বর্তমান যুগে কে না চায় একটা ভালো স্মার্ট ফোন কিনতে? সবাই ভালো ফোন কিনতে চায় কিন্তু কয়জনি কিনতে পারে? এজন্য ফোন কেনার আগে ফোনের সকল বিষয়ে ভালোভাবে জানতে হবে তবেই ভালো ফোন কিনতে পারবেন। বিশেষ করে অনেকেই গেম খেলার জন্য ভালো ফোন খোজে। বর্তমানে গেমিং এর জন্য পোকো নিয়ে এলো POCO F5 Pro 5g। এই ফোনটি মূলত গেমার দের জন্য তৈরি করা হয়েছে।চলুন Poco F5 pro 5g এর সম্পুর্ন স্পেসিফিকেশন বর্ননা করা যাক।
আরও পড়ুন : Xiaomi 13 Ultra এবার বিশ্ব বাজারে ঝড় তুলতে হাজির, Leica ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর, কি নেই এই ফোন টিতে
Poco F5 pro স্পেসিফিকেশন

Internals
Chipset | Qualcomm Snapdragon 8+ Gen 1 (4 nm) |
CPU | Octa-core (1×3.0 GHz Cortex-X2 & 3×2.5 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510) |
GPU | Adreno 730 |
Card | No |
Builtin | 128GB 8GB RAM |
Display
Type | AMOLED, 68B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 500 nits (typ), 1000 nits (HBM), 1400 nits (peak) |
Screen Size | 6.67 inches, 107.4 cm2 (~87.5% screen-to-body ratio) |
Resolution | 1440 x 3200 pixels, 20:9 ratio (~526 ppi density) |
Build
Dimensions | 162.8 x 75.4 x 8.6 mm (6.41 x 2.97 x 0.34 in) |
Weight | 204 g (7.20 oz) |
Protection | Corning Gorilla Glass 5 |
Color | Black, White |
Rear Camera
Triple | 64 MP, f/1.8, (wide), 1/2″, 0.7µm, PDAF, OIS 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4″, 1.12µm<>2 MP, f/2.4, (macro) |
Features | Dual-LED dual-tone flash, HDR, panorama |
Video | 8K@24fps, 4K@30/60fps, 1080p@30/60/120/240fps, gyro-EIS |
Selfie Camera
Single | 16 MP, f/2.5, (wide), 1/3.06″, 1.0µm |
Features | HDR |
Video | 1080p@30/60/120fps |
Battery
USB | USB Type-C 2.0, OTG |
Battery | Li-Po 5160 mAh, non-removable |
Fast Charging | Fast charging 67W Wireless charging 30W |
General
Technology | GSM / HSPA / LTE / 5G |
Sim | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
OS | Android 13, MIUI 14 for POCO |
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band |
Bluetoth | 5.3, A2DP, LE |
GPS | GPS (L1), GLONASS (G1), BDS (B1I+B1c), GALILEO (E1), QZSS (L1) |
NFC | Yes (market/region dependent) |
Radio | Unspecified |
Sensor | Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass, color spectrum |
Poco F5 pro তে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস এক্সফিনিটি এমোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ ১২০ হার্জ এবং টাস স্যামপ্লিং রেট ২৪০ হার্জ। যেটা সাধারন গেমিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং ফিচার হিসাবে আছে ডব্লিউ ভিশন।
এছাড়া এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 778G Soc প্রসেসর। এই ফোনের বেস ভ্যারিয়েন্টটি হলো ৬ জিবি ১২৮ জিবি।ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ১২। সাথে আরও পাবেন MIUI 14,পোকো কোম্পানি জানিয়েছে তারা দুই বছর OS আপডেট এবং দুই বছর ও তিন বছরে সিকিউরিটি আপডেট দিবে বলে জানিয়েছে।
এই ফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। যেটি স্যামসাং এর হাই লেভেলের সেন্সর। ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সুটার। সামনের ক্যামেরা হিসাবে আছে ১৬ মেগাপিক্সেল এর সেন্সর। এই ফোনে ভিডিও করা যাবে 4k@30 fps।
ফোনটিতে ব্যাটারী হিসাবে আছে ৫০০০ এম এ এইস এর বিশাল ব্যাটারী রয়েছে। ফোনটিতে চার্জ থাকবে অধিক সময় ধরে। চার্জিং এর জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যেটি দিয়ে ৩০ মিনিটে ৮০% চার্জ হবে।
এছাড়াও এই ফোনে থাকছে ৫জি সাপোর্ট। গোরিলা গ্লাস ৫ প্রটেকশন। ব্লুটুথ ৫.১ সাপোর্ট। আইপি ৫৩ রেটিং টাইপ সি পোর্ট, ৩.৫ এম এম জ্যাক ডুয়াল সিম সাপোর্ট।
আরও পড়ুন : সবচেয়ে বেশি ছাড়, এখন One Plus-এর এই G5 ফোন কিনলে ২৫০০০ টাকারও বেশি সাশ্রয় হবে
Poco F5 pro এর কালার

এই ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। হলুদ, হরিজন ব্লু এবং অ্যাস্ট্রল ব্লাক।
পোকো এক্স ৫ প্রো এর বাংলা দেশি মূল্য
এই ফোনটির ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টর দাম ২৫৯৯০ টাকা। অন্যদিকে ৮ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯৯৯০ টাকা।
তবে এই ফোনটি ইন্ডায়া থেকর ফ্লিপকার্ড থেকে কেনে তাহলে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
ফোনটির ইন্ডিয়ান মূল্য
যেহেতু এই ফোনটি ইন্ডিয়ায় আগে লঞ্চ হবে। এই ফোনটির ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টর দাম ২২৯৯০Rs। অন্যদিকে ৮ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৪৯৯০Rs ।
Poco F5 pro Vs Poco F3 pro তুলনা

ডিসপ্লে
Poco F3 pro ফোনটিতে IPs LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। এদিকে Poco F5 pro ফোনটিতে সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনেই ১২০ হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। ফোন দুটির ডিসপ্লে সাইজ একি ৬.৭ ইঞ্চি। সুতরাং ডিসপ্লের দিক থেকে Poco F5 এগিয়ে থাকবে।দুটি ফোনে প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস।
আরও পড়ুন : মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা
পারফরমেন্স
ফোনদুটির মধ্য Poco F3 pro তে প্রসেসর হিসাবে থাকছে Snapdragon 880 চিপসেট এবং Pocoo x5 pro তে থাকছে Snapdragon 778G প্রসেসর। জিপিইউ হিসাবে x3 pro তে Adreno 640 এবং x5 pro তে 642L। দুটি ফোনেরই স্টোরেজ সমান। দুটি ফোনের অপারেটিং সিস্টেম হিনাবে আচে এন্ড্রয়েড ভার্সন ১২। দুটি ফোনের মধ্য x5 pro তে ৫ জি সাপোর্ট করে।
ক্যামেরা
দুটির ফোনের মধ্য ক্যামেরার দিক থেতে poco F5 এগিয়ে থাকবে কারণ poco F3 তে প্রাইমারি সুটার হিসাবে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং poco F5 এ ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
কিন্তু ছেলফি ক্যামেরার দিক দিয়ে Poco F3 এগিয়ে থাকবে কারন Poco F3 তে আছে ২০ মেগাপিক্সেল এবং poco F5 ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। ভিডিও রেকর্ডিং এর জন্য রয়েছে দুটো ফোনেই সমান সুবিধা।
ব্যাটারী
দুটি ফোনের মধ্য পোকো এক্স ৩ প্রো তে ব্যাটারী আছে ৫১৬০ এম্পিয়রের কিন্তু পোকো এক্স ৫ প্রো তে ব্যাটারী ৫০০০ এম্পিয়র। এবং চার্জার হিসাবে আছে x3 pro তে ৩৩ ওয়াটের এবং x5 pro তে আছে ৬৭ ওয়াটের চার্জার।
গেমিং টেস্ট
আমরা জানি যে পোকো এর এক্স সিরিজের সব ফোনই মূলত গেমিং ফোন হয়ে থাকে। পোকো এক্স ৩ প্রো একটি জনপ্রিয় গেমিং ফোন হিসাবে পরিচিত ছিলো। কিন্তু যখন পোকো এক্স৫ প্রো লঞ্চ হয় তারপর এটিই সব থেকে ভালো গেমিং ফোন হয়েছে। সবাই জানেন যে কোনো ফোনের আপডেট মডেল হলো বিগত ফোনের সমস্যা গুলো কে ফিক্স করে আরো ভালো ও নতুন কিছুকে নিয়ে আসা। এজন্য গেমিং এর দিকরথেকে দেখতে গেলে Poco F3 pro এর তুলনায় Poco F5 pro তে গেমিং এক্সপেরিয়েন্স বেশি ভালো উপোভোগ করতর পারবেন।
শেষ কথা
অতএব যারা মিডরেঞ্জের মধ্য একটি ভালো গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা এই Poco F5 pro ফোনটি কিনতে পারেন। গেমিং এর দিক থেকে এই ফোনটি বেস্ট হবে,কারণ ফোনটি তৈরি করা হয়েছে মূলত গেমের জন্য। যারা যারা এই পোস্ট টি শেষ পর্যন্ত পড়েছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন : Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু