স্মার্টফোনের যুগে এসে, বিশ্বে অহরহ কোম্পানি রয়েছে যারা প্রতিনিয়ত ফোন তৈরি করেই যাচ্ছে। মানুষের ভিতর একটা বাছায়ের প্রবনতা সৃষ্টি হয়েগেছে। কোনটা ভাল কোনটা খারাপ বিবেচনা করা বড়ই মুশকিল হয়ে পড়েছে।এত শত ফোনের ভিতরেও আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিউজ তৈরি করে যাচ্ছি ভালো ফোনের। তাই আবারো চলে এলাম নতুন একটা লো- বাজেটের সেরা ফোন নিয়ে Itel P40 স্মার্টফোন। এখন চলুন এই ফোনটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
Itel P40

আইটেল তাদের নতুন মডেলের লো বাজেটের সেরা ফোনটি লঞ্চ করে দিলো ইন্ডিয়ায়। অন্যান্য স্মার্টফোন কম্পানি গুলো যেখানে শুধু মিড রেঞ্জে এবং ফ্লাগশিপ ফোন নিয়ে মেতে আছে সেখানে itel মানুষের বাজেটের দিকে খেয়ার রেখে একদম নিম্ন বাজেটে itel p40 ফোনটি লঞ্চ করে দিলো। গত মার্চেই আইটেল তাদের p40 ফোনটি বাজারে লঞ্চ করেছে। সুতরাং বাজেটের মধ্য সেরা ফোন কিনতে পারবে এবার সবাই। আরো কি কি থাকছে এই ফোনে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
Itel P40 এর স্পেছিফিকেশন
এই ফোনটি এতো অল্প টাকাই আপনাদের যে যে সুযোগ সুবিধা দিচ্ছে তা নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা।
Name | Itel P40 |
Brand | Itel |
Model | P40, P662L |
Price | 8,990.00 Taka (approx) |
Category | Smartphone |
Showroom | Click Here |
Network
Network Type | GSM / HSPA / LTE |
Network 2G | GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2 |
Network 3G | HSDPA 850 / 900 / 2100 |
Network 4G | LTE |
Speed | HSPA, LTE |
GPRS | Yes |
EDGE | Yes |
Launch
Launch Announcement | 2023, March |
Launch Date | Available. Released 2023, April |
Body
Network Sim | Dual SIM |
Display
Display Type | IPS LCD |
Display Size | 6.6 inches |
Display Resolution | HD+ |
Display Multitouch | Yes |
Platform
Operating System | Android |
OS Version | 12 (Go Edition) |
CPU | SC9863A OctaCore |
Memory
Memory Internal | 32 GB, 64 GB |
Memory External | microSD, up to 512 GB |
Ram | 2 GB, 3 GB, 4 GB |
Camera
Primary Camera | Dual: 13 MP |
VGA | |
Secondary Camera | 5 MP |
Camera Features | LED Flash |
Video | 720p@30fps |
Sound
Audio | Yes |
Loudspeaker | Yes |
3.5mm Jack | Yes |
Connectivity
WiFi | Yes |
Bluetooth | Yes |
USB | Yes |
GPS | Yes |
Fm Radio | Yes |
Features
Sensors | Fingerprint, Face Unlock |
Messaging | Yes |
Battery
Battery Type | Non-removable Li-Po Battery |
Battery Capacity | 6000 mAh |
Battery Stand By | 57 Days |
Battery Talk Time | 32 Hours |
Music | 203 Hours |
More
Body Color | Force Black, Dreamy Blue, Luxurious Gold |
বিল্ড কোয়ালিটি
ফোনটির কাভার হিসেবে রয়েছে প্লাস্টিকের ম্যাট ফিনিশ। এবং অনেক সুন্দর ক্যামেরা সেটআপ ক্যামেরার পাসেই আছে ফিংগারপ্রিন্ট। ৬.৬ ইন্চির ডিসপ্লে দ্বারা সেটআপ করা হয়েছে এই ফোনটি।
আরও পড়ুন : Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু
ক্যামেরা কোয়ালিটি

Itel P40 ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসাবে রয়েছে ডুয়াল ১৩ মেগাপিক্সেল এর সেন্সর এবং সাথে আছ। ০.৩ মেগাপিক্সেল এর VGA এআই ক্যামেরা।সেলফি ক্যামেরা হিসাবে রয়েছো ৫ মেগাপিক্সেলের একটি সেন্সর। ক্যামেরা রেজুলেশন হিসাবে মেইন ক্যামেরাই আছে ডিজিটাল জুমিং এবং সর্বোচ্চ ৪১২৮x৩০৯৬ পিক্সেল এর ছবি এবং ১০৮০x১৯২০ পিক্সেলের ভিডিও করা যায়। সেলফি ক্যামেরা দিয়ে ২৫৯২ x ১৯৪৪ রেজুলেশনের ছবি এবং ১০৮০ x ১৯২০ রেজুলেশনের ভিডিও ধারন করা যায়। অতএব ক্যামেরা দিক থেকে বাজেট অনুযায়ী সেরা ফোন।
ডিসপ্লে

ফোনটিতে ডিসপ্লে হিসাবে রয়ছে ৬.৬ ইন্চির একটি ফুল HD+প্যানেল। রেজুলেশনের দিক দিয়ে HD+720×1612 পিক্সেল। আইপিএস টাসস্ক্রিন।কোনো প্রকার প্রটেকশন নেই।এছাড়াও মাল্টিটাচের ফিচার রয়েছে।
ফোনটিতে ডুয়াল সিম ব্যবহার করা যাবে এবং ২জি ৩জি ৪জি সাপোর্ট করে। এছাড়াও ওয়াইফাই ব্লুতুথ ইত্যাদি সাপোর্ট করে।
প্রসেসর
Itel P40 ফোনটিতে চিপসেট হিসাবে রয়েছে UNISOC SC983A(28nm) প্রসেসর হিসাবে আছে Octa-core 1.6 GHz এবং জিপইউ PowerVR GE8322 দামের তুলনাই ফোনের প্রসেসর যথেষ্ঠ ভালো।
স্টোরেজ
ফোনের স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ৩ জিবি ৩২ জিবি এবং ৪ জিবি ৬৪ জিবি।
৩জিবিতে অপারেটিং সিস্টেম হিসাবে আচে Android 12 go edition এবং ৪ জিবিতে রয়েছো Android 12।
ব্যাটারি
আমরা দেখেছি এরাকম দামে অন্য কোনো ফোনে এতো বড় ব্যাটরি দেওয়া হয়না। সাধারনত ফ্লাগশিপ ফোন গুলোতেই ৬০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়। কিন্তু এতো অল্প বাজেটের এই itel p40 ফোনটিতে লিথিয়া পলিমার ৬০০০ mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। এবং এই বিশাল ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেটি দিয়ে খুব দ্রুতই ফেনটিকে চার্জ করা যাবে এবং লম্বা সময় পর্যন্ত কোনো চিন্তা ছাড়ায় ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : অবশেষে বাজারে আসছে iPhone 15, জেনে নিন রিলিজের তারিখ ও মূল্য
ফিচার সমূহ

ফোনটিতে প্রধান ফিচার হিসাবে আছে ফিংগারপ্রিন্ট সেন্সর। এতো অল্প বাজেটে এতো ভালো একটি ফিংগারপ্রিন্ট সেন্সর অন্য ফোন গুলো আশা করা যায় না। ফোনটি আনলোক করার জন্য দুটি সুবিধা আছে ফিংগারপ্রিন্ট এবং ফেস আনলোক। সাউন্ড হিসাবে আছে লাউডস্পিকার এবং ৩.৫mm হেডফোন জ্যাক।
কালার
ফোনটি দুটি কালারে লঞ্চ করা হয়েছে একটি হলো ফ্যান্টাসি ব্লু এবং ফর্স ব্লাক। দুটি কালারি অনেক চমৎকার।
ফোনটি তৈরি করেছে itel কম্পানি। তৈরি করা হয়েছে বাংলাদেশে।যা আমাদের দেশের জন্য গর্ব।
মূল্য
এবার চলুন জেনেনি ফোনটির দাম কত। এতো কিছু ফিচার এবং সুবিধা দিচ্ছে এই ফোনটি। হিসাব অনুযায়ী ফোনটির দাম অনেক বেশি হওয়ার কথা ছিল। কিন্তু না ফোনটির দাম আপনাদের আনুমানিক ধারনার বাইরে। itel P40 ফোনটির ৩জিবি ৩২জিবি ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ৮৯৯০ টাকা এবং ৪জিবি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ৯৯৯০ টাকা। এবার চিন্তা করুন এই বাজেটে এতো সুবিধা অন্য কোন কম্পানি দিবে? শুধু মাত্র আইটেল আপনাদের বাজেট এবং ব্যবহারে কথা মাথায় রেখেই এই ফোনটি তৈরি করেছে।
এবার চলুন আমরা এই ফোনের সাথে Tecno pop 6 pro এর কম্পেয়ার করি।
Tecno pop 6 pro ফোনটিতে যদি আমরা লক্ষ করি তাহলে ক্যামেরার দিক থেকে তাহলে দেখবো এই ফোনটিতে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তার মধ্য মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর কিন্তু Itel P40 এ ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যেটাতে রেজুলেশন tecno pop 6pro থেকে অনেক বেশি। এবং ভালো মানের ছবি এবং ভিডিও ধারন করা যায়।
ব্যাটারি কম্পেয়ার

ব্যাটারির দিক থেকে খেয়াল করলেই দেখব যে Tecno ফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু Itel P40 এ ৬০০০ mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সুতরাং বোঝায় যাচ্ছে যে টেকনো এর তুলনায় আইটেল এ বেশিক্ষন চার্জ থাকবে। চার্জার হিসাবে টেকনোতে আছে ১০ ওয়াটের চার্জার যেটি দিয়ে ফুল চার্জ করতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আইটেল এ আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে খুব দ্রুত চার্জ করা যাবে।
পার্ফমেন্স টেস্ট
দুইটি ফোনের মধ্য পার্ফমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমত দেখতে হবে প্রসেসর এবংRAM। প্রসেসর এর দিক দিয়ে দেখতে গেলে দুটি ফোনেই প্রাই একি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে কিন্তু RAM এর দিক থেকে Tacno pop 6 pro তে মাত্র ৩জিবি RAM ব্যবহার করা হয়েছে কিন্তু Itel P40 এ একি দামের ভিতর ৪জিবি RAM এর সুবিধা দিয়েছে। সুতরাং পার্ফমেন্স এর দিক দিয়ে Itel P40 এগিয়ে থাকবে।
শেষকথা
অতএব Itel P40 এর সম্পর্কে যে তথ্য উল্লেখ করা হয়েছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তিতে কি ফোন নিয়ে আলোচনা করা যায় তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ।
আরও পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩