Vivo X90: চার্জিং থেকে ক্যামেরা, প্রতিটি ফিচারে চমক, আকর্ষণীয় ফোন আনছে Vivo

চলতি বছরের এপ্রিল মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের লেটেস্ট X80 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি বাজারে লঞ্চ করেছে। আর বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, কোম্পানি এর উত্তরসূরি মডেলগুলির ওপর কাজ করছে। এমনকি, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, Vivo X90 সিরিজটি এবছর ডিসেম্বরে উন্মোচন করা হবে।

এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo X90 Pro এবং X90 Pro+ মডেলগুলির মূল বিবরণ সম্প্রতি একটি রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। আর এখন, এক জনপ্রিয় চীনা টিপস্টার আসন্ন স্ট্যান্ডার্ড Vivo X90-এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : নতুন ফিচার নিয়ে Oppo এবং Xiaomi লঞ্চ করতে চলেছে তাদের নতুন Flip ফোন

ফাঁস হল Vivo X90-এর মূল বিবরণ

Vivo X90: চার্জিং থেকে ক্যামেরা, প্রতিটি ফিচারে চমক, আকর্ষণীয় ফোন আনছে Vivo

WixBing -এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-এর একটি পোস্টে দাবি করেছেন যে, নতুন ভিভো এক্স৯০ ফোনে 2K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। পূর্বসূরি মডেলের মতো, এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে আসবে।

প্রসঙ্গত, স্মার্টফোন চিপসেট নির্মাতা মিডিয়াটেক (MediaTek) সম্ভবত আগামী মাসে (নভেম্বর) তাদের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরটি লঞ্চ করবে। টিপস্টার জানিয়েছে যে এক্স৯০-তে ডাইমেনসিটি ৯২০০ থাকবে। এই আসন্ন প্রসেসরটি এক্স৮০ এবং এক্স৮০ প্রো-এর ডাইমেনসিটি ভ্যারিয়েন্টে ব্যবহৃত ডাইমেনসিটি ৯০০০-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, নয়া Vivo X90 ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। টিপস্টার গত মাসে দাবি করেছিলেন যে ডিভাইসটি ৪,৭০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারির সাথে আসবে। এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে সনি আইএমএক্স৮ (Sony IMX8)-সিরিজের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে অনুমান করা হচ্ছে৷ তিনি জানান যে, X80-এর তুলনায়, উত্তরসূরি X90 আরও উন্নত ধুলো এবং জল প্রতিরোধী ক্ষমতা অফার করবে। তবে, ডিভাইসটি আইপি৬৮ (IP68) সার্টিফিকেশনের সাথে আসবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, X90 সিরিজে অন্তর্ভুক্ত Vivo X90 Pro এবং X90 Pro+ মডেল দুটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। উভয় স্মার্টফোনই একটি ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে৷ X90 Pro-এ ১০০ ওয়াট চার্জিং সহ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, আর X90 Pro+-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এছাড়া, উচ্চতর Pro+ মডেলটি স্যামসাং অ্যামোলেড ই৬ ডিসপ্লে, এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : অবশেষে লঞ্চ হতে যাচ্ছে Nothing Phone 2 এবং Samsung S24 Ultra ফাস্ট  লুক রিভিউ

Vivo X90 Pro, Vivo X90: স্পেসিফিকেশন

Vivo X90: চার্জিং থেকে ক্যামেরা, প্রতিটি ফিচারে চমক, আকর্ষণীয় ফোন আনছে Vivo

General

Alternate namesVivo X90
BrandVivo
ModelX90
Price in India59,999 TK
Launched in IndiaYes
Form factorTouchscreen
Dimensions (mm)164.10 x 74.44 x 8.48
Weight (g)201.00
IP ratingIP68
Battery capacity (mAh)4810
ColoursChina Red, Ice Blue, Original Black

Display

Refresh Rate120 Hz
Screen size (inches)6.78
TouchscreenYes
Resolution1260×2800 pixels
Aspect ratio20:9

Hardware

Processorocta-core
Processor makeMediaTek
RAM8GB
Internal storage128GB

Camera

Rear camera50-megapixel + 12-megapixel + 12-megapixel
No. of Rear Cameras3
Front camera32-megapixel
No. of Front Cameras1

Software

Operating systemAndroid 13
SkinOriginOS 3

Connectivity

Wi-FiYes
GPSYes
BluetoothYes
NFCYes
USB OTGYes
USB Type-CYes

Sensors

In-Display Fingerprint SensorYes
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
AccelerometerYes
GyroscopeYes

আরও পড়ুন : স্মার্টফোন নাকি মেকআপ বক্স? Oppo Find N2 Flip রিভিউ।

ডিসপ্লে: Vivo X90 এ রয়েছে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লে HDR10+ প্রযুক্তি সমর্থন করে। X90 Pro-তে 2K রেজোলিউশন এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও রয়েছে। এটিতে 452 PPI, 2160Hz PWM, HDR10+ এবং 300Hz টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। প্রসেসর: উভয় ফোনই MediaTek Dimension 9200 চিপসেট দ্বারা চালিত। X90 সিরিজ 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ অফার করে।

ক্যামেরা: এই ফোনের ক্যামেরাই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। Vivo X90 এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে f/1.75 অ্যাপারচার, OIS, EIS এবং LED ফ্ল্যাশ সহ একটি 50MP IMX866 প্রাথমিক সেন্সর রয়েছে। 12MP পোর্ট্রেট সেন্সর-2x অপটিক্যাল জুম এবং 12MP আল্ট্রাওয়াইড সেন্সর সহ। এটির সামনে একটি 32MP স্ন্যাপার রয়েছে। X90 Pro-তে 50MP পোর্ট্রেট সেন্সর, 2x অপটিক্যাল জুম, 50MP IMX866 প্রাথমিক সেন্সর, OIS, EIS, LED ফ্ল্যাশ, 12MP আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। সেলফির জন্য এটিতে একটি 32MP স্ন্যাপার রয়েছে।

ব্যাটারি: উভয় ফোনেই একটি বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং সমর্থনের যত্ন নেওয়া হয়েছে। X90 এর একটি 4810mAh ব্যাটারি রয়েছে এবং X90 Pro তে একটি 4870mAh ব্যাটারি রয়েছে। দুটি ফোনই 120W দ্রুত চার্জিং সমর্থন করে।

Vivo X90 Pro, Vivo X90 Price

Vivo X90: চার্জিং থেকে ক্যামেরা, প্রতিটি ফিচারে চমক, আকর্ষণীয় ফোন আনছে Vivo

Vivo X90 Pro এর 12GB/256GB ভেরিয়েন্টটি 84,999 টাকায় লঞ্চ করা হয়েছে। একই সময়ে, X90-এর 8GB/256GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা। 12GB/256GB ভেরিয়েন্টটি 63,999 টাকায় কেনা যাবে। এবং ফোনটি আপনি যে কোন অনলাইন বা ওফলাইট ভিভোর ষ্টোর থেকে কিনতে পারবেন

শেষ কথা

আমার মতে ফোনটি ক্যামেরার জন্য সব থেকে ভালো ফোন হবে। আপনারা চাইলে কিনতে পারেন ফোনটা । যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চান এই ফোনটা তাদের জন্য সেরা পছন্দো হবে। এ ছারা ফোনটি সব দিক দিয়েই অনেক ভালো। আমাদের এই আর্টিকেলটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যাই একটা কমেন্ট করবেন প্লিজ

আরও পড়ুন : আকর্ষণীয় মুল্যে গেমিং ফোন এলো বাজারে – POCO F5 Pro 5G

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment