়াটের চার্জিং সাপ্লাই ব্যবহার করা হয়েছে।
ফ্যাননটিকে ফুল চার্জ করতে সময় লাগবে ৮-১০ ঘন্টা। এই ফ্যানটিরও উচ্চতা ১৭ ইঞ্চি। এই ফ্যান যেকোনো ওয়ালটনের শোরুমে পেয়ে যাবেন ফ্যানটির বাজার মূল্য রাখা হয়েছে ৪ হাজার ২০০ টাকা। চাইলে আপনারা এই ফ্যানটি নিতে পারেন নির্দিধায়।
৩. WRTF12A- ওয়ালটন ফ্যান

যারা একটু কম দামের মধ্যে মোটামুটি ভাল একটি চার্জার ফ্যান খুজছেন তাদের জন্য রয়েছে ওয়ালটনের এই চার্জার ফোনটি। আপনার বাজেট যদি ৪ হাজার টাকার কম হয় তাহলে এই ফ্যানটি আপনার জন্য খুবই ভালো হবে। এই ফ্যানটির ব্যাটারি ব্যাকাপ যথেষ্ঠ ভালো অনেক সময় পর্যন্ত চার্জ থাকবে ফ্যানটিতে। ফ্যানটি দেখতেও অনেক সুন্দর। এই ফ্যান টি চার্জ করা জন্য রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সুবিধা, ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় ৮-১০ ঘন্টা মত। চার্জার টির সাইজ ১৫-১৭ ইঞ্চি এর মত। ফ্যানটিতে কোনো ধরনের রিসোট কন্ট্রল সিস্টেম নেই।
অটোমেটিক এসি এবং ডিসি তে কনভার্ট হতে পারবে। চার্জে দিয়ে রাখলে ফুল চার্জ হয়ে গেলে নিজে থেকে অটোমেটিক্যালি চার্জ নেওয়া বন্ধ করে দেবে। চার্জার ফ্যানটির বাজার মূল্য ৩ হাজার ৮০০ টাকা মাত্র। এই দামে এতো ভালো চার্জার অন্য কোনো কোম্পানি দিতে পারবেনা। সুতরাং এই চার্জারটি অরেক ভালো মানের হবে।
আরও পড়ুন : মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা
৪. W17OA-AS- ওয়ালটন চার্জার ফ্যান

এই ফ্যানটি তৈরি করা হয়েছে আকর্ষনীয় ডিজাইন দিয়ে। যেটা দেখলেই যে কারো পছন্দ হয়ে যাবে। আপনার বাজেট যদি ৫০০০ টাকার একটু বেশি থাকে তাহলে এই ফ্যানটি আপনার জন্য একদম বেস্ট হবে। ফ্যানটিতে অনেক ধরনের ফিচার আছে।লিস্টের সব কইটা ফ্যানের মধ্যে এই ফ্যানের ব্যাটারি ব্যাকাপ সব থেকে বেশি। এই ফ্যানটি ৯০ ভোল্টেজ থেকে ২৫৬ ভোল্টে পরিবর্তন হয়ে যেতে পারে। এই ফ্যানটিকে স্পেশাল ফিচার হলো রিমোট কন্ট্রল রয়েছে। অটোমেটিক্যালি এসি টু ডিসি তে কনভার্ট হয়ে যেতে পারে।
এর আধুনিক ফিচার হলো এটা চার্জ হতে বেশি সময় নেই না। ৪-৫ ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। যদি আপনি ফ্যানটিকে রাতে চার্জ দিয়ে রাখেন তাহলে ফ্যানটিতে ফুল চার্জ হয়ে গেলে অটো চার্জ নেওয়া বন্ধ করে দেবে। চার্জার ফ্যানটির বাজার মুল্য ৫ হাজার ৯৯০ টাকা।
৫. W17OA-MS ওয়ালটন চার্জার ফ্যান

বেশি বাজেটের ফ্যানের মধ্য ওয়ালটনের এই ফ্যানটি বেশি ভালো। ৫ হাজার টাকা বাজেট থাকলে এই ফ্যানটি কিনতে পারবেন। ব্যাটারি ব্যাকাপ ভালোই পাবেন। চার্জ হতে সময় লাগে ৮-৯ ঘন্টা মত। এই ফ্যানটির ফিচারও বাকি ফ্যান গুলোর মতোই। আলোচনা কৃত ফ্যান গুলোর মধ্য এটি সব থেকে ভালো ফ্যান।
শেষকথা
পোস্টিতে আমরা যে ৫টি ফ্যানের কথা আলোচনা করলাম তার দামের মধ্য কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ এখন প্রতি নিয়ত দাম উঠা নামা করে। আপনার যারা এই গরমে একটি চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন তারা এই ৫ টি ফ্যানের ভিতর থেকে কিনতে পানেন। তবে কেনার পূর্বে অবশ্যই সব কিছু যাচাই করে নিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
আরও পড়ুন : ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক