অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

বর্তমানে স্মার্ট ফোন ব্যবহার করেনা এমন লোক খুব কমি পাওয়া যায়। স্মার্টফোন নিয়ে সারা বিশ্বে একটা পাল্লাপাল্লির ঝড় চলে আসছে, কারা সেরা ফোন বের করবে?  কিন্তু এর থেকেও বড় দন্দ হলো ফোন যে সিস্টেমের ( iOS 17 ) উপর নির্ভর করে বা প্রোগামের উপর। সোজা কথাই Android এবং iOS এর মধ্য ফোন তৈরির শুরু থেকে একটা কম্পিটিশন হয়ে আসছে কারা সেরা। এন্ড্রয়েট তাদের ভার্সোন ১৪ লন্চ করছে এদিকে iOS তাদের ভার্সোন ১৭ লন্চ করছে। এখন দেখবার বিষয় হলো কারা সেরা?  চলুন ios17 এর সুবিধা গুলো বিস্তারিত আলোচনা করি। 

আরও পড়ুন : সেরা গেমিং ল্যাপটপ কোনটা? Lenovo Legion Pro 7i Gen 8 Bangla review

iOS 17 লন্স বাই অ্যাপেল

অ্যাপেল তাদের নতুন অপারেটিং সিস্টেস iOS 17 তে যেসব সুবিধা দিচ্ছে তা হলো –

অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

ব্লুমবার্গের মার্ক গুর্মানের দেওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়,অ্যাপেল একটি নতুন উদ্ভাবনি বৈষিষ্ঠ তৈরি করেছে যেটি দ্বারা লক হওয়া আইফোন গুলোকে স্মার্ট হোম অনুপ্রানিত ডিসপ্লেতে পরিনত করবে। আইওএস ১৭ এর সাথে আত্মপ্রকাশের জন্য তৈরি করা নতুন সিস্টেমটি ক্যালেন্টার, ইফেন্ট, বিঙ্গপ্তি আবহাওয়া পূর্বাভাসের মত জরুরি তথ্য প্রদর্শন করে নিষ্ক্রিয় আইফোন গুলিরর কার্যকারিতা বাড়াবে বলে শোনা যাচ্ছে।

iOS 17 এবছরে সেপ্টেমবরে জন সাধারনের জন্য উন্মুক্ত করবে বলে জানিয়েছে অ্যাপেল। এই অপারেটিং সিস্টেম টি ফ্রিতে পাবে সকল আইফোন ব্যবহার কারি।আইফোন ব্যবহারকারিদের কাছে এটি একটা নতুন আইফোন কেনার সমান। 

আরো যেসব ফিচার থাকছে

অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

iOS 16 তে যেমন রিডিজাউন্ড লক স্কিন,আইক্লাউড ফোটো শেয়ার লাইব্রেরি,আনসেন্ডিং মেসেজ সহ আরো অরেক ফিচার ছিলো কিন্তু ধারনা করা যাচ্ছে iOS 17 তে এতো পরিবর্তন থাকবেনা খুব সিমিত কিছু পরিবর্তন থাকবে কিন্তু সেগুলো কার্যকারি। কিন্তু অনেক সবিধা দিচ্ছে এই অপরেটিং সিস্টেম। অ্যাপেল যে তথ্য দিয়েছে সেগুলো নিম্নরুপ-

জার্নাল

অ্যাপল নতুন একটি অ্যাপ রিলজ করছে যেটি হলো জার্নাল নামে পরিচিত।  এই এপসটি ফটোস এবং মেমরি সেকশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যাতে অতিতের কিছু মুহূর্ত ভেবে স্বরন করা যায়। এটি দ্বারা মুহুর্ত গুলোকে টেক্সট আকারে লিখে রাখা বা সাজিয়ে রাখার মত সুবিধা পাবে।

আরও পড়ুন : Google Pixel 7 Pro Full Review । তাহলে এটাই বেস্ট ক্যামেরা 2023

স্টান্ডবাই ফিচার 

আগের বছরে WWDC তে পরিচয় করানো অলয়েজ অন ডিসপ্লের উপর ভিত্তি করে তৈরি করা এই স্টান্ডবাই এটি একটি স্মার্ট ডিসপ্লে হিসাবে কাজ করবে। এখানে আবহাওয়া শিডিউল সহ আরো অনেক সুবিধা পাবেন সবাই।

স্টান্ডবাই কে অ্যাপলের সিরির সাথে যুক্ত করা হয়েছে। এখানে অ্যাপল অথবা অন্য কোনো থার্ড পাটি উইজেড ইউজ করা যাবে। ইস্টান্ডবাই আলোর সাথে খাপ খাই এজন্য কম আলোতে ঘুমানোর সময়ও এটা ব্যবহার করা যাবে বলে তথ্য পাওয়া গেছে।

কন্ট্যাক্ট প্যাপার

আপনি আপনার নম্বর থেকে কলে বা পরিচিত কার্ডে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন সেটা আপনি নিজেই নির্ধারণ করতে  পারবেন। আপনি আপনার পোস্টার ছবি, ফন্ট এবং কালার দিয়ে নিজেই নিজের মত করতে পারবেন। এটি কল কিটের মাধ্যমে কাজ করে এজন্য এটি থার্ড পার্টি অ্যাপ VIOP দিয়েও করা যাবে বলে প্রতিবেদনে বলেন। 

লাইভ ভয়েস মেইল

অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

কখনো যদি কেও আপনাকে কল বা ভয়েস মেইল রেখে যায় তাহলে আপনি এই সিস্টেমের মাধ্যমে তার ভয়েসের সাথে লিখিত লিপিও দেখতে পাবেন। যার ফলে আপনি এটা বুঝতে পারবেন আপনি এটার উত্তর দিতে চান কিনা। এর পর আপরি যখন কলটি সম্পর্কে জানতে পারবেন তখন আপনি কলটি গ্রহন করবেন কিনা সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার।

ফেইচটাইম ফিচার

এই ফিচারের ব্যবহার করে আপনি যদি কাওকে কল করেন এবং সে যদি রিসিভ করতে না পারে, তাহলে আপনি একটি ভয়েস মেসেজ পাঠাতে পারবেন যাতে পরবর্তিতে সে ভয়েস মেসেজ দ্বারা বুঝতে পারে আপনি কি জন্য কল করেছেন।

মেসেজেস ফিচার 

এই অ্যাপটি একটু বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং সহজ বধ্য হয়েছে। মেসেজ খোজার দিন শেষ।  গ্রুপ মেসেজে আপনি যেটা দেখেননি সেটা একেবারো উপরো চলে যাবে এবং আপনি এক ক্লিকেই দেখে নিতে পারবেন।এছাড়াও অডিও ভয়েচ গুলোর প্রতিলিপি যাবে যা দেখে অডিও না শুনেও আপনি রিপ্লে দিতে পারবেন। এবং পরে ভয়েসটি নিজেদের ইচ্ছা মত শুনতে পারবেন।

চেকইন পদ্ধির মাধ্যমে, আপনি যদি কোনো জায়গায় যাওয়ার উদ্যগ নেন এবং কন্ট্যাক্ট লিস্টে কিছু লোককে এই পদ্ধতিতে লিস্ট করে রাখেন তাহলে আপনি গন্তব্য স্থানে পৌছানোর পর যদি কিছু সময় ওখানে থেকে যান তাহলে আপরার লোকেশন সহ আপনার আস পাসের সকল ডিটেইলস অটো মেসেজের মাধ্যমে সিলেক্ট করা ব্যাক্তির কাছে চলে যাবে। এটি খুবি অসাধারন একটি ফিচার বলে মনে করি।

আরও পড়ুন : বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

স্টিকারস

প্রচলিত সকল স্টিকার এক সাথে পাবেন আলাদা ভাবে খোজাঁর প্রোয়োজন নেই। সকল ইমজিকেও স্টিকারে পরিনত করা হয়েছে।এছাড়ও নিজের ছবি থেকে নিজের স্টিকার বানিয়ে নেওয়া যাবে।যদি আপনার মনে হয় এনিমেটেড স্টিকার বানাব তাও পারবেন। সকল প্রকার স্টিকারের সুবিধা পাচ্ছেন।

এয়ারড্রপ

অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

বর্তমানে এয়ারড্রপ ব্যবহার করা আগের তুলনাই অনোক সহজলভ্য হয়েছে। এখন একটি আইফোন আরাকটি আইফোনের কাছাকাছি এনে খুব সহজেই তথ্য আদান প্রদান করতে পারে।অ্যপেল ওয়াচের মাধ্যমেও তথ্য আদান প্রদান করা যাবে।

কিবোর্ড ফিচার 

অ্যপেল তাদের পন্য সব সময় নিক্ষুত দিতে চাই। তাই তারা কিবোর্ডে লেখার সময় কারেকশন গুলো নির্ভুল দিতে চেষ্টা করে। আপনি লেখার সময় দেখবেন সাজেশন বারে অটো সাজেশন দেওয়া থাকে ওখান থেকে আপনি খুব সহজে দ্রুত লিখতে পারবেন।

আরও পড়ুন : ঝড় তুলবে AI, গুগল নিয়ে আসছে আরও উন্নতমানের সার্চ ইঞ্জিন

সিরি

অ্যাপেলে সব থেকে জনপ্রিয় সার্ভিস হলো সিরি।  আগে সিরি ওপেন করতে হেই সিরি বলা লাগতো এখন থেকে শুধু সিরি বললেই হবে।

ফটোস

ios17 এখন আপনার বাড়ির পশু পাখিকেও চিনতে পারবে।

হেলথ অ্যাপ 

iOS 17 তে এই ফিচার এড করা হয়েছে এখন থেকে আপনি আপনার মানসিক ব্যাপারে ফোন দেখে বুঝে ফেলতে পারবেন কি কারনে মানসিক ভাবে অসুস্থ।

ব্যবহার কারিরা চাইলে তাদের মুড এবং ইমোশন সম্পর্কে জানতে পারবে। আমরা জানি এ ভাবেই অ্যপেল তাদের ফিচার গুলো মানুষের সুযোগ সুবিধার উপর নির্ভর করে নিয়ে আসে মানুষের সুবিধার জন্য। এছাড়াও আরো নতুন নতুন ফিচার নিয়ে আসছে সামনে। 

সুতরাং বোঝাই যাচ্ছে যে Androidএর তুলনাই iOS কেন সব সময় এগিয়ে থাকে এবং সেরা। অ্যাপেল অনেক সুবিধা দিচ্ছে iOS 17 অপারেটিং সিস্টেমে।

শেষকথা

অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

উপরের পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন এবং পরবর্তিতে কি কি বিষয়ের নিউজ পোস্ট করলে ভালো হয় সেগুলো জানাতে পারেন ধন্যবাদ। 

আরও পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment