Top-3 Best Power Banks । এবার কারেন্ট না থাকলেও সারাক্ষণ চলবে মোবাইল।

দৈনন্দিন জীবনে একটা Power Bank কতটা গুরুত্ব পূর্ণ্য এটা বলে বোঝানোর নয়, কারণ আপনি যদি কোনো চাকরিজীবি হন তাহলে দিন শেষে বাসায় ফেরার আগেই আপনার ফোনেন চার্জ প্রায় ফুরিয়ে আসে, মাঝে মাঝে তো আপনার ফোনটি অফ হয়ে যায়, এজন্য অবশ্যইই একটি পাওয়ান ব্যাংক সাথে নিয়ে রাখা জরুরি। এছাড়াও কোনো কারনে যদি বিদ্যুৎ না থাকে,  বর্তমানে আমাদের দেশে লোডসেডিং এর কারণে প্রায় দিনের অর্ধেক টাইম বিদ্যুৎ থাকেনা এজন্য ঠিক ভাবে ফোন চার্জ করতে পারিনা।

ফোন ব্যবহার কারি প্রত্যেকটা মানুষই প্রায় এই সমস্যার সম্মুক্ষীণ কম বেশি হয়েছেন যে ফোনের চার্জ শেষ হয়ে বিপাকে পড়েছেন। এজন্য সবারই একটি ব্যাক্তিগত পাওয়ার ব্যাংক থাকা জরুরী। বাজার গেলে আপনি নানা রকমের পাওয়ার ব্যাংক দেখতে পাবেন বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির। কিন্তু দাম হিসাবে কোন পাওয়ার ব্যাংকটি বেশি ভালো হবে সেটির উপর গরুত্ব দিতে হবে। আজকে আমরা সেরা ৩ টি ব্রান্ডেরর পাওয়ার ব্যাংকের স্পেসিফিকেশন দাম ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করবো।

আরও পড়ুন : সাপ্তাহের শুরুতে ধামাকা অফার Samsung এবং Redmi এর ফোন 10 হাজারের কমে বেচছে Amazon

1. Baseus Bipow Digital Display 20000 Mah 20W Power Bank

Baseus Bipow Digital Display 20000 Mah 20W Power Bank

Beseus  এর এই পাওয়ার ব্যাংকটিতে ২০০০০ এম্পিয়রের বিশাল ব্যাটারী আছে এবং চার্জিং এর জন্য ২০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। এই পাওয়ার ব্যাংকটির বাজারে মূল্য ২৫০০-৩০০০ টাকা।

এবার এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা হলো।

ব্যান্ড:- Beseus

ব্যাটারী- ( ২০০০০ এম এ এইচ) 

  • ২০০০০ এম এ এইচ এর বিশাল ব্যাকাপ
  • ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট
  • ব্যাটারীতে আছে  লিথিয়াম আয়ন।
  • ইফিসিয়েন্সি আছে : ৭৫ %
  • USB Type -C

ওয়ারেন্টি গ্যারান্টি: এই পাওয়ার ব্যাংকের কোনো প্রকার ওয়ারেন্টি এবং গ্যারান্টির সুবিধা নেই।

দাম- ১৫০০ টাকা

ইউজার এক্সপেরিয়েন্স

বাজেটের মধ্য সেরা একটি পাওয়ার ব্যাংক। মাত্র ১ হাজার ৫০০ টাকাতে এই পাওয়ার ব্যাংকটি পেয়ে যাবেন। দেখতে অনেক সুন্দর কিছুটা প্রায়ই একটি স্মার্ট ফোনের মতই।

  • এই পাওয়ার ব্যাংটির পাওয়ার ড্রপ সাধারনত ২৫% হয়ে থাকে। কিন্তু এই বাজেটের অন্য পাওয়ার ব্যাংকের থেকেও বেশি।
  • পাওয়ার ব্যাংকটি আকর্ষীত করে তার ২০ ওয়াটের চার্জিং সিস্টেম এর জন্য যেটা যে কোনো ফোনকে দ্রুত চার্জ করতে সাহায্য করে।
  • পাওয়ার ব্যাংকটি কেনার পর তার প্যাকেজিং টা দারুন
  • চার্জ হতে পাওয়ার ব্যাংকটি সময় ২ ঘন্টা থেকে  আড়াই ঘন্টা মত।
  • পাওয়ার ব্যাংকটি একবার ফুল চার্জ করলে ৪০০০ হাজার এম  এ এইচ এর কোনো ফোন ভালোভাবেই চারবার  চার্জ হয়ে যাবে।

2. Samsung 10000 MAH Power Banks

Samsung 10000 MAH Power Banks

এবার স্যামসাং নিয়ে এলো ১০০০ এম এ এইচ এর বিশাল পাওয়ার ব্যাংক সাথে থাকছে ২৫ ওয়াটের চার্জিং ক্যাপাবিলিটি। আমরা জানি স্যামসাং মানেই ব্রান্ড, স্যামসাং এর পাওয়ার ব্যাংক বলে কথা ভালো হবেনা এটা কোনো কথা? স্মার্টে ফোন,স্মার্ট ঘড়ি, স্মার্ট ইয়ারফোর এত সব স্মার্টের মধ্য আপনাকেও স্মার্ট হতে হবে। আপনার সকল স্মার্ট ডিভাইস গুলোকে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করার বিকল্প কিছু নেই। স্যামসাং নিয়ে এসেছে স্মার্ট পাওয়ার ব্যাংক।এখন চলুন এই পাওয়ার ব্যাংকটি নিয়ে আলোচনা করি।

এই পাওয়ার ব্যাংকে আছে ১০০০ এম এ এইচ এর বিশাল ব্যাটারী। এবং চার্জিং এর জন্য আছে USB টাইপ সি এর দুটো পোর্ট। দুটো পোর্ট দিয়ে আপনি এক সাথে দুটো ফোন চার্জ দিতে পারবেন। পাওয়ার ব্যাংকটির ওজন ২২০ গ্রাম। এই পাওয়ার ব্যাংকটি প্লাস্টিকের তৈরি করা হয়েছে।

আরও পড়ুন : Xiaomi 13 Ultra এবার বিশ্ব বাজারে ঝড় তুলতে হাজির, Leica ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর, কি নেই এই ফোন টিতে

ইউজাররা এই পাওয়ার ব্যাংকটি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার জন্য কিনবে। ফলে যারা ফ্লাগশিপ ফোন গুলো ব্যাবহার করেন তারা খুব ভালোভাবে ফোনটিকে চার্জ দিতে পারবেন। পাওয়ার ব্যাংকের সাথে একটি ২০ সেন্টিমাটারের ক্যাবল পেয়ে যাবেন যার মাধ্যমে পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবেন। এক সাথে দুটি ফোন চার্জ করতে পারবেন। যদি একটা ফোন চার্জ দেন তাহলে ২৫ ওয়াটের চার্জিং স্পিড পাবেনা কিন্তু যদি দুটি ফোন এক সাথে চার্জে দেন তাহলে সেটি কমে ৯ ওয়াট হয়ে যাবে ফলে দুটি ফোনেই ধীরে ধীরে চার্জ হবে। 

যদি এই পাওয়ার ব্যাংটি কিনতে চান অবশ্যই কিনতে পারেন। খুবই ভালো মানের পাওয়ার ব্যাংক এটা।

3. Xiaomi Mi Boost pro

Xiaomi Mi Boost pro

শাওমি লঞ্চ করে দিলো তাদের নতুন পাওয়ার ব্যাংক। অল্প বাজেটের মধ্য এই পাওয়ার ব্যাংকটি একদম সেরা। 

Xiaomi Boost pro এই পাওয়ার ব্যাংকটিতে ৩০০০০ এম্পিয়রের বিশাল ব্যাটারী আছে এবং চার্জিং এর জন্য ২৪ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। এই পাওয়ার ব্যাংকটির বাজারে মূল্য ২২৯৯ টাকা।

এবার এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা হলো।

এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনার ফোনের ব্যাটারী যদি ৫০০০ এম এ এইচ হয় তাহলে ৫-৬ খুব ভালোভাবে চার্জ করতে পারবেন। আর যদি ট্যাব হয় তাহলে ২-৩ বার চার্জ করতে পারবেন। আপনি বাড়িতে যদি LED চার্জার, টর্চ ইত্যাদি থাকলে সেগুলো চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংক এ চার্জ দেওয়ার জন্য ৩ টি চার্জার পোর্ট রয়েছে। একটি টাইপ সি পোর্ট ও আছে। এজন্য এক সাথে তিনটি ডিভাইস চার্জ দিতে পারবেন। 

এই পাওয়ার ব্যাংকটিতে স্মার্ট চিপ রয়েছে যার ফলে ছোট কোনো ডিভাইস চার্জ দিলে অটো কনভার্ট হয়ে সে অনুযায়ী চার্জ হবে।এছাড়াও পাওয়া মুড আছে। স্মার্টফোনের পাসাপাসি আপনি স্মার্ট ওয়াচ, ইয়ার বার্ডস ইত্যাদিও খুব সহজে চার্জ করতে পারে। 

শেষকথা

আপনারা যারা একটি ভালো মানের পাওয়ার ব্যাংক কিনতে চান তারা এই তিনটি  তেকে একটি নিতে পারেন। আমাদের পোস্টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ, ভালো লাগলে কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন।

আরও পড়ুন : আর নয় গরমের চিন্তা, সেরা ৫টি ওয়ালটনের চার্জার ফ্যান রিভিউ

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment