সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review

বর্তমান বিশ্ব হচ্ছে টেকনোলজির যুদ্ধের বিশ্ব। এখানে যে যত বেশি টেকনোলজি আবিষ্কার করতে পারবে তারা তত বেশি উন্নত। বর্তমানে মানুষ টেকনোলজির ভিতর আবদ্ধ হয়ে গেছে। এসব টেকনোলজির মধ্যে ল্যাপটপ একটি অন্যতম ডিভাইস। ল্যাপটপ তৈরিতে প্রায় হাজার হাজার কোম্পানি কাজ করেন।

যাদের মধ্য লিনোভো একটি সেরা কোম্পানি। বর্তমানে বিশ্বের সেরা সেরা দশটি ল্যাপটপের ভিতরে একটি হলো লেনোভো লিজন প্রো 7i জেন  8। এটি বর্তমানে বিশ্বের সেরা গেমিং ল্যাপটপ হিসেবে পরিচিত। এখন প্রায় 80 পার্সেন্ট লোক গেমিং পাগল। আমরা জানি যে যারা গেম খেলে তারা সবসময় ভাল ডিভাইস খুঁজে। সুতরাং আমরা এখন  বিশ্বের সেরা গেমিং ল্যাপটপ সম্পর্কে   বিস্তারিত জানব।

আরও পড়ুন : Google Pixel 7 Pro Full Review । তাহলে এটাই বেস্ট ক্যামেরা 2023

Lenovo Legion Pro 7i Gen8

সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review

এই ল্যাপটপটি সাধারনত গেমারদের জন্য তৈরি করা হয়েছ। এটি সম্পূর্ণ একটি গেমিং ল্যাপটপ হিসেবে পুরো বিশ্বে পরিচিত ।ল্যাপটপ টি দেখতে খুবই চমক প্রমদ। চলুন ল্যাপটপটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। 

বাজার মূল্য

যেহেতু বাংলাদেশের অধিকাংশ যুবকি গেমিং ভক্ত, তাই সবাই চাই একটি ভালো ল্যাপটপ নিবে গেমিং এর জন্য। বাজেটের ভিতরে যদি বিশ্বসেরা গেমিং ল্যাপটপ টি হয়ে যায় তাহলে বিষয়টা কতো ভালো না? বর্তমানে বাংলাদেশে Lenovo ligion pro 7i এর বাজার মূল্য ২৩৯০০০ টাকা। বাজেটের মধ্য সেরা গেমিং ল্যাপটপ এটাই।

প্রসেসর

এই সেরা ল্যাপটপটির প্রসেসর হিসাবে আছে Intel core i7 -13700HX possessor। যারা মোটা মুটি কম্পিউটার সম্পর্কে একটু জানি বুঝি তারা খুব ভালোভাবে বুজতে পারবো যে এই প্রসেসর টা কতোটা হার্ডি প্রসেসর।

গেমিং এর মুলই হচ্ছে প্রসেসর। একটি মোবাইলে যেমন ভালো প্রসেসর না থাকলে সেটাতে ভালো গেমিং করা যাই না ঠিক তেমনি একটা ল্যাপটপেও ভালো প্রসেসর হলেই তবেই সেটিতে ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যায়। আর বর্তমানে একটা কম্পিউটার বলেন আর স্মার্টফোন বলে এগুলার হার্ডনেস চেক করা হয় গেমিং দিয়ে। গেমিং হলো গ্রাফিক্সের সর্বচ্চ ধাপ। সুতরাং প্রসেসর এর উপর ভিত্তি করে এসব ডিভাইস চলে থাকে।  

ডিসপ্লে

সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review

এই ল্যাপটপটির ডিসপ্লে তে ১৬.০ ইন্চির একটি স্লিম প্যানেল এবং এটি একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর কালার লেজুলেশন নিয়ে আর কি বলবো একদম অসাধারন একটি ডিসপ্লে। ব্যবহার করলে আপনি ফিদা হয়ে যাবেন।

একটি ল্যাপটপ বা পিছির মূলই হলো ডিসপ্লে।  ডিসপ্লে না থাকলে কিছুই দেখতে পাবেন না।  কিন্তু ডিসপ্লে হলেই হবেনা ডিসপ্লের মধ্য নানা ধরনের আছে এর মধ্য সব থেকে ভালো প্যানেল টি এখানে ব্যবহার করা হয়েছে। 

গ্রাফিক্স কার্ড

সাধারনত একটা ল্যাপটপ বা কম্পিউটার গ্রাফিক্স কার্ড ছাড়াও ব্যবহার করা যাই কিন্তু এটাতে তেমন কোনো ভারি কাজ করা জাই। বেশিক্ষন ব্যবহার করা যায়না।  কোনো হাই রেজুলেশনের কিছুই এটা করা যাইনা গেমিং তো দুরের কথা। গ্রাফিক্স কার্ডের কাজ হলো একটি ল্যাপটপ বা কম্পিউটারের যেকোনো গ্রাফিক্স কে কন্ট্রল করা।

গ্রাফিক্স কার্ড থাকলে সেই ল্যাপটপে সব কিছুই ভালোভাবে রান করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স কার্ড না থাকলে কোনো কাজ পার্ফেক্ট ভাবে করা যায়না এবং ধীরে ধীরে ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হয়ে যায়। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড একটি বাধ্যতা মূলক ডিভাইস। যে ল্যাপটপে যত বেশি ভালো গ্রাফিক্সকার্ড থাকে সেটাতে ততো ভালো গেমিং পার্ফমেন্স পাওয়া যায়।

আরও পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩

ওপারেটিং সিষ্টেম

OS সিসটেম হিসেবে রয়েছে উইনডোজ ১১। যেটি বর্তমানে একদম আপডেট মডেল।কম্পিউটার এর চালিকা শক্তি হলো উইনডোজ। উইসডোস ছাড়া কোনো প্রগ্রাম কাজ করে না।  উইনডোস হলো কম্পিউটারের বাধ্যতা মুলক একটি প্রগ্রাম। স্মার্টফোনে এন্ড্রয়েড ভার্সন থাকে আর কম্পিউটার বা ল্যাপটপে উইনডোস ব্যবহারিত হয়। যে কোনো প্রগ্রামকে রান করতে এটির ব্যবহার খুবি প্রয়োজনিয়।

RAM-বা স্টোরেজ

একটি কম্পিউটার বা ল্যাপটপের পার্ফমেন্স মুলত RAM এর নির্ভর থাকে। যে কম্পিউটারে যত বেশি RAM থাকে সেটি ততো ভালো সম্মুথ চলে।  RAM এর কাজ হলো একটি ডিভাইসে সে সকল এপলিকেশন বা প্রগ্রাম অপেন করানো হয় সেগুলো ডিভাইসটি তে স্থায়ি ভাবে থাকতে হলো

সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review

একটা যায়গার প্রোয়োজন হয় সেই স্পেস বা যায়গাকেই মূলত RAM বলে।  RAM এর কারনে একটা অ্যাপ সাপোর্ট করবে কি করবেনা সেটি বোঝা যায়। এই ল্যাপটপে ৩২ জিবি এর একটি DDR5 5600MHz RAM ব্যবহার করা হয়েছে। এবং এর মেমরি হিসাবে ১টিভি এসএসডি ব্যবহার করা হয়েছে। যেটি একটু সুপার ফাস্ট RAM এবং SSD।

ব্যাটারি

ল্যাপটপ এবং কম্পিউটারের মধ্য পার্থক্য করতে গেলে বুঝি যেটা মূলত বহন করা যায়না সেটি পিছি এবং ল্যাপটপ হলো খুব সহজে বহন করা যায়। পিছি ব্যবহারের জন্য এক্সট্রা কারেন্ট এর প্রোয়োজন হয়। কিন্তু ল্যাপটপে স্মার্ট ফোনের মত ব্যাটারি থাকায় এটি খুব ভালো ভাবে যেখানে সেখানে চালানো যায়।  এই Lenovo ligion pro 7i gen 8 ল্যাপটপটিতে ৪ সেলের ৯৯.৯৯ Wh li-polymer ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ওয়ারেন্টি

এই ল্যাপটপটি কিনলো পাচ্ছেন ১  বছরের ওয়ারেন্টি। যেটি আপনাকে আলদা সুবিধা দেবে।

শেষ কথা

মানিষের চাহিদার কথা চিন্তা করে এবং গেমিং এর এক্সপেরিয়েন্স কে আরো সুন্দর ও স্মুথ করতে লিনোভো কম্পানি এই ল্যাপটপটিকে তৈরি করেছে। এবং ল্যাপটপটির স্পেছিফিকেশন ও কাজের উপন ভিত্তি করে এটিকে বিশ্বের সেরা গেমিং ল্যাপটপ এর আক্ষা দেওয়া হয়েছে। এই ল্যাপটপে আপনি যে কোনো ধরনের গেম যেমন GTA5 এর মতো হার্ডি গেম খুব স্মুথ ভাবে খেলতে পারবেন। এটার গ্রাফিক্স একদম অসাধারন। এছাড়াও হাই লেভেলের যত গেম আছে সব কিছুই সুন্দর ভাবে রান করতে পারবেন।

অতএব আপনার যারা এই নিউজটি পড়লেন তাদের মধ্য কারা কারা এই ল্যাপটপটি কিনতে চান তারা কমেন্টে জানিয়ে দিলে আমরা অনেক খুশি হব এবং পর্বর্তিতে আরো ভালো ভালো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত শেয়ার করার জন্য মোটিভেট হব।সবাই সাথে থাকবেন পাসে থাকবেন ধন্যবাদ। আর কোন কোন বিষয়ে পোস্ট করে আপনাদের সাহায্য করতে পারি কেমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

আরও পড়ুন : শাওমি নিয়ে আসলো Xiaomi Redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment