Insta 360 X3 । এই হচ্ছে সেই অদ্ভুত ক্যামেরা

এই সময়ে এসে মানুষের ভিডিও গ্রাফির প্রবনতা এত পরিমানে বৃদ্ধি পেয়েছে প্রাই সকলের কাছে কিছু থাকুক আর না থাকুক একটা স্মার্ট ফোন বা ক্যামেরা আছেই। সবাই ভিডিওগ্রাফি করতে পছন্দ করে। এমনকি মানুষ এই ভিডিও গ্রাফি করে মাসে মাসে ফেসবুক, ইউটুব,টিকটক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বেশির ভাগ মানুষ এই ভ্লগিং এর জন্য বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করে।

রিসেন্টলি বাজারে একটি হাস্যকর ক্যামেরা এসেছে যেটার ভিডিও মুড দেখে হাস্যকর মনে হলেও ক্যামেরাটি অতন্ত্য শক্তিশালি এবং নানা রকম ফিচারে ভরপুর। হ্যা আমি Insta 360 X3 ক্যামেরার কথা বলছি। কমবেশি সবাই হয়তো এই ক্যামেরার কথা শুনেছেন, চলুন আজকে এই ক্যামেরার ফুল বিস্তারিত আলোচনা করবো।

আরও পড়ুন |: Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু

Insta 360 x3 ক্যামেরা

ইনস্টা ৩৬০ ক্যামেরাটি একটি ওয়াটারপ্রুভ ৩৬০ ডিগ্রি অ্যাকশান ক্যামেরা। সাথে আছে 1/2″ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ৫.৭k ৩৬০ ডিগ্রি  একটিভ HDR ভিডিও ও ৭২ মেগাপিক্সেল  ৩৬০ ফটো। ৪k সিংগেল লেন্স এর ফিচার ২.২৯” টাসস্ক্রিন। এআই এডিটিং এবং লাইভ স্ট্রিমিং।

বিস্তারিত

X3 ক্যামেরাটি দিয়ে ভাইভেড ৫.৭কে মুডে ভিডও করতে পারবেন। কোনো এ্যাকশন মিস হবেনা। ৩৬০ ডিগ্রি ভিডিও করতে পারবেন এই ক্যামেরা ফিচার শেষ হবার নয়। 

X3 ডুয়াল ১/২” ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

এই সেন্সর টি দিয়ে অনেক ভালো মানের ভিডিও করা যায়। আপনি জেনে অবাক হবেন যে এই ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে কম আলোতেই একদম ঠিক ঠাক ভিডিও করা যায় এককথায় অসাধারন। 

৭২ মেগাপিক্সেল এর ফটো

এই ৭২ মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে ৩৬০ ডিগ্রি এর বেস্ট ছবি এবং ভিডিও করতে পারবেন। আগের চেয়ে অনেক ভালো এবং শক্তিশালি ক্যামেরা। অনেক হাই কোয়ালিটি- এর ভিডিও করতে পারবেন। সব থেকে বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা সেন্সর এটি।

৩৬০ ডিগ্রি এক্টিভ HDR

স্থিতিশীল ভিডিও গ্রাফির জন্য রয়েছে ৩৬০ ডিগ্রি HDR মুড যেটি দিয়ে অতিরিক্ত আলোর মধ্য স্বাভাবিক আলোয় ভিডিও করতে পারবেন।যা অন্যান্য ক্যামেরা গুলোতে ভালো ভাবে করতে পারেনা। এক কথাই অসাধারন ভিডিও করার ক্ষমতা রাখে। 

সিংগেল মোড

একটি একক লেন্স হিসাবে এটি দিয়ে 4k@30fps এ ভিডিও করা যায়। ম্যাক্সভিউ এর সাথে ১৭০ ডিগ্রি এর ফুল ফিল্ড ভিউ পাওয়া যাবে। এবং মি মুড দিয়ে ৬০fps এর নিজের ভিডিও করতে পারবেন।যদি আপনি সেল্ফি স্টিক দিয়ে ভিডও করেন তাহলে এই ক্যামেরা সেল্ফি স্টিকটিকে রিমুভ করে দেই এবং শুধু মাত্র আপনি এবং আপনার আসে পাসের ৩৬০ ডিগ্রি নিয়ে ভিডিও করে।কোনো প্রকার রিফ্রেম এর প্রোয়োজন নেই।  রিফ্রেম ছাড়াই ফ্রেমিং করে দেয়।

ইম্ভিসিবল সেল্ফি স্টিক 

 সাধারনত এই ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় সেলফি স্টিক এর প্রয়োজন হয়। কিন্তু আশ্চর্য্য ব্যাপার হলো ক্যামেরায় ভিডিও করার সময় সেলফি স্টিক কে হাইড করে দেয়। কোনো ভাবে বোঝাই যায় না যে এটি সেলফি স্টিক দিয়ে ভিডিও করা হয়েছে।

এটা খুবি চমৎকার একটি ফিচার।

আরও পড়ুন |: অবশেষে বাজারে আসছে iPhone 15, জেনে নিন রিলিজের তারিখ ও মূল্য

স্ট্যাবিলাইজেশন

ভিডিও গ্রফিতে সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হলো স্ট্যাবিলাইজেশন। ভিডিও করার সময় যদি ভিডিও কোয়ালিটি ঠিক না থাকে তাহলে ভিডিও দেখতে খুব খারাপ দেখায় এবং ভিডিও টি যদি কাপে তাহলে ভিডিও ফ্রেমিং ঠিক থাকে না। কিন্তু Insta 360 X3 ক্যামেরাটিতে ভিডিও করার সময় কোনো প্রকার কাপাকাপি বা স্ট্যাবিলাইজেশনের ব্যাঘাত ঘটে না এ জন্য ভিডিও ফ্রেমিং খুব ভালো হয়।

ব্যাটারি- 

একটা ছোটো ক্যামেরা হিসাবে এর ব্যাটারি ব্যাকআপ হিসাবে আছে ১৮০০ এম্পিয়র এর ব্যাটারি। যেটি দিয়ে ৩-৪ ঘন্টা ভিডিও করা যাবে খুব স্বাভাবিক ভাবে। 

Insta 360 X3 action ক্যামেরা ফটো রেজুলেশন 

.এপার্চার f1.9

.35mm Equivalent focal length 6.7mm

.ফটো রেজুলেশন ৭২ মেগাপিক্সেল এবং ১৮ মেগাপিক্সেল 

ভিডিও লেন্স মুড

  • 5.7k@30/25/24fps
  • 4k@60/30 fps
  • 3.6k@60/50/30/25/24fps
  • 2.7k@60/50/30/25/24fps
  • 1080@60/50/30/25/24fps

এই সকল মুড এ ভিডিও করা যাবে।

ভিডিও মুড 

স্টানডার্ড,এক্টিভ HDR,টাইমসল্যাপ,টাইমশিফ্ট, বুলেট টাইম, লুপ রেকর্ডিং। 

কালার

ভায়ভিড, স্টানডার্ড, এলওজি।

আরও পড়ুন |: অ্যান্ড্রয়েডের দিন শেষ এবার নতুন সব এডভান্স ফিচার নিয়ে আসছে iOS 17

বিল্ডকোয়ালিটি

বডি সাইজ-114x46x33.1mm

ওজন-১৮০ গ্রাম

রেকর্ড টাইম ৮০ মিনিট

ম্যাক্স ভিডিও রেকর্ড বিটরেট-১২০ এমবিপিএস।

বিশেষ দ্রষ্টব্য:

এটি এন্ড্রয়েড ডিভাইসে তার বিহিন সাপোর্ট করেনা। ইউএসবি টাইপ সি দ্বারা সাপোর্ট করে।

আবার ios এ তার দ্বারা সাপোর্ট করেনা কিন্তু তার বিহিন বেতারের মাধ্যমে সাপোর্ট করে। 

ক্যামেরা বিশ্লেষন

সবমিলিয়ে ক্যামেরাটির ফিচার নিয়ে বলতে গেলে এটি একটি চমৎকার ক্যামেরা।  এটি দিয়ে আপনি সর্বোচ্চ রেজুলেশনের ভিডিও করতে পারবেন এবং ৭২ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন।ক্যামেরাটির বৈশিষ্ট্য অনুযায়ি ক্যামেরার ভিডিও মুড এবং ফটো মুড সব মিলিয়ে একটি বেটার কোয়ালিটির ভিডিও এবং ফটো নিতে পারবেন।

সুতরাং এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন।

মুল্য

এবার আসি ক্যামেরার বাজার মূল্য নিয়ে। এই ক্যামেরার সব দিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে মানুষের চাহিদার উপর ভিত্তি করে ক্যামেরাটির দাম ৫০০০০ হাজার টাকার মত রাখা হয়েছে। একজন প্রফেশনাল ভিডিও গ্রাফার এই ক্যামেরাটি নিতে পারেন।

শেষ কথা

অবশেষে ক্যামেরা নিয়ে যে আলোচনা টি এতক্ষন দেখলেন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে পারেন।  এবং অন্যান্য ক্যামেরা নিয়ে পরবর্তিতে আলোচনা করলে সেটি যেন আপনার খুব সহজে দেখতে পারেন এজন্য আমাদের পাসে থাকুন ধন্যবাদ।

আরও পড়ুন |: Google Pixel 7 Pro Full Review । তাহলে এটাই বেস্ট ক্যামেরা 2023

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment