মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা 

স্মার্টফোন এর দুনিয়ায় আবারো নতুন একি সিরিজের তিনটে ফোন লঞ্চ হতে যাচ্ছে আগামি ১৪ জুন ইনফিনিক্স তাদের নোট ৩০ এর তিনটি ফোন, ইনফিনিক্স নোট ৩০, নোট ৩০ ৫জি এবং নোট ৩০ প্রো। ইনফিনিক্স এর এই তিনটি ফোনে থাকছে অসম্ভব সুবিধা মানে আপনি চাইলে এটিকে  ওয়ারলেস চার্জিংও করতে পারবেন। ইনফিনিক্স জানিয়েছে তাদের এই সিরিজের ফোনের দাম ৩০ হাজার টাকার কমে থাকবে এর মধ্য নোট ৩০ এর দাম ২০হাজারের একটু বেশি হতে পারে। তাহলে চলুন এবার এই তিনটি ফোনের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন : Itel P40 Review – মাত্র ৯ হাজারে 6000mAh ব্যাটারি ও 4GB/64GB স্টোরেজ

Infinix Note 30 

মাত্র ২০ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা 

এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে হেলিও জি ৯৯ চিপসেট। যেটি একটি শক্তিশালী প্রসেসর, সাধারনত এটিকে গেমিং প্রসেসর বলে। অতএব এই প্রসেসর টি অনেক এই ফোনকে অনেক সুবিধা দিবে।ফোনটির গঠনে রয়েছে  ৬.৭৮ ইঞ্চি এলসিডি স্ক্রিন। স্কিনটির রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।

ক্যামেরা

Infinix Note 30 এর ক্যামেরা সেকশনে রয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, পাশাপাশি একটি ২মেগাপিক্সেল এর একটি ম্যাক্র লেন্স এবং আরাকটি অজানা  এআই ক্যামেরা রয়েছে। আমরা জানি যে একটি ফোনের মেইন ক্যামেরায় ছবি ভিডিও সব কিছুতে বেশি সাহায্য করে। এবার আসি ছেলফি ক্যামেরায় ছেলফি ক্যামেরাতে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি লেন্স। যেই ক্যামেরা দিয়ে অনেক ভালো মানের ছবি তোলা যায়। 

ব্যাটারি এবং স্টোরেজ

এই ফোনটির মুল ফিচার হলো ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স নোট ৩০ তে আছে  ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ব্যটারি হিসাবে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়।এই ফোনে সব থেকে মজার বেপার হলো এখানে আরো রয়েছে রিভার্স ওয়্যারলেস চার্জিং এটাতে আছে পিডি ৩.০ চার্জিং সাপোর্ট  যেটি একদম এই রেঞ্জের বাজেটে নতুন। এই ফোনের অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে এন্ড্রয়েড  ভার্সন ১৩ এবং জেবিএল এর ডুয়াল স্পিকার।

এছাড়াও আরো অনেক ফিচার আছে যার মধ্য এনএফসি সাপোর্ট,৩.৫ এমএম জ্যাক।এই ফোনটির স্টোরেজ হিসাবে আছে ৮জিবি এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ, এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। কালার হিসাবে থাকসে ম্যাজিক ব্ল্যাক এবং ইন্টারস্টেলার ব্লু ও সানসেট গোল্ড । 

আরও পড়ুন : Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু

Infinix Note 30 5G

মাত্র ২০ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা 

ইনফিনিক্স এর এই ফোনটি  অনেক লেটেস্ট মডেলের ফোন। এটাতে চিপসেট হিসাবে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট আছে। এই ৫ জি ফোনটির বিভিন্ন ফিচার রয়েছে নিম্নে এর ফিচার গুলো আলোচনা করা হলো।

বিল্ড কোয়ালিটি

ফোনটির ঘঠন হিসাবে আছে 168.5×76.5×8.5mm(6.63×3.01×0.33in)। ওজন ২০৫ গ্রাম (৭.২৩ oz)

বডি হিসাবে আছে গ্লাস ফ্রন্ট,প্লাস্টিক ফ্রেম,গ্লাস এবং লেদারের ব্যাকসাইট।

সিম সেটআপ হিসাবে আছে ডুয়াল  সিম।

ডিসপ্লে

ফোনটির ডিসপ্লে হিসাবে রয়েছে ips LCD ক্যাপাছিটিভ টাসস্ক্রিন ১৫এম কালার।ডিসপ্লে এর সাইজ ৬.৭৮ ইন্চি ১০৯.২ এবং ৮৪.৭% স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশন ১০৮০ x ২৪৬০ পিক্সেল (৩৯৬ পিপিআই ডেনসিটি)।

রয়েছে মাল্টি টাস সিস্টেম। এছাড়াও  ১২০ হার্জের ৫৮০ নিটস পিক।

প্লাটফর্ম

অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে  এন্ড্রয়েড ভার্সন ১৩ এবং প্রসেসর হিসাবে মিডিয়া টেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট (৬এনএম)।সিপিউ হিসাবে রয়েছে (ওকটা কোর কর্টেক্স- A55)। জিপিইউ Mali-G57 MC2।

স্টোরেজ

ফোনটিকে এক্সট্রা কার্ড স্লট রয়েছে microSDXC (dadicated slot) ইন্টারনাল মেমরি হিসাবে আছে ১২৮/২৫৬ জিবি। এবং RAM হিসাবে আছে ৪জিবি এবং ৮জিবি।

ক্যামেরা

infinix note 30 5g ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর প্রাইমারি সুটার, ২মেগাপিক্সেল depth সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে আছে ১৬ মেগাপিক্সে এর আল্ট্রা ওয়াইড সেন্সর। ফিচার হিসাবে আছে অল কোয়াড এলইডি ফ্লাস, HDR, প্যানোরোমা ইত্যাদি। ভিডিও করা যাবে ১৪৪০p@৩০fps,১০৮০@৩০ fps এ।

ফিচার

৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা। সাইড মাউন্টেন ফিংগারপ্রিন্ট সেন্সর।

ব্যাটারি

ব্যাটারি হিসাবে আছে নন রিমোভেবল লিথিয়াম পলিমার ৫০০০ এম্পিয়র এর একটি বিশাল ব্যাটারি। সাথে থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যেটা দিয়ে খুব অল্প সময়ে ফুল চার্জ হবে। 

এবার চলুন ইনফিনিক্স নোট ৩০ প্রো এর বিষয় আলোচনা করি।

আরও পড়ুন : Google Pixel 7 Pro Full Review । তাহলে এটাই বেস্ট ক্যামেরা 2023

Infinix note 30 pro

মাত্র ২০ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা 

এইফোনটিও বাকি দুইটি ফোনের মত সাদৃশ্য। কিন্তু এই ফোনটির স্পেসিফিকেশন অবশ্যই বাকি দুটি ফোনের চেয়ে ভালো। এটা ৫জি ফোন না কিন্তু রয়েছে মিডিয়াটেক এর G99 পোসেসর। এছাড়া রয়েছে ৫৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ওয়ার্লেস চার্জিং এছাড়াও রিভার্স ওয়ারলেস চার্জিং সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি ইনফিনিক্স এর একটি বার্তাতে জানা গেছে এই দামে এই প্রথম এত সুবিধা দিচ্ছে ইনফিনিক্স।

চলুন এবার এর স্পেছিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি। 

বিল্ড কোয়ালিটি 

তারা ফোনের কভার হিসেবে আছে গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক  ফ্রেম,  প্লাস্টিক ব্যাগ।  বডি হিসাবে আছে ১৬৮.৫-৭৬.৫-৮.৫ এমএম। ফোনটির ওজন ২০৫ গ্রাম। ডুয়াল সিম সাপোর্ট।

ডিসপ্লে

অ্যামোলেড ক্যাপাছিটিভ টাসস্ক্রিন ১৬এম কালার।ফোনটির ডিসপ্লের কালার ৬.৭ ইন্চি এবং ৮৮.২% স্ক্রিন টু বডি রেশিও।রেজুলেশন ১০৮০ টু ২৪০০ পিক্সেল,২০:৯ রেশিও (৩৮৮ পিপিআই ডেনসিটি। রয়েছে মাল্টিটাস সুবিধা। ফোনটির ১২০হার্জ ৯০০নিটস (পিক)

প্লাটফর্ম

ফোনটির অফারেটিং সিস্টেম এর জন্য রয়েছে এন্ড্রয়েড ভার্সন ১৩ এর সুবিধা। প্রসেসর হিসাবে রয়েছে Media tech MT 8781 Helio G99(6nm)। এটি একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসাবে আছে Mali-G57 MC2

স্টোরেজ

এই ফোনটিকে এক্সট্রা কোনো মেমরি কার্ড লাগানোর সুজোগ নেই। ৮জিবি RAM এবং ১২৮/২৫৬ জিবি RAM।

ক্যামেরা

এইফোনটিতে ক্যামেরা হিসাবে আছে ১০৮ মেগাপিক্সেল এর মেইন সুটার এবং আরাকটি ২মেগাপিক্সেলের  depth সেন্সর। সেলফি ক্যামেরা হিনাবে আছে ১৬ মেগাপিক্সেল এর একটি সেন্সর। ফোনটিতে সাইড মাউন্টেন ফিংগারপ্রিন্ট সিন্টেম।

ব্যাটারি

ফোনটিকে নন রিমোভেবল লিথিয়াম পলিমার ৫০০০ এম্পিয়রের একটা বড় ব্যাটারি। এটিকে চার্জ করার জন্য ৬৮ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে যেটি ৩০ মিনিটে ৮০% চার্জ করে দিবে। এবং ১৫ ওয়াটের wireless চার্জিং এর সুবিধা রয়েছে।

শেষ কথা

সুতরাং আপনার যারা এই ফোনগুলো থেকে ফোন কিনতে চান তারা কমেন্ট করুন এবং আমাদের এই পোস্ট টি ভালো লাগলে কেমেন্ট করুর ধন্যবাদ। 

আরও পড়ুন : শাওমি নিয়ে আসলো Xiaomi Redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment