স্মার্ট বিশ্বে মানুষ দিন দিন আরও স্মার্ট হতে চায়। বর্তমানে একটা বিষয় লক্ষ করলে দেখবেন স্মার্ট ফোন গুলা দিন দিন আরও সুন্দরের দিকে যাচ্ছে, একটা ফ্যাশন এ পরিনত হয়েছে। স্মার্ট ফোনের ফ্লিপ সিস্টেস যেন আরো বেশি ফ্যাশনেবল হয়ে উঠেছে। কিন্তু flip ফোন গুলো দেখতে যতটা সুন্দর আসলে কি ততোটা ভালো? এটা কি অনেক দিনন ব্যবহার করা যায়? মানে এর ডিসপ্লে কি বেশিদিন ব্যবহারের যগ্য?
চলুন আজকে আমরা দেখবো এই flip ফোন নিয়ে আলোচনা করি। বন্ধুরা Oppo তাদের Oppo find N2 flip মোবাইল টি লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়ার বাজারে। আজকে আমরা এই ফোনটির রিভিউ দেখব।
আরও পড়ুন : আকর্ষণীয় মুল্যে গেমিং ফোন এলো বাজারে – POCO F5 Pro 5G
Oppo Find N2 Flip স্পেসিফিকেশন

DISPLAY | |
---|---|
Size: | 6.8 inches |
Resolution: | 2520 x 1080 pixels, 21:9 ratio, 403 PPI |
Technology: | AMOLED |
Refresh rate: | 120Hz |
Screen-to-body: | 86.48 % |
Peak brightness: | 1600 cd/m2 (nit) |
Features: | Folding inside the device, HDR support, Ambient light sensor, Proximity sensor |
Front cover display: | 3.3 inches, 720 x 382 pixels, AMOLED, Scratch-resistant glass (Corning Gorilla Glass 5) |
HARDWARE | |
---|---|
System chip: | MediaTek Dimensity 9000+ (4 nm) |
Processor: | Octa-core, 1x 3.20GHz Cortex-X2 + 3x 3.20GHz Cortex-A710 + 4x 1.80GHz Cortex-A510 |
GPU: | Mali-G710 MC10 |
RAM: | 8GB |
Internal storage: | 256GB (UFS 3.1), not expandable |
Device type: | Smartphone |
OS: | Android (13) |
BATTERY | |
---|---|
Capacity: | 4300 mAh |
Type: | Not user replaceable |
Charging: | Fast charging |
Max charge speed: | Wired: 44.0W |
CAMERA | |
---|---|
Rear: | Dual camera |
Main camera: | 50 MP (PDAF) |
Specifications: | Aperture size: F1.8; Focal length: 23 mm |
Second camera: | 8 MP (Ultra-wide) |
Specifications: | Aperture size: F2.2 |
Video recording: | Yes |
Front: | 32 MP |
DESIGN | |
---|---|
Dimensions: | 6.54 x 2.96 x 0.30 inches (166.2 x 75.2 x 7.5 mm) |
Folded: | (85.5 x 75.2 x 16 mm) |
Weight: | 6.74 oz (191.0 g) |
Biometrics: | Fingerprint (touch) |
Keys: | Right: Volume control, Lock/Unlock key |
Colors: | Black, Gold, Violet |
CELLULAR | |
---|---|
5G: | n1, n3, n5, n8, n28, n41, n77, n78, n79, SA, NSA |
4G (FDD): | Bands 1(2100), 2(1900), 3(1800), 4(AWS-1), 5(850), 8(900), 18(800 Lower), 19(800 Upper), 26(850+), 28(700 APT), 66(AWS-3) |
4G (TDD): | Bands 34(2000), 38(2600), 39(1900+), 40(2300), 41(2600+) |
3G: | Bands 1(2100), 2(1900), 4(1700/2100), 5(850), 8(900) |
Data Speed: | LTE-A, HSDPA+ (4G) 42.2 Mbit/s |
SIM type: | Dual Nano SIM |
MULTIMEDIA | |
---|---|
Headphones: | No 3.5mm jack |
Speakers: | Earpiece, Multiple speakers |
Screen mirroring: | Wireless screen share |
Additional microphone(s): | for Noise cancellation |
CONNECTIVITY & FEATURES | |
---|---|
Bluetooth: | 5.3 |
Wi-Fi: | 802.11 a, b, g, n, ac, ax (Wi-Fi 6); Wi-Fi Direct, Hotspot |
USB: | Type-C (reversible) |
Features: | Charging |
Location: | GPS, A-GPS, Glonass, Galileo, BeiDou, QZSS, Cell ID, Wi-Fi positioning |
Sensors: | Accelerometer, Gyroscope, Compass |
Other: | NFC |
ফোনটির Highlight দেখলে দেখা যায় যে ফোনটিতে ব্যাবহার করা হয়েছে Corning Gorilla Glass v5 Schott Xensation Glass, Amoled Display, 50 megapixel প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৮জিবি র্যাম এবং প্রসেসর Media tek Dimensity 9000 plus MT6983 চিপসেট, ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুন : Xiaomi 13 Ultra এবার বিশ্ব বাজারে ঝড় তুলতে হাজির, Leica ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর, কি নেই এই ফোন টিতে
Oppo Find N2 Flip বিস্তারিত

Oppo find N2 Flip হল অসম্ভব সুন্দর এবং ভালো ফোন যেটি যে কোনো ধরনের স্পেস দ্বারা লোড করা হয়। স্মার্টফোন টি মেইন আকর্ষন হলো এটি ফোল্ডেবল এমোলেড ডিসপ্লে দ্বারা তৈরি। এছাড়াও এটাতে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে যা দিয়ে আপনি অনেক দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন। এছাড়াও ৮ জিবি র্যাম এর সুবিধা রয়েছে যার দরুন ফোন চলবে দুর্দান্ত এছাড়াও ক্যামেরার দিক থেকে ফোনটি সেরা।
Oppo Find N2 Flip ব্যাসিক:
লঞ্চ ডেট- ফেব্রুয়ারি ১৬ তারিখ ২০২৩।
ওপারেটিং সিস্টেম এনড্রয়েড ভার্সন ১৩ এবং কাস্টম Ui কালার ও এস।
Oppo Find N2 Flip পার্ফমেন্স
- চিপসেট- Media tek Dimensity 9000 plus Mt6983
- জিপিইউ-Octa core (3.2GHz,Single core, Cortex x2+3GHz, Triple core, cortex A710+ 1.8GHz, Quad core,cortex A510)
- আর্কিটেকচার- ৬৪ বিট
- ফেবরিকেশন- ৪এনএম
- গ্রফিক্স- Mali-G710 MC10
- Ram- 8 GBB LPDDR5
Oppo Find N2 Flip ফোনটিতে চিপসেট হিসাবে Media tekk dimensity 900 plus প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি একটি octa core প্রসেসর এর গ্রাফিক্স হিসাবে Mali -G710 MC10 ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটি চলবে আগুনের মত।
Oppo Find N2 Flip ডিসপ্লে
- ডিসপ্লে টাইপ-এমোলেড
- স্ক্রিন সাইজ – ৬.৮ ইঞ্চি
- রেজুলেশন- ১০৮০x ২৫২০ পিক্সেল
- এসপেক্ট রেশিও- ২১.৯
- পিক্সেল ডেনসিটি – ৪০৩ পিপিআই
- স্ক্রিন টু বডি রেশিও ৮৬.৬২%
- প্রটেকশন- কর্নিং গরিলা গ্লাস ৫
- পাঞ্চুয়াল ডিসপ্লে
- রিফ্রেশ রেট -১২০ হার্জ
Oppo Find N2 ফ্লিপের ডিসপ্লে হিসাবে আছে ৬.৮ ইঞ্চি এর একটি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ১০৮০ x ২৫২০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লেটি। ১২০ হার্জের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটিতে এবং ৪০৩ পিপি আই ডেনসিটির সাথে গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন দেওয়া হয়েছে এই ফোনটিতে।
Oppo Find N2 Flip ডিজাইন

Oppo Find N2 Flip এর ডিজাইন বলতে গেলে কিছুটা Samsung zflip 4 এর মতো দেখতে কিন্তু Oppo find n2 flip ফোনটি আবার কিছুটা মেকাপ বক্সের মত লাগে।এই ফোনটির উচ্চতা ১৬৬.২ এমএম, ও আয়তন ৭৫.২ এমএম এবং থিকনেস ৭.৪ এমএম যেটা একদম স্লিম। ওজন ১৯১ গ্রাম। কালার রয়েছে ৩টি কালো,সোনালি, বেগুনি এবং এই ফোনটিতে পানি ঢোকেনা অর্থাৎ Water proof।
আরও পড়ুন : সবচেয়ে বেশি ছাড়, এখন One Plus-এর এই G5 ফোন কিনলে ২৫০০০ টাকারও বেশি সাশ্রয় হবে
Oppo Find N2 Flip ক্যামেরা
ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরা হিসাবে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর F1.8 এপার্চারের wide angle (86 digree field of view) এবং সেকেন্ড ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল এর F2.2এপার্চার এর আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটিতে অটো ফোকাস খুবই ভালো ভাবে কাজ করে। একটি ফ্লাস লাইট আছে।ক্যামেরার রেজুলেশন ৮১৫০x ৬১৫০ পিক্সেল।
এছাড়াও ক্যামেরার মেইন ফিচার হলো এটি ২০এক্স ডিজিটাল জুম করা যায়। ভিডিও ৩৮৪০ x ২১৬০ @৩০fps এবং ১৯২০ x ১০৮০ @৩০ fps রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরাতে রয়েছে ৩২ মেগাপিক্সেল এর f/2.4 এপার্চার এর সেন্সর। ভিডিও রেকর্ড করা যাবে ১৯২০x১০৮০ @৩০ fps এবং ১২৮০ x ৭২০ @৩০ fps এ।
Oppo Find N2 Flip ব্যাটারী
ফোনটিতে ব্যাটারী হিসাবে ৪৩০০ mAh এর একটি লিথিয়াম পলিমার নন রিমোভেবল সেল রাখা হয়েছে।যেটি চার্জ করার জন্য ৪৪ ওয়াটের একটি সুপার চার্জার দেওয়া হয়েছে যার মাধ্যমে মাত্র ২৩ মিনিটে ৫০% চার্জ করা যাবে। চার্জিং পোর্ট হিসাবে USB Type- C রয়েছে।
Oppo Find N2 Flip স্টোরেজ
Oppo find x2 flip ফোনটিতে ৮ জিবি র্যাম এবং অভ্যান্তরিন মেমরি হিসাকে ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। USB OTG সাপোর্ট করে। এক্সট্রা মেমরি ব্যবহার করা যাবে সর্বোচ্চ ২২১ জিবি পর্যন্ত।
Oppo Find N2 Flip নেটওয়ার্ক
ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করে এবং দুটোই ন্যানো সিম ব্যবহার করতে হবে।ফোনটিতে ২জি,৩জি, ৪জি এর সাথে ৫জি ও সাপোর্ট করে। এছাড়াও VoLTE অপশন আছে। wifi,bluetooth,GPS,NFC,USB Connectivity রয়েছে।
স্পেসাল ফিচার হলো ফোনটিতে ইনডিসপ্লে ফিংগারপ্রিন্ট সিস্টেম রয়েছে।এবং জাইরোস্কোপ রয়েছে।
Oppo Find N2 Flip মূল্য

সুতরাং Oppo Find n2 Flip ফোনটির স্পেসিফিকেশন দেখলে বোঝা যায় যে ফোনটি কতোটা ভালো। সব কিছু মিলিয়ে ফোনটির পার্ফমেন্স দূর্দান্ত। ফোনটির বাজার মূল্য ১লাখ ২০ হাজার টাকা। আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা কমেন্টের মাধ্যামে জানিয়ে দিন।
শেষকথা
এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন।এছাড়াও টেক রিলেটেড অন্য কোন বিষয়ে আপনি জানতে চান তা কেমন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ।
আরও পড়ুন : মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা