এবার ফ্ল্যাগশিপ ইলেক্ট্রিক মটোরসাইকেল নিয়ে আসলো রিভল্ট। এই RV 400 মটরসাইকেলটি অলরেডি বুকিং চলছে।বর্তমান বিশ্বে ইলেক্ট্রিক ডিভাইস নিয়ে যে তলপাড় শুরু হয়েছে। এমনকি ইলেক্ট্রিক মটর সাইকেলের ও ফ্ল্যাগশিপ ভার্সন বের হয়েছে।এই বাইক যুক্ত হয়েছে পুশিশ বাহিনিতে একদম কোনো শব্দ ছাড়াই এই বাইক ১৫০ কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে। এবং এই বাইক চালানোর সময় কোনো ধোঁজ উড়ার সম্ভাবনা নেই। কারন এই মটরসাইকেল টি হলো ইলেক্ট্রিক মটর সাইকেল এটি সাধারনত চার্জিং সিস্টেমে চলে। আজকে আমরা RV 400 এই মটরসাইকেল টি নিয়ে আলোচনা করব।
আরও পড়ুন : Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু
RV 400 বাইকটি কিনলো পুলিশ

RV 400 ই-বাইকটি এবটি দুষনহির বাইক বা পরিবেবান্ধব বাইক। ই-বাইক বলতে আমরা সাধারনত ইলেক্ট্রিক বাইক কে বুঝি।এই ইলেক্ট্রিক বাইক সাধারনত ব্যাটরি চালিত হয়ে থাকে। ব্যাটারি চার্জ করে চালাতে হয়। এই বাইকেটিকে এক বার চার্জ দিলে ১৫০ কিলোমিটার নির্দিধায় চলতে পারে।
বর্তমানে ভারবর্ষের পুলিশ বাহিনিতে এ বাইক গুলো বেশি ব্যবহার করতে দেখা যায় কারণ রাতের বেলা অথবা দিনের বেলাই নিঃশব্দে এই বাইক নিয়ে টহোল দেওয়া যায়। ২০২২-২০২৩ এসে এই বাইক গুলো কোচি পুলিশ ব্যবহার শুরু করেছে। মানুষ এবং পুলিশের সুবিধার্থে এই ই-বাইকটি ব্যবহার করা হচ্ছে। নিচে এই বাইক ব্যবহারের সুবিধা আলোচনা করা হলো।
RV400 বাইকটির সুবিধা সমূহ
আর ভি ৪০০ এই বাইকটি মুলত ব্যাটারিতে চলে। এটা কোনো ডিজেল বা অকটেন বা গ্যাসে চলে না। তাই বাড়তি তেল কেনার প্রয়োজন হচ্ছে না। এই বাইকটি একবার ফুল চার্জ করলে চলবে ১৫০ কি.মি. পর্যন্ত।এজন্য একজন পুলিশের তার নির্ধারিত এলাকাই টহোল দিতে সুবিধা হয়। এছাড়া এই মটরসাইকেলটি যেহেতু ইঞ্জিন চালিত নয় এজন্য এটাতে কোনো প্রকার শব্দ বা ধোঁয়া ওড়ে না।
সুতরাং একটি শহর বা এরিয়ায় কোনো শব্দ ছাড়া চলতে পারে এজন্য শব্দ দূষণ হওয়ার সম্ভাবনা নেই। আবার এই শব্দ না হওয়ার কারণে পুলিশ অপরাধ কৃত আসামিকে চুপি চুপি গিয়ে ধরে ফেলতে পারবে ফলে আসামি বুঝতেই পারবেনা যে পুলিশ এসেছে। এর ফলে আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আবার এই মটরসাইকেল টিতে যেহেতু ইঞ্জিন নেই এই কারনে কোনো প্রকার ধোঁয়া উড়ার ভয় নেই ফলে বায়ু দূষণ হয়না। সবাই যদি পরিবেশ নিয়ে ভাবতো তাহলে বেশির ভাগ মানুষই ই-বাইক কিনতো।
এবার চলুন এই বাইকে কি কি থাকছে দেখে নি

RV 400- এই মোটরসাইকেলটিতে ৭২ ভোল্ট ৩.২৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৩ কিলোওয়াট মিডড্রাইভ মোটর রয়েছে। এই মোটরসাইকেলটি সাধারনত ৮৫ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে অর্থাৎ ৮৫ কিলোমিটার টপ স্পিড উঠে। বাইকটি ফুল চার্জ করতে ৫ ঘন্টার বেশি লাগেনা এবং বাইকটি টানা ৮০ কিলোমিটার চলতে পারে কিন্তু যদি মিডয়াম গতিতে চালান তাহলে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলে।
এই বাইকটিকে কন্ট্রল করার জন্য রয়েছে মাই রিভল্ট অ্যাপ যা দিয়ে খুব সহজে বাইকের অবস্থান থেকে শুরু করে বাইকের চার্জ ব্যাটারি ব্যাকআপ কত কিলোমিটার চলেছে এবং কত কিলোমিটার চলবে সব কিছু সুন্দর ভাবে দেখতে পারবেন।
আরও পড়ুন : ভবিষ্যতের ১০ টি টেকনোলজি এবং আবিষ্কার যা বিশ্বকে বদলে দেবে
RV 400- বাইকটির দাম
আপনি কি এই বাইকটি কেনার কথা ভাবছেন? তাহলে চলুন এই বাইকটির দাম দেখে নি। কম্পানি আপনাকে দূর্দান্ত সুযোগ দিচ্ছে এখন আপনি চাইলে ৬৮০০০ টাকা সস্তায় এই বাইকটি কিনতে পারবেন আপনিও। সম্প্রতি এক নিউজে শোনা গিয়েছে গুজরাটে ইলেক্ট্রক নিতি অনুযায়ি এই RV 400 বাইকটির দাম হ্রাস পেয়েছে। গুজরাটের সরকারের তথ্য অনুযায়ি প্রতিটি ইলেক্ট্রিক বাইকের জন্য সরকার প্রতি KwH এর জন্য ১০ হাজার টাকা ভর্তুকি দিবে সরকার। এই নিতির কারনে মুলত বাইকটির দাম হ্রাস পেয়েছে।
সুতরাং এই বাইকটি যেহেতু ৩.২৪ KwH এর এ জন্য প্রাই ২০ হাজারেরও বেশি টাকা সাশ্রয়ে RV400 বাইকটি কিনতে পারবেন। এবং সব মিলেয়ে প্রায় ৬৮ হাজার টাকা কমে পাবেন এই বাইকটি। অতএব বাইকটি কিনতে আপনার খরচ করা লাগবে ৪৮ হাজার টাকায় মিলবে এই ই-বাইক এটা অসম্ভাবনিয় একটি বিষয়। বাইকটিতে ৩.২৪ KwH এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং একটি বৈদ্যতিক মটর।
RV 400 ই-বাইকটির ফিচার

এই ইলেক্ট্রিক বাইকটি তিনটি মোডে চলে থাকে, ইকো মোড, নরমাল মোড, স্পোর্টস মোড এবং বাইটি প্রাই ৮৫ কিলোমিটার বেগে চলতে পারে। বাইকটির এই মোড গুলো খুবি সুন্দর তিনটি মোডেই বাইকটি ভালো চলে।এই বাইকটি ইকো মোডে চলবে প্রাই ১৫০ কিলোমিটার পর্যন্ত।
RV 400 ইলেক্ট্রিক বাইকটি দুটি কালারের পাওয়া যায় কালো এবং লাল কালারের। এক কথাই এই বাইকটি অসাধারন একটি ইলেক্ট্রিক বাইক। এখনো পর্যন্ত যত ইলেক্ট্রিক বাইক বের হয়েছে সব বাইক থেকে এই বাইকটি তুলনা মুলক অনেক সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব।
কিছু কথা
আপনারা যারা বাইক লাভার তারা কিন্তু চাইলেই এই বাইকটি নিতে পারেন। বিষেষ করে পুলিশের জন্য এই ইলেক্ট্রিক বাইকটি অন্যতম। তাদের দৈনন্দিন লাইফে আসামি ধরা থেকে শুরু করে শব্দ দুষণ, বায়ু দুষণ ছাড়াই চালাতে পারে।এই বাইকটির ফিচার সমূহ অনেক ভালো ছিলো
বাইকের কালার এবং গঠনের দিক থেকে এক কথাই অসাধারন।
সুতরাং যদি আমাদের এই পোস্টি দেখে এই বাইকটি আপনাদের কিনতে ইচ্ছা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তিতে কোন বাইক নিয়ে আলোচনা করা যায় তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।সাথে থাকুন পাসে থাকুন ধন্যবাদ।
আরও পড়ুন : ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক