নতুন ফিচার নিয়ে Oppo এবং Xiaomi লঞ্চ করতে চলেছে তাদের নতুন Flip ফোন

স্মার্ট ফোনের এই যুগে যত দিন যাচ্ছে স্মার্ট ফোন ততোই আপডেট হচ্ছে। স্টাইলিশ ফোন তৈরি করতে করতে কোম্পানি মানুষের মনে এমন একটা দ্বিধা সৃষ্টি করে দিয়েছে যে মানুষ এখন সব ফোনে ফল্ডেবল এবং ফ্লিপ খোজে। এতদিন যাবৎ স্যামসাং তাদের ফোল্ডেবল ফোন এবং ফ্লিপ ফোন গুলো বাজারে এনেছিল তাদের সাধে টক্কর দিতে এখন Oppo এবং Xiaomi এই দুই কোম্পানিও ফ্লিপ এবং ফোল্ডেবল ফোন তৈরি করছে। বর্তমানে একাধিক চীনা কোম্পানি যেমন Vivo, oppo, Xiaomi এরা পাল্লা দিয়ে ফোল্ডেবল ফোন তৈরিতে ব্যাস্ত।  

এসব কোম্পানি গুলো তাদের ফোন গুলো Snapdragon 8 Gen 2 দিয়ে ফোন গুলো লঞ্চ করবে বলে জানা গেছে। আগামি আগষ্ট মাসের দিকে এই ফোন গুলো বাজারে ছাড়বে বলে জানা গেছে। শাওমি, ভিবো, ওপ্পো,অনোর এই কোম্পানি গুলো তাদের যে সকল ফোল্ডেবল ফোন বাজারে ইতমধ্য লঞ্চ করেছে সেগুলোর কোনোটায় ওয়ারলেস চার্জিং সিস্টেম ছিলনা।এজন্য Xiaomi তাদের MiX Fold 3 তে এবার ওয়ারলেস সিস্টেম নিয়ে আসতে চলেছে পাশাপাশি Oppo তাদের Oppo Find N3 ও বাজারে লঞ্চ করতে চলেছে। চলুন দেখেনি কি কি ফিচার থাকছে Xiaomi Mix Fold 3 এবং Oppo Find N3  এই দুটি ফোনে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আরও পড়ুন : Xiaomi Pad 6 নাকি Realme Pad X,কোন ট্যাবলেট কম দামে বেশি পারফর্ম্যান্স দিবে

Oppo Find N3 Flip কবে লঞ্চ হবে

Oppo Find N3 Flip

Oppo কোম্পানির একজন টিপস্টার জানিয়েন যে Oppo Find N3 হবে তাদের কোম্পানির প্রথম ওয়ারলেস চার্জিং ফোল্ডেবল ফোন হতে যাচ্ছে। এই ফোনটিতেও ঠিক Find X6 এর মতোই বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে।তথ্যটি একটি নিউজ রিপোর্ট থেকে পাওয়া।

তথ্য অনুসারে Oppo Find N3 তার ক্যামেরা, স্টাইল,  ডিসপ্লে, ব্যাটারী সব থেকেই ভালো পরিবর্তন নিয়ে আসবে। টিপস্টার আরও বলেছেন যে ব্যবহার কারি এটা দিয়ে খুবই ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন।ফোনটিতে কভার ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা এবং স্ক্রিনের মধ্য ২০ অথবা ৩২ মেগাপিক্সেল এর ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনটির রেয়ার ক্যামেরা হিসাবে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যেটা Sony IMX890 এর সেন্সর সাথে আরও থাকবে ৪৮ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জানা গেছে। 

ফোনটির ডিসপ্লে হিসাবে থাকবে ৬.৫ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেটি FHD+ ডিসপ্লে এবং ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। ডিভাইন টি কোয়ালকম স্নাপড্রগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা তৈরি হবে। ফোনটিতে স্টোরেজ থাকবে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টারন্যাল স্টোরেজ থাকবে। ফোনটিতে ৪৮০৫ mAh এর ব্যাটারী থাকবে যেটা চার্জ করার জন্য ৮০ ওয়াটের ওয়ার্ড চার্জার থাকবে এবং ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জার থাকবে। জানা গেছে যে Oppo Find N3 ফোন্টির রিব্যান্ডেবল ফোন হিসাবে One Plus তাদের নতুন  ফোল্ডেবল ফোন লঞ্চ করবে আগষ্ট মাসেই। 

এবার আলোচনা করবো Xiaomi MiX Fold 3 নিয়ে

আরও পড়ুন : অবশেষে লঞ্চ হতে যাচ্ছে Nothing Phone 2 এবং Samsung S24 Ultra ফাস্ট  লুক রিভিউ

Xiaomi MiX Fold 3 ফোনটিতে যা যা থাকছে

Xiaomi MiX Fold 3

এবার ধামাকা নিয়ে আসছে Xiaomi, চলতি বছরের দিকে তাকালেই দেখতে পারবেন একের পর এক দূর্দান্ত ফোন নিয়ে আসছে চায়না এই স্মার্টফোন কোম্পানিটি। এই মুহুর্তে শাওমি জানালো তারা Xiaomi Mix Fold 3 ফোনটি লঞ্চ করবে কিছুদিন পরে।

এতো বছর যাবৎ ফোল্ড ফোনের দুনিয়া রাজত্য করে আসছে স্যামসাং। কিন্তু আর কতদিন তারা এই রাজত্য ধরে রাখতে পারবে তার ধারণা নেই কারণ এবার শাওমি নিয়ে আসছে অনেক ফিচার বিশিষ্ঠ ফোল্ডেবল ফোন যেটি চমকে দিবে ফ্লাগশিপ ফোন ব্যবহার কারিদের। শাওমি এবার নিয়ে আসছে তাদের Xiaomi Mix Fold 3 ফোনটি। গত বছর শাওমি তাদের Fold 2 লঞ্চ করেছিল কিন্তু সেই ফোনে কোনো ওয়ারলেস চার্জিং সিস্টেম ছিলোনা কিন্তু এবার সেই ব্যবস্থা করছে শাওমি। আর কিছুদিন পরেই ফোনটি লঞ্চ করতে চেয়েছে শাওমি।

সম্প্রতি একটি প্রতিবেদনে ফাঁস হয়েছে যে শাওমি তাদের এই ফোনে ইউএসবি ৩.২ ব্যবহার করতে যাচ্ছে এবং 16 GB RAM এবং 512 GB /1TB RAM থাকতে পারে বলে জানানো হয়েছে। কেও কেও জানিয়েছেন ফোনটি আগস্টেই আসছে। 

এর আগে আমরা দেখেছি যে ফোল্ড ২ এ ছিল ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল ইন্টারনাল ডিসপ্লে এবং ৬.৫৬ ইঞ্চি আউটার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।ফোনটিতে ১২০ হার্জের রিফ্রেশ রেট ছিল। প্রসেসর ছিল স্নাপড্রগন ৮ জেন ১। ৫০,১৩,৮ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল। এবং ফেস ক্যামেরা ছিলো ২০ মেগাপিক্সেল এর।

কিন্তু নতুন ফোল্ড ফোনটি আরো শক্তিশালি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, জানা গেছে পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আগেন চেয়ে ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও ফোনটিতে ব্যটারি হিসাবে থাকছে ৪৫০০ mAh এর একটি সেল, যেটিকে চার্জ করার জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে এছাড়া ওয়ারলেস চার্জিং সিস্টেমও থাকছে। এই ফোরটির বাজার মূল্য কতো টাকা হতে পারে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং যারা এই দুইটি ফোন লঞ্চ হওয়ার পর কিনবেন ভাবছেন তাদের গুনতে হবে অনেক টাকা। 

শেষকথা

অতএব আপকামিং দুটি ফোন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমাদের পেস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। 

আরও পড়ুন : স্মার্টফোন নাকি মেকআপ বক্স? Oppo Find N2 Flip রিভিউ।

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment