ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক

এবারের গ্রীষ্মে প্রায় গোটা দেশেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ওপরে ঘোরাফেরা করছে। প্রচণ্ড গরমে জেরবার হচ্ছেন সকলেই, এদিকে বাড়ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্যান, এসি (AC), এয়ার কুলার জাতীয় অ্যাপ্লায়েন্স কেনার ধুম। তবে শুধু এই ২০২৩-এ নয়, প্রতি বছরই গরমের মরসুম এলে একটু স্বস্তি-শান্তি পেতে সবাই এসি কেনার দিকে ঝোঁকেন। কিন্তু এই ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সটির দাম বেশি হওয়ায় বেধে যায় গোল!

আসলে বাড়ির জন্য এয়ার কন্ডিশনার কিনতে গিয়ে অনেকেই কিছু ভুল করে বসেন – বিশেষ করে সস্তা দাম দেখে এগিয়ে তারপর আফসোস করতে হয় বছরের পর বছর। আবার এসি চালিয়ে চড়া হারে বিদ্যুৎ বিল আসাটাও একটা সমস্যা। তবে এই প্রসঙ্গে আজ আমরা বিশেষ কয়েকটি কথা বলব, যা এসি কেনার সময় মাথায় রাখলে পস্তাতে হবেনা।

আরও পড়ুন : Insta 360 X3 । এই হচ্ছে সেই অদ্ভুত ক্যামেরা

AC কেনার টিপস

ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক

AC কেনার কাজটা একদমি সহজ না। টাকা থাকলে অনলাইন বা দোকান থেকে চাইলেই AC কেনা যায় না। বাজারে বিভিন্ন ধরনের ব্রান্ডের বা নামের AC বিভিন্ন দামে বিক্রয় করা হয়। AC সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে Ac কেনা সম্ভব না।সব থেকে বড় ব্যাপার হলো আপনি কেসন রুমে থাকেন রুম যদি বড় হয় সেক্ষেত্রে বড় এসির প্রয়োজন হয় আবার ছোট রুম হলে ছোট এসি এর প্রয়োজন হয়।যদি বড় ঘরে ছোট AC লাগানো হয় তাহলে তেমন একটা ঠান্ডা হয়না আবার ছোট ঘরে বড় AC লাগালে বেশি ঠান্ডা হয়ে যায়।

AC লাগানোর সময় যে ৯ টি বিষয় মনে রাখবেন।

১. বাজেট ঠিক করে নিতে হবে 

এসি কেনার সময় আগে চিন্তা ভাবনা করে নিতে হবে, আপনি কতো টাকার ভিতর এসি কিনবেন। কারন বাজেটের উপর নির্ভর করে কেমন এসি হবে। তবে এটা মাথাই রাখবেন যে যত ভালো এসি ই কিনুন না কেনো বাজেট ৪০০০০ টাকার বেশি যেন হয়। কারন এই বাজেটে সেরা এসি পেয়ে যাবেন।

২.কেমন রুমের জন্য কেমন সাইজের এসি কিনবেন

বড় ঘরে ছোট এসি, ছোট ঘরে বড় এসি লাগালে হবেনা। আপনার ঘর যদি ১০০-২০০ স্কয়ার ফিট হয় তাহলে ১টনের ১টা এসি যথেষ্ঠ।আবার যদি আপনার ঘর যদি ১০০-২০০ স্কয়ার ফিট এর বেশি হয় তাহলে ১.৫ বা ২টনের একটা এসি যথেষ্ঠ।

৩.ঘরের মেঝে

ঘরে মেঝের উপর অনেকটা নির্ভর করে এসি। কারন আপনি যদি একটা বিল্ডিং এর উপর তলায় থাকেন তাহলে ছাদের ঘরমে রুম অনেক গরম থাকবে এজন্য দ্রুত রুম ঠান্ডা করার জন্য বড় এসির প্রয়োজন।

৪.স্পিলিট নাকি উইনডো

ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক

স্পিলিট এবং উইনডোর ভিতর তেমন পার্থক্য নেই, পার্থক্য হলো স্পিলিট এসি রুমের যেখানে খুশি লাগাতে পারেন আর উইনডো এসি লাগাতে জানালার প্রয়োজন হয়।  এই দুই ধরনের এসির মধ্য দামের তেমন পার্থক্য না থাকলেও বিদ্যুৎ সাশ্রয়, কুলিং টাইম এবং আওয়াজের মধ্য একটু পার্থক্য আছে। স্পিলিট এসিতে সুবিধা হলো এটিতে কোনো আওয়াজ হয়না এবং ঠান্ডা দ্রুত হয়। আবার উইনডো এসি আওয়াজ করে কিন্তু ঠান্ডা হতে সময় নেই। সুতরাং আপনার রুমের গঠন অনুযায়ী এসি কিনুন।

আরও পড়ুন : Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু

৫.কয়েল সম্পর্কে যাচাই করুন

আপনি যদি এসি এর কয়েল সম্পর্কে ভালো না যানেন তাহলে যেনে রাখুন কারন এনি রক্ষনাবেক্ষনের জন্য এটি খুব জরুরি। কপার কয়েল হলে ভালো হয় কিন্তু অ্যালমুনিয়াম কয়েলে হলে আস্তে আস্তে ঠান্ডা হয় এবং রিপেয়ার করতে অসুবিধা হয়।

৬. স্টার দেখে কিনুন

পাওয়ার সেভিং রেটিং কম এসি গুলো সাধারনত অন্য এসি গুলোর থেকে সস্তা হয় কিন্তু এগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে। আবার যদি পাওয়ার সেভিং রেটিং বেশি হয় তাহলে ঐ এসি গুলো ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসে কিন্তু এগুলোর দাম একটু বেশি, দাম বেশি হলেও বিদ্যুৎ সাশ্রয়ী হবে। যদি বিদ্যুৎ বিল বাচাতে চান তাহলে পাওয়ার পয়েন্ট সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান থাকা জরুরী।

৭.পেমেন্ট কিভাবে দেবের ঠিক করে নিন

 শুধুমাত্র নগদ টাকা এবং কার্ড দিয়ে এসি কেনা যাবে এমনটি নয়। আপনি চাইলে সাধারন EMI, No cost –  EMI এবং ৬মাসের কিস্তি থেকে শুরু করে ১বছরের কিস্তিতেও কিন্তে পারবেন। ধীরে ধীরে শোধ করতে পারবেন। বিশেষ করে মধ্য বিত্ত দের জন্য এমন সুবিধা দেওয়া হয়েছে।

৮.অনলাইনে মূল্য চেক করে নিবেন 

অনেক সময় আছে আপনাকে বোকা বানিয়ে নরমাল এসি বেষি দামে দিতে পারে। তখন আপনি ভাবেন বেশি টাকা দিয়ে এসি কিনলাম কিন্তু কাজ হয়না কেন?  এজন্য আপনি কোন মডেলের এসি কিনছেন সেই মডেল নামবার দিয়ে Google এ দাম সার্চ করে দাম জেনে নিয়ে কিনতে পারবেন তাহলে আপনার সাথে চাইলেও কেও ধোঁকাবাজি করতে পারবেনা।

৯.পরিষেবা

ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক

আপনি এসি কিনে নিয়ে চলে গেলেন সাথে সাথে আপনার এবং সেলস ম্যানের দায়িত্ব শেষ তা নয়। এসি ব্যবহার করলে কিছুদিন পর পর এটি রিপেয়ার করতে হয়। এজন্য যেখান থেকে এসি কিনবেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড নিবেন তাহলে সময়মত বিক্রেতারা মিস্ত্রি দিয়ে রিপেয়ার করে দিয়ে যাবে।

অতএব আপনি যদি এই ৯টি বিষয় মাথায় রেখে এসি কিনেন তাহলে আপনার টাকা এবং বিদ্যুৎ দুটোই সাশ্রয়ী হবে। এবং আপনি অল্প টাকায় ভালো এসি টি নিতে পারবেন নির্দীধায়।এসি যখন কিনবেন অবশ্যই বুঝে শুনে কেনা উচিৎ।

শেষকথা

সুতরাং যে বিষয় গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো অবশ্যই সবার মনে রাখা উচিৎ। এই গুরুত্বপূর্ন উপদেশ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আর কোন বিষয়ে এমন পোস্ট চান সেটাও কমেন্ট করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 

আরও পড়ুন : ভবিষ্যতের ১০ টি টেকনোলজি এবং আবিষ্কার যা বিশ্বকে বদলে দেবে

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment