বর্তমানে গ্রীষ্মের মৌসুমে অতিরিক্ত গরমের কারণে মানুষের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। কিন্তু এটা বড় বিষয় না, প্রচন্ড গরমের কারনে তরি তরকারি, সাক সবজি , মাছ মাংস সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য খাবার ভালো রাখার জন্য আমাদের দৈনন্দিন জীবনে ফ্রিজের খুব প্রয়োজন।
এখন আপনি যদি একটি ফ্রিজ কেনার কথা ভাবেন তাহলে কিছু বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন। চলুন দেখে নি ফ্রিজ কি কিনতে হলে কোন কোন বিষয় গুলো জেনে রাখা গুরুত্বপূর্ন।
- যদি ফ্রিজ কিনতে চান তাহলে আপনার সর্ব প্রথম খেয়াল রাখতে হবে আপনি কেমন ফ্রি কিনবেন, আপনার রুমের সাইজ, আপনার পরিবারে কতজন আছে সব কিছু বিবেচনা করে তারপর ঠিক করবেন যে আপনার আসলে কেমন সাইজের ফ্রিজ লাগবে।
- ফিজের মডেল : আপনি যদি একটি ফ্রিজ কিনতে চান তাহলে কখনোই আপনার একটি পুরাতন মডেলের ফ্রিজ কেনা উচিৎ না। কারন নতুন মডেলের ফ্রিজে সব সময় নতুন নতুন সুবিধা এবং ভালো ফিচার থাকে।
- ফ্রিজার: ফ্রিজ কেনার সময় একটি বিষয় মাথায় রাখবেন যে, ফ্রিজার বা ডিপ ফ্রিজ যদি ছোট হয় তাহলে সেটাতে খুব বেশি বরফ সংরক্ষন করা যায়না।
- ব্রান্ড এবং সার্ভিসিং:ফ্রিজ কেনার সময় অবশ্যই ভালো ব্রান্ডের ফ্রিজ কেনা উচিৎ এবং কতো বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিবে ভালো ভাবে যাচাই করা উচিৎ। আর যদি সস্তায় নোন ব্রান্ডের ফ্রিজ কেনেন তাহলে সমস্যায় পড়তে পারেন কিন্তু ভালো ব্রান্ডের ফ্রিজ কিনলে সমস্যা না হওয়ার সম্ভাবনায় কম।
- রিটার্ন পলিছি: ফ্রিজ কেনার আগে বিক্রেতাদের সাথে ভালো ভাবে কথা বল নিবেন যে গ্যারান্টির ভিতর যদি ফ্রিজে কোনো সমস্যা হয় তাহলে ফেরত নিবে কিনা।
এসব কিছু বিষয় মনে রেখে তারপর ফ্রিজ কিনতে যাবেন।
কম দামে ভালো ফ্রিজ: সেরা ৫ টি ফ্রিজ
কম দামে ফ্রিজ কিনতে গেলে আপনাকে অনেক শোরুম ঘুটতে হবে আবার অনলাইনেও ঘাটতে হবে যার জন্য প্রচুন সময়ের প্রোয়োজন।কম দামে ভালো ফ্রিজ কেনার কঠিন কাজ টা সহজ করা জন্য আমরা আজকে সেরা কম বজেটে ৫ টি ফ্রিজ নিয়ে আলোচনা করবো।
বিভিন্ন ব্রান্ডের ভালো মানের ফ্রিজ নিয়ে আলোচনা করবো।
১.ওয়ালটন WFD 1B6 GDEL XX Frost Refigerator 132 Ltr
আপনি যদি কম দামে ভাল ফ্রিজ কেনার আশায় থাকেন তাহলো ওয়াল্টনই আপনার জন্য বেস্ট। কারন ওয়ালটনি সব সময় সব থেকে কম দামে ভালো জিনিস দিয়ে থাকে।
যেহেতু ওয়াল্টন দেশিও পন্য এজন্য এটাতে খরচ কম এবং বাজার মূল্য কম।
কারো বাজেট যদি ১৫০০০ হাজারের মত হয় তাহলে কম দামের মধ্যে এই ফ্রিজ টি বেস্ট হবে। বিক্রির দিক দিয়েও অনেক এগিয়ে থাকে এই কোম্পানি। ওয়ালটন তাদের এই ফ্রিজের কম্প্রসারের ১২ বছরের গ্যারান্টি দিয়ে থাকে, যার ফলে টিকে অনেক দিন। এই ফ্রিজ টির মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন : দ্বিগুন শক্তিশালী ইঞ্জিন নিয়ে Hunter 350 বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট!
২. ভিসন GD Refrigerator Re 150L
অনেকে আছেন যারা ভিশন ফ্রিজ কিনতে চান, সেক্ষেত্রে ২০০০০ টাকা বাজেট থাকলে, ভিশনের এই ফ্রিজটি নিতে পারবেন।
কারো বাজেট যদি ২০০০০ হাজারের মত হয় তাহলে কম দামের মধ্যে এই ফ্রিজ টি বেস্ট হবে। বিক্রির দিক দিয়েও ভিশন কোম্পানিও এগিয়ে থাকে । ভিশন তাদের এই ফ্রিজের কম্প্রসারের ১০ বছরের গ্যারান্টি দিয়ে থাকে, যার ফলে টিকে অনেক দিন। এই ফ্রিজ টির মূল্য ১৮ হাজার ৮০০ টাকা।
ফ্রিজটি অরেক বড় হওয়ায় আপনি চাইলে অনেক খাদ্য রাখতে পারবেন এই ফ্রিজ টিতে। ১০০ ভাগ কপার কন্ডেসার যুক্ত ফ্রিজটি।
৩. Konka 13KRT7CZG Refrigerator 10 CET
দেশের বাজারে বর্তমানে কনকা ব্যান্ড খুবই জনপ্রিয়তা পেয়েছে। অর্প দামের ভিতরে কনকা ভালো মানেরর ফ্রিজ দিচ্ছে বর্তমানে। আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে ফ্রিজ কিনতে চান কনকার এই ফ্রিজ টি কিনতে পারেন কোনো লচ হবেনা।
ফ্রিজটির উচ্চতা ১০ সেফটি ছোটোখাটো পরিবারের জন্য এই ফ্রিজটি খুবই ভালো হবে। ফ্রিজটি গ্লাস ডোর হওয়ায় মরিচা ধরার কোনো ভয় নেই এবং দেখতেও অনেক সুন্দর। মাত্র ২০ হাজার ৪০০ টাকায় ফ্রিজটি কিনতে পারবেন নির্দিধায়।
কনকা ফ্রিজের ফিচার সমূহ:
- ব্রান্ড – কনকা
- টাইপ টপ মাউন্ট ফ্রিজ এটা
- ক্যাপাসিটি – ১৩৭ লিটার
- সম্পুর্ন সিএফসি মুক্ত
- টু ডোর আপার ফ্রিজার সিস্টেম
- বিদ্যুৎ শব্দ কম এবং বিদ্যুৎ সাশ্রয়ি।
আরও পড়ুন : আর নয় গরমের চিন্তা, সেরা ৫টি ওয়ালটনের চার্জার ফ্যান রিভিউ
৪. সিংগার DF2 18 RN ফ্রিজ
বাংলাদেশে ফ্রিজের ব্রান্ড হিসাবে সিংগার এর জনপ্রিয়তা অরেক। অধিকাংশ লোকি ফ্রিজ কেনার কথা ভাবলেই আহে সিংগার এর কথা ভাবে। বর্তমানে টপ কিছু ফ্রিজের ব্রান্ডের কথা বলতে গেলে আগে সিংগার এর নাম আসে। খুব অল্প সংখ্যক লোকি যারা সিংগার এর না জানেনা।
এখন সিংগার দিচ্ছে কম দামে ভালো ফ্রিজ। এতো ভাল একটি ব্রান্ড এতো কম দামে ফ্রিজ দিচ্ছে তাহলে তো কথাই নেই। কম বেশি অনেকেরই মনে আশা থাকে সিংগার এর একটি ফ্রিজ কিনবে বলে। এখনি সময় কম তামে সিংগারের ভাল মানের ফ্রিজ কিনতে পারবেন।
আপনারা সহজেই যাতে এই ফ্রিজটি কিনতে পারেন এজন্য কোম্পানি আপনাদের সুবিধার্থে ফ্রিজটির দাম ১৯৯০০ টাকা রেখেছে। আপনি চাইলে এই ফ্রিজটি কিনতে পারবেন।
৫.মিনিস্টার M-165 ফ্রিজ
কয়েক বছর আগে সব থেকে বেশি বিক্রত ফ্রিজ কোম্পানি। বর্তমানে আবার মিনিস্টার ফ্রিজের চাহিদা দিন দিন বাড়ছে। মিনিস্টার কোম্পানি সহজ কিস্তিতে অল্প টাকায় ভালো মানের ফ্রিজ কিনতে পারবে। অল্প টাকায় যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা এই ফ্রিজটি কিনতে পারেন।এটিতে ১০ সেফটির সুবিধা দেওয়া আছে এবং ফ্রিজটিতে ৬০% বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা আছে।
এই ফ্রিজতে ফাস্ট কুলিং সিস্টেম থাকায় ফ্রিজটি দ্রুত ঠানডা হয়ে থাকে। এই ফ্রিজটির দাম বাজারে ২০ হাজার ৮০০ টাকা।
শেষ কথা
সুতরাং যারা কম দামে ভালো ফ্রিজ কিনতে চান তারা এই ৫টি ফ্রিজ থেকে যাচায় করে পছন্দ করে কিনতে পারেন। যারা পোস্টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন : গরমে আর নয় হতাসা এখন পাচ্ছেন বাজারের সেরা ৫ টি AC একদম বাজেটের মধ্যে