বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেনা এমন খুব কম লোকই পাওয়া যাবে। কিন্তু বিশ্বের অধিকাংশ মানুষই এন্ড্রয়েড ফোনের মাঝে সিমাবদ্ধ। অ্যাপেলর আইফোন ( iPhone 15 ) ব্যবহার করি সীমিত। ৩-৪ বছর আগে অ্যাপেলের ফোন খুব কম সংখ্যক লোক ব্যবহার করতো।কিন্তু গত ২-৩ বছর ধরে আইফোনের ব্যবহার করি অরেক গুন বৃদ্ধি পেয়েছে।
কারন আইফোন হলো একটি শক্তিশালি ডিভাইস এবং সৌন্দর্য ময়ি স্মার্টফোন। অধিকাংশ মানুষ এন্ড্রয়েডের মধ্য সীমাবদ্ধ থাকলেও সবার মনেই কম বেশি একটি আইফোনের সখ আছেই।কিন্তু কারো সাদ্ধের বাইরে থাকার কারণে কিনতে পারেনা। আইফোন এন্ড্রয়েডের তুলনায় অধিক সিকিউরিটি এবং শক্তিশালি হওয়ায় এটি ব্যববহারে আলাদা একটা সেফটি কাজ করে।বড় বড় বিজনেস ম্যান রা তাদের বিজনেস এর সেফটির জন্য আইফোন ব্যবহার করে।

আমরা দেখেছি যে অ্যাপেল একে একে তাদের ১৪ সিরিজ রিলিজ করেছিল গত বছর সেপ্টেমবরে। ১৪ সিরিজের ফোন গুলো এক কথাই অসাধারণ ছিল।বর্তমানে ২০২৩ সালে এসে অ্যাপেল তাদের আইফোন ১৫ রিলিজ নিয়ে ভাবছে। তারা অলরেডি আইফোন ১৫ এর তথ্য প্রকাশ করেছে। চলুন জেনে নি আইফোন ১৫ কেমন এবং কবে রিলিজ হবে তার বিস্তারিত সকল তথ্য সম্পর্কে।
আরো পড়ুন : অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17
আইফোন ১৫ সিরিজ / iPhone 15
আইফোন ১৪ এর দিন শেষ, এখন iPhone 15 এর বাংলাদেশ। আইফোন ১৪ শেষে এবার চলে এলো iPhone 15। ঠিক কবে নাগাদ এটি রিলিজ হবে এবং এর স্পেছিফিকেশন সম্পর্কে বর্ননা করা হলো।
রিলিজের তারিখ
অ্যাপেল ইতিমধ্য তাদের iPhone 15 এর কিছু ফিচার ফাস করেছে বলে জানা গেছে। আরো জানা গেছে এবছর অর্থাৎ ২০২৩ সালেই বাজারে আসতে যাচ্ছে iPhone 15 সিরিজ। আইফোন তাদের নতুন ফোনের নামের কিছু পরিবর্তন করতে যাচ্ছে, জানা গেছে যে আইফোন তাদের প্রো ম্যাক্স নাম বদলে আল্ট্রা করবে iPhone 15 তে। গত মাসের একটি রিপোর্টে জানা গেছে ২০২৩ সালেই রিলিজ হতে পারে iPhone 15 আল্ট্রা।
বাজার মূল্য
আইফোন ১৪ বাজারে রিলিজ হয়েছে ১০ মাস হলো, এর মধ্যেই iPhone 15 এর দাম প্রকাশ পেয়েছে বলে জানা গেছে।আইফোনের দাম নিয়ে কথা বলতে গেলে চোখ কপালে উঠে যায়। জানা গেছে আইফোন ১৪ সিরিজের থেকেও বেশি দামে রিলিজ করবে iPhone 15 সিরিজ। আইফোন ১৪ প্রো ম্যাক্সের এর থেকেও প্রাই ১০০ ডলার অর্থাৎ ১০০০০ টাকা বেশি দামে রিলিজ হবে iPhone 15 আল্ট্রা।
আইফোন ১৫ সিরিজের সম্ভাব্য দাম ১২৯৯ মার্কিন ডলার দিয়ে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। আগে কখনো অ্যাপেল তাদের আগের জেনারেশনের চাইতে এতো বেশি দামে রিলিজ করেনি কোনো ফোন।রিপোর্টে জানা গেছে যন্ত্রাংশের দাম উর্ধগতি হওয়ার কারনে দাম বেশি হবে। আইফোন ১৫ আল্ট্রার দাম শুরু হবে ১২৯৯ ডলার থেকে এবং এর টপ স্টোরেজের দাম হতে পারে ১৭৯৯ ডলার পর্যন্ত অর্থাৎ ২লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে এর দাম।
আইফোন ১৫ এর ফিচার

আইফোন ১৫ আল্ট্রা এর বেজ ভেরিয়েন্ট থাকবে ২৫৬ জিবি। জানা গেছে আইফোন তাদের ফোনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে চার্জার পোর্টে। এবার আইফোন ১৫ সিরিজে হতে যাচ্ছে USB type C পোর্ট। এর মাধ্যমে একবারে ৪০ জিবিপিএস পর্যন্ত ডাটা একবারে ট্রান্সফার করা যাবে। আইফোন ১৫ সিরিজে থাকবে আইফোন ১৪ সিরিজের থেকেও বড় স্ক্রিন।আইফোন ১৫ আল্ট্রা ভার্সনে থাকতে পারে টাইটেনিয়াম বডি যার জন্য দাম বাড়তে পারে বলে জানা গেছে। এবং এবার ৬.১ ইন্চি এর ডিসপ্লে থাকতে পারে।
আরো পড়ুন : সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review
আইফোন ১৫ আল্ট্রা এর স্পেসিফিকেশন
Display
Screen size (inches) | 6.70 |
Hardware
RAM | 8GB |
Camera
Rear camera | Unspecified + 48-megapixel |
No. of Rear Cameras | 3 |
Lens Type (Second Rear Camera) | Ultra Wide-Angle |
Software
Operating system | iOS |
Connectivity
USB Type-C | Yes |
জেনারেল
প্রসেসর হিসাবে থাকছে ios17 লেটেস্ট মডেল অপারেটিং সিস্টেম। থিকনেস 7.85 mm। ওজন ২৪০ গ্রাম।ফোনটির অপারেটিং সিস্টেম এর কারনে ফোনটি জনপ্রিয়তা পাবে।
ডিসপ্লে
ডিসপ্লে তে থাকছে ৬.৭৩ ইন্চি OLED স্ক্রিন। ১২৯০x২৭৯৬ পিক্সেল, ৪৬০ পিপিআই ডেনসিটি।HDR ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশটের।
ক্যামেরা

আইফোনে সাধারনত ৩ ক্যামেরা সেটআপ হয়ে থাকে। তেমনি আইফোন ১৫ তেও একি হবে। প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকবে ৪৮ মেগাপিক্সেল মেইন সুটার এবং সাথে থাকছে ১২ মেগাপিক্সেল করে দুটি সেন্সর। আইফোনের ক্যামেরা নিয়ে আগাগোড়াই কারো অবজেকশন নেই। কারন তাদের ক্যামেরা সব সময় সেরা হয়। আইফোন ১৫ আল্ট্রা এর সামনের ক্যামেরা হিসাবেও থাকছে ১২ মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 8k@24fps এ।
প্রসেসর
আইফোন ১৫ আল্ট্রাতে প্রসেসর হিসাবে থাকছে Apple Bionic A17 চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর। বর্তমান বিশ্বে সেরা প্রসেসর এটিই।এছাড়াও ৮জিবি RAM এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের স্টোরেজ।
আরো পড়ুন : Google Pixel 7 Pro Full Review । তাহলে এটাই বেস্ট ক্যামেরা 2023
নেটওয়ার্ক
নেটওয়ার্ক সিস্টেমে থাকছে ৪জি ৫জি এবং ভোল্ট এর সুবিধা। ব্লুতুথ v5.3 এবং WIFI, NFC ইত্যাদি।এছাড়াও থাকছে লাইটিং ক্যাবল।
ব্যাটারি
আইফোন ১৫ আল্ট্রাতে থাকছে ৪৭০০ mAH এর বিশাল ব্যাটারি। ফাস্ট চার্জিং সিস্টেম। ২০ ওয়াট magsafe Wireless চার্জিং।

সুতরাং দিন যত যাচ্ছে মানুষের সৃষ্টির দৈর্ঘ্য ততো বাড়ছে। স্মার্ট ফোনের যুগে এসে এন্ড্রয়েড এবং আইওএস এর মদ্ধে যে যুদ্ধ এটা কখোনো শেষ হবার নয়। এভাবে একের পর এক টেকনোলজি তৈরি হতেই আছে। অ্যাপেল তাদের নিজস্ব যন্ত্রাংশ দ্বারা তাদের ফোন তৈরি করে এই কারনে তাদের ফোন সব সময় ইউনিক হয়।
আইফোন প্রেমিরা সব সময় চেয়ে থাকে কখন নতুন ফোন রিলিজ হবে এবং তারা সেটিকে কিনে ফেলবে। আবার কতো আইফোন প্রেমিক আছে যারা চাইলেও কিনতে পারেনা। কিন্তু দিন দিন আইফোনের চাহিদা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ ভালো খারাপের তুলনা করা শিখছে হয়তো এটাই কারন হতে পারে আইফোনের কাস্টমার বৃদ্ধির।
শেষ কথা
সুতরাং বলা যাই যে খুব শিগ্রই আইফোন তাদের নতুন সিরিজ এ বছরেই রিলিজ করতে যাচ্ছে।
আপনারা যারা এই পোস্টটি পড়েছেন তাদের মধ্য কে কে আইফোন ১৫ কিনবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমাতের ওয়েব সাইট টিকে ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ। আর আইফোন ১৫ আল্ট্রা এর সাথে কোন ফোনের কম্পেয়ার করে পোস্ট লিখবো সবাই কেমন্ট করুন।
আরো পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩