অবশেষে লঞ্চ হতে যাচ্ছে Nothing Phone 2 এবং Samsung S24 Ultra ফাস্ট  লুক রিভিউ

গত বছর Nothing Phone 1 সারা বিশ্বে একটা তোলপার তুলেছিল। তাদের ফোনের মাধ্যমে বিশাল জনপ্রিয়তা পেয়েছে। এজন্য এই জুলাইতে Nothing phone 2 লঞ্চ করতে যাচ্ছে। ইতিমধ্য নাথিং কোম্পানির প্রতিষ্ঠাতা জানিয়ে তারা এইফোনটিতে প্রসেসর হিসাবে কোয়ালকম স্নাপড্রগন ৮+ জেন ১ চিপসেট টি থাকবে। আরও জানা গেছে ফোনটি ভারতে তৈরি হবে। এক প্রতিবেদনে এই ফোনের আরও কিছু তথ্য ফাসঁ হয়েছে। যার মাধ্যমে এর ফাস্ট লুক প্রকাশ হয়েছে।

আরও পড়ুন : স্মার্টফোন নাকি মেকআপ বক্স? Oppo Find N2 Flip রিভিউ।

প্রকাশ হলো Nothing phone 2 এর তথ্য

Nothing phone 2

Nothing কোম্পানির ওনার কার্ল পেই প্রকাশ করেছেন যে Nothing phone 2 এর ডিসপ্লের বাম কোনে একটি পাঞ্চুয়াল ক্যামেরা থাকবে। আগের মডেলের মতই ফোনটির সামনে ফিছনে ২.৫ ডি কার্ভ গ্লাস দারা নির্মিত হবে। 

জনপ্রিয় এই নাথিং ব্রান্ড তাদের দ্বিতীয় ফোন টি কবে লঞ্চ করবে তা আজকে জানিয়েছে। কার্ল পেই তার টুইটান পোস্ট করেছেন সকল পরিক্ষা শেষ এখন বাকি ফোনটি  বাজারে লঞ্চ করার।  তারা জানিয়েছে আগামি ১১ জুলায় তারা এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছ ফোনটি লঞ্চ।

Nothing Phone 2 – ফুল স্পেসিফিকেশন

এই ফোনটিতে র‍্যাম হিসাবে থাকবে ৮ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি। ব্যাটারী থাকবে ৫০০০ এম এ এইচ। অপারেটিং সিস্টেম হিসাবে Android 13 এর সুবিধা। ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকবে। নাথিং এর একটি প্রতিবেদন থেকে অল্প কিছু তথ্য ফাস হয়েছে এর বেশি কিছু ফোনটির সম্পর্কে জানা যায়নি। তবে সবাই সিওর থাকতে পারেন যে Nothing phone 1 এ যে সমস্যা গুলো ছিলো Nothing Phone 2 তে সেগুলো থাকবেনা। সব কিছু ফিক্সড করে দেওয়া হবে। 

লেটেষ্ট  খবরে জানা গেছে গুগল তাদের নতুন ফোন গুগোল পিক্সেল ৭এ লঞ্চ করতে  যাচ্ছে, নাথিংফোন ২ এর সাথে। 

অতএব যারা যারা অধীর আগ্রহো বসে আছেন Nothing Phone 2 এর জন্য, তাদের আর বেশিদিন অপেক্ষা করা লাগবেনা।আর কিছু দিনের মধ্যই  নাথিং ফোন ২ লঞ্চ করবে, নাথিংক কম্পানি।

চলুন এবার Samsung s24 ultra এর ব্যাপারে কথা বলা যাক।

আপনারা সকলেই জানেন যে স্যামসাং এমন একটি ব্যান্ড যেটি বর্তমনা বিশ্বে নিজেদের কে সব ছড়িয়ে রেখেছে সকল প্রকার ইলেকট্রনিক্স এর মাধ্যমে। স্যামসাং এর ফোন মানেই আগুন আমরা সবাই জানি, ফোনের মাধ্যমে স্যামসাং বেশি জনপ্রিয়তা পেয়েছে। একদম লো বাজেট থেকে শুরু করে ফ্লাগশিপ এবং লাক্সারিয়াস ব্রান্ডেড পর্যন্ত ফোন তৈরি করে থাকে স্যামসাং।

আমারা ইতো মধ্যই দেখেছি যে স্যামসাং এর s সিরিজের ফোন গুলো বেশি ফ্লাগশিপ হয়ে থাকে স্যামসাং এর লাস্ট S সিরিজের ফোন ছিল Samsung galaxy S23 ultra যে তার বিশেষ ক্যামেরার জন্য পুরো বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। এজন্য Samsung চিন্তা করেছে তাদের S সিরিজের পরবর্তি ফোন Samsung Galaxy S24 ultra বের করবে, অলরেডি কিছু তথ্য পাওয়া গেছে এই বিষয়ে। চলুল দেখে নি Samsung galaxy s24 ultra কবে নাগাদ রিলিজ হবে এবং কি কি থাকছে ফোনটিতে। 

আরও পড়ুন : আকর্ষণীয় মুল্যে গেমিং ফোন এলো বাজারে – POCO F5 Pro 5G

Samsung Galaxy S24 সিরিজ

Samsung Galaxy S24

স্যামসাং গ্যালাক্সি তাদের S এর নতুন সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি স্যামসাং এর আগের ডিভাইস গুলো সাধারন ক্যামেরা জন্য বিখ্যাত, বর্তমানে বিশ্বের ফোন গুলোর দিকে তাকালে দেখতে পাবেন সেরা ফোন গুলোর মধ্য স্যামসাং বেশির ভাগ সময় ১নামবারে থাকে। তাদের ফোন গুরো দেখতেও অসাধারন হয়ে থাকে আমরা খেয়াল করলে দেখতে পাব যে Samsung Galaxy S23 ultra এর ক্যামেরা দিয়ে 8k ভিডিও করা যায় 200x জুম করা যায়, আপনি চাইলে সুন্দর ভাবে চাদঁকে জুম করে দেখতে পাবেন। এছাড়াও আরো অসংখ্য ফিচার রয়েছে ফোনটি ওয়াটার প্রুফ। স্যামসাং এর ফোনগুলোতে আপনি চাইলে অল্প আলোতে অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। 

Samsung galaxy S সিরিজের ফোন গুলো তাদের বৈষিষ্ঠ এবং লুকের জন্য শুরু থেকেই প্রসংসা কুড়িয়ে আসছে। অনেকেই আছেন স্যামসাং ভক্ত যারা স্যামসাং এর কোনো ফোন বাজারে লঞ্চ হলেই দৌড়ে গিয়ে কিনে আনেন। এজন্য স্যামসাং তাদের নতুন ফোন S24 সিরিজ নিয়ে আসছে। ধারনা করা যাচ্ছে যে S23 এর চেয়ে বেশি কিছু আপডেট আসবেনা এই ফোনে। 

একটি সূত্রে জানা গেছে যে বিগত ৩ বছর যাবৎ  স্যামসাং তাদের S সিরিজে ব্যবহারিত  নিজেদের ক্যামেরা  ৫০ মেগাপিক্সেল এর সেন্সরটি আগামিতে S24 বা S24+ ব্যবহার করবে বলে জানা গেছে। এবং বড় সেই ২০০ এক্স জুমের ক্যামেরাটাও ব্যবহার করবে এই ফোনে।

ক্যামেরার প্রযুক্তিতে সংস্করণ

স্যামসাং তাদের আগের ফোনগুলোতে ক্যামেরা প্রযুক্তি এতো ভালো করে ফেলেছে যে গ্রাহক এর চেয়ে ভাল ক্যামেরার প্রতি আর আকৃষ্ঠ হবে বলে মনে করছেননা সবাই। এদিকে আয় হ্রাসের আইন রয়েছে। কিন্তু তবুও স্যামসাং তাদের ক্যামেরাতে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। স্যামসাং এর s24 সিরিজের ফোনগুলো সম্ভবত আগামি বছরের শুরুতে লঞ্চ হবে বলে ধারণা করা যাচ্ছে।

অতএব আপনারা যারা Nothing Phone 2 এবং Samsung S24 seris এর ফোন কিনতে আগ্রহি তারা কমেন্ট করে জানাতে পারেন।

শেষ কথা

 আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

আরও পড়ুন : Xiaomi 13 Ultra এবার বিশ্ব বাজারে ঝড় তুলতে হাজির, Leica ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর, কি নেই এই ফোন টিতে

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment