নতুন Karizma থেকে Xoom 125, বাজারে ঝড় তুলতে শীঘ্র্রয় আসছে Hero এর এই 5 বাইক স্কুটার

এই বছরের প্রাই ৬ মাস পেরতে গেল। বছর শেষ হতে বাকি আর ৬ মাস। ভারতের বৃহত্তম দুই চাকার গাড়ি নির্মাতা  হিরো মটোর্কপ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে তারা আগামি ছয় মাসের ভিতর নতুন কিছু চমক আনতে যাচ্ছে। কোম্পানিটি (Hero) বলেছে তারা নতুন কিছু মোটোরসাইকেল এবং নতুন কিছু স্কুটার নিয়ে আসতে চলেছে। বাইক প্রেমিদের জন্য রয়েছে নতুনত্বের ছোয়া। বাইকের কথা বলতে গেলেই আমরা জানি যে প্রতিনিয়ত নতুন নতুন বাইক বের করছে বিভিন্ন কোম্পানি। কিন্তু আজকে আমরা কথা বলো ২০২৩ সালে হিরো কোম্পানির থেকে লঞ্চ করতে যাওয়া ৫টি মোটরবাইক নিয়ে। 

হিরো মোটোক্রপ এর ৫টি মোটরসাইকেল এবং স্কুটি নিয়ে।

১. Hero Xtream 160 R

Hero Xtream 160 R

এই মোটরসাইকেলটি আগামী ১৪ই জুন আত্ম প্রকাশ করতে চলেছে হিরো মোটোক্রপ। হিরো এক্সট্রিম ১৬০আর মোটরসাইকেলটিতে  সামনের দিক ইউএসডি ফর্ক সহ ব্লুতুথ সিস্টেম আছে এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হবে।

এছাড়া ইঞ্জিনেও কিছু পরিবর্তন আনা হবে। এটি মূলত ১৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফর ভাল্ভ ইঞ্জিন দারা পরিচালিত হবে। এছাড়া এই মোটরসাইকেলটিতে আছে ৫ স্পিড গিয়ার বক্স এবং নতুন রঙ্গের কালার স্কিম। এই বাইক দেখতে একদম নজর কাড়ার  মত। বাইকটির স্পেসিফিকেশনের দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী। এই বাইটির দাম সম্পর্কে এখোনো আনুমানিক জানা যায়নি।

আরও পড়ুন : দ্বিগুন শক্তিশালী ইঞ্জিন নিয়ে Hunter 350 বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট!

২. Hero Xoom-125 

Hero Xoom-125

সবাই কম বেশি জানেন যে গত বছরে হিরো মটোর্কপ। কোম্পানি Hero xoom 110 লঞ্চ করে ব্যাপক সাড়া ফেলে। এজন্য ক্রেতাদের সাড়ার কথা মাথায় রেখে তারা এই বছরে নতুন মডেলের হিরো জুম ১২৫ নিয়ে এসেছে বাজারে।এই স্কুটিটি ১২৫ সিসি হওয়ায় সংস্থাটির জনপ্রিয়তা পাওয়া দুটি স্কুটার ডেস্টিনি এবং মায়েস্ট্র এডেজ ১২৫ এ ব্যবহারিত ১২৪.৬ সিসির সিঙ্গেল সিলিনডার এর এয়ার কুল্ড ইঞ্জিন দিয়ে জুম ১২৫ মডেলের স্কুটার টি তৈরি করা হয়েছে। দৈনন্দিন জিবনে অনেক ভালো সার্ভিস দিবে বলে আশা করা যায়। এই বাইকটি দেখতে অনেক সুন্দর এর কালার গ্রেডিয়েন্ট চমৎকার। এই স্কুটার টি সাধারন স্কুটার থেকে ভিন্ন ধরনের। স্কুটারটি চালাতেও বেশ কমফোর্টেবল।

৩. Hero Xtream 200S 4V

Hero Xtream 200S 4V

হিরো কোম্পানি প্রতি বছরই প্রাই নিত্য নতুন মোটরসাইকেল তৈরি করে থাকে কিন্তু সব মোটরসাইকেল ফুল ফেয়ারিং যুক্ত হয়না  কিন্তু হিরোর এই Xtream 200S 4v ফুল ফেয়ারিং। এটি ৪ ভাল্ভ ইঞ্জিনের এর সাথে নতুন কালার স্কিমের সাথে আপডেট হতে চলেছে। এই মোটরসাইকেলটিতে ১৯৯.৬ সিসির অয়েল কুল্ড ফোর ভাল্ভের ইঞ্জিন হতে পারে এবং এই ইঞ্জিন থেকে উৎপন্ন পাওয়ার ও টর্ক আউটপুট ১৮.৯ বিএইচপি এবং ১৭.৩৫ এনএম। এই বাইকটির গিয়ার হিসেবে থাকবে ফাইভ স্পিড গিয়ার বক্স।এছাড়া এই বাইকে ব্যবহারিত ইঞ্জিনটি হিরোর কোম্পানির অন্য  Xpulse 200 এবং  Xpluse 200T তেও ব্যবহার করা হয়েছে। এই বাইকটিও একটি অসাধারন বাইক এবং অনেক শক্তিশালি। 

৪. Hero Karizma XMR 

Hero Karizma XMR

কারিশমা বাইক বলতেই সাধারনত হিরো টপ লেভের সুন্দর বাইক গুলোকে বোঝায়। এই কারিশমা নামের বাইক বাজারে লঞ্চ হলেই মানুষ বেকুল হয়ে যায় এটা কেনার জন্য। বাইকটি সম্পুর্ন নতুন চেহারায় বাজারে লঞ্চ করা হবে বলে জানিয়েছে হিরো মটোক্রপ। সংস্থাটি তাদের সদস্যদের কে নিয়ে Hero Karizma XMR বাইকটি প্রদর্শন করা হয়। খুব দ্রুতই আনুষ্ঠানিক ভাবে বাইকটিকে বাজারে আত্মপ্রকাশ করা হবে।

এই মটোর সাইকেলটির ইঞ্জিন সম্পর্কে তথ্য এখনো ভালোভাবে পাওয়া যায় নি। কিন্তু ধারনা করা হচ্ছে এই বাইকটিতে লিকুইড কুলিং প্রযুক্তি দ্বারা গঠিত ইঞ্জিন এবং ডুয়াল চ্যানেলের ABS আর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে।হিরো কারিশমা XMR বাইকটি আসলেই দেখার মত একটি বাইক। এই বাইকটির দাম সম্পর্কেও কোম্পানি কিছু ক্লিয়ার বলেনি তবে ধারনা করা যায় যে ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার ভিতর এর দাম থাকতে পারে। 

আরও পড়ুন : ধোঁয়া না উড়িয়ে একটানা 150 কিমি নিঃশব্দে ছুটে চলে, পুলিশ বাহিনীতে যুক্ত হল RV 400 ই-বাইক

৫. Hero Harley X440

Hero Harley X440

বিশ্ব বাজারের দিকে তাকালে দেখা যায় যে বিভিন্ন প্রতাষ্ঠান বিভিন্ন বাইক তৈরি করছে। কিন্তু কয়েক বছর আগে হার্লে ডেভিডসন এর সঙ্গে হাত মিলিয়েছে হিরো কোম্পানি। হিরো কোম্পানির একটি মতবাদে প্রকাশ করা হয় যে খুব শিগ্রই এই দুইটি প্রতিষ্ঠান মিলিত ভাবে Hero harley X440 লঞ্চ করতে যাচ্ছে ভারতের মাটিতে। এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এই যৌথ মোটরসাইকেলটি।

এই বাইকটির মুল্য সম্পর্কে সংস্থাটি জানিয়েছে ৩ লক্ষ টাকার আসে পাসে হতে পারে। এই বাইকটি বাজারে লঞ্চ করার পর মোটমুটি ভাবে বলা যায় যে রয়েল ইনফিল্ড, জাওয়া পিরাক এবং ইয়জডি রোডস্টার এর সাথে ভালো টক্কর নেবে।  Hero Harley x440 বাইকটি অনেক মানানসহি একটি গাড়ি এবং অনেক আরাম দায়ক। গাড়িটির ৫ গিয়ারের একটা বক্স থাকবে ।

বিশ্ব বাজারে মোটরসাইকেল অহরহ তৈরি হচ্ছে প্রতিনিয়ত এবং বিক্রি হচ্ছে চড়া দামে। হিরো কোম্পানি মানুষের চাহিদা এবং বাজেটের দিকে লক্ষ রেখে এই ৫ টি বাইক তৈরি করছে। 

অতএব যে ৫টি মোটরসাইকেলটি এবং স্কুটারের কথা বললাম এই সব কইটি মোটরসাইকেল কিছুদিনের মধ্যই বাজারে আসতে যাচ্ছে। এইসব কইটি মোটরসাইকেলের মধ্যে আপনাদের কোনটি বেশি ভালো লেগেছে জানাতে পারেন। আমাদের পাসে থাকুন সব সময় ধন্যবাদ।   

শেষকথা

আমাদের এই টেক নিউজ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। এবং পরবর্তিতে কেমন টেক নিউজ চান তাও জানাতে পারেন। 

আরও পড়ুন : সবথেকে বুদ্ধিমান শক্তিশালী এই রোবট যা ভবিষ্যতে পৃথিবীকে বদলে দেবে !

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment