WixBing আজকের নিউজে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরুতেই জেনে নিবো গুগলের সার্চ ইঞ্জিনের আপডেট সম্পর্কে, চলুন শুরু করা যাক –
গুগল তাদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আনার ঘোষনা দিয়েছে-
গুগল তার সার্চ ইঞ্জিনে জেনারেটিভ কৃতিম বুদ্ধি মত্তা আনার ঘোষনা দিয়েছে। তবে বর্তমানে এটাি অল্প পরিমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
আরো পড়ুন : সবথেকে বুদ্ধিমান শক্তিশালী এই রোবট যা ভবিষ্যতে পৃথিবীকে বদলে দেবে !
সুন্দর পিচাই গুগলের মূল প্রতিষ্ঠার অ্যালফাবেটের প্রধান, তিনি বলেছেন আমরা সার্চ সহ কোর বিষয়ক পন্য নিয়ে অধিক ভাবছি। তাছাড়া গুগলের প্রতিষ্ঠান টি এন্ড্রয়েড ভার্সনে নতুন কোন ফিচাে নিয়ে আসছে। এটি কারো অজনা এয়ান ট্যাগ, ওয়ালেট বা চাবির রিং এ ব্যাবহার করা অজানা কোনো ডিভাইসের ব্যাপারে তথ্য দেবে। কিছু দিনের মধ্যে এই আননোন ট্রাকার নিয়ে লাইভে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান।

বিবিসি নিউজ থেকে জানা যাই যে গুগল এবং অ্যাপল এক সাথে এটি সমাধানের জন্য কাজ করছে জানার পর এই ঘোষনাটি এলো। কারণ গত বছর এয়ার ট্যাগের কারনে অ্যাপেলে বিরুদ্ধে দাবি জানাই দুই নারি। প্রতিষ্ঠার টি আরো জানায় তারা জন্মদিনের উইশ লিস্ট উঠেয়ে দিচ্ছে, সুবিধাটি ১৮০ টি দেশে ভোগ করবে বলে জানা গেছে।
তথারীতি দেখা যায় যে গুগল চ্যাট জিপিটি আসার পর একটা চাপের মুখে পড়ে গেছে, এই মন্তব্য করেন বিবিসি। তথ্যটি মাইক্রসফট তাদের বিংয়ে প্রকাশ করেছে।
প্রতিবেদনে এসেছে চিনের টেক জায়ান্ট বাইদু ‘এরনি’ নামে তাদের নিজস্ব একটি চ্যাটবট নিয়ে এসেছে।গার্টনারের বিশ্লেষক চিরাগ ডোকাটে বলেন, গুগল একটি শিল্পের নেতৃত্ব দিচ্ছে এবং কৃত্তিম বুদ্ধিমত্তা থেকে সুবিধা নেওয়ায় আগে থেকে প্রস্তুত থেকেছে। তিনি আরো বলেন যে, কৃত্তিম বুদ্ধিমত্তার যুদ্ধে কতৃত্ব করার মত টুলস গুগলের রয়েছে।
সুতরাং নিউজ টি থেকে ধারনা পাওয়া যাই যে গুগল তাদের কৃত্তিম বুদ্ধিমত্তাই নতুন কিছু আপডেট নিয়ে আসতে যাচ্ছে। যেটা এনড্রয়েট সিসটেমে ভালো প্রভাব ফেলবে। বর্তমানে এআই এর যুদ্ধে গুগলি শ্রেষ্ট। গুগল তাদের প্রযুক্তির বিকাশের কারনে পুরো বিশ্বে এতো জনপ্রিয়।
-এবার চলুন ২য় বিষয় টি নিয়ে আলোচনা করা যাক।
গুগল জিমেইল, ডক সহ অন্যান্য অ্যাপসে নিয়ে আসছো AI ফিচার-
বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃতিম বুদ্ধিমত্তা আবিস্কার এর পর মানুষের জিবন যাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। দৈনন্দিন জিবনে অনলাইনের প্রাই সকল কাজ এআই দ্বারা করা সম্ভব। এখানে আপনি কমান্ড ব্যাবহার করে আপনার প্রয়োজনিয় তথ্য দিলে সেটা পার্ফেক্ট ভাবে তৈরি করে দিতে পারে।ওয়েব সাইট তৈরি থেকে শুরু করে ভিডিও এডিটিং এর মত জটিল কাজ ও কিছু সময়ের মধ্যে করে দিতে পারে খুব সহজে।

গুগল জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনার ঘোষনা দিয়েছে। টেক জায়ান্টির ডকস,শিট,জিমেইল সহ বিভিন্ন ওয়ার্ক স্পেস এ এই ফিচার গুলো যুক্ত করবে বলে জানা গেছে।ফিচার গুলোর মধ্যে যা যা থাকছে তা হলো ব্যবহারকারী বুলেট পয়েন্ট বুঝে স্বকৃয় ভাবে জিমেইল অপেন করবে। এছাড়াও স্লাইড প্রেজেন্টোশনেরর জন্য এআই ইমেজারি, অডিও এবং ভিডিও তৈরি করার মত সুবিধা থাকছে।
ভার্জ তার সংবাদ মাধ্যমে জানিয়েছে যে গুগল তাদের কৃতিম বুদ্ধিমত্তার যুদ্ধ প্রতিযোগীতায় অংশগ্রহন করতে মুলত এই আয়োজন করেছে। তবে এই প্রযুক্তির সব গুলো টুলস টেস্টার বা জনসাধারনের জন্য উন্মুক্ত করা হবে তা ভালো ভাবে জানা যায়নি।তবে বছর শেষ নাগাদে সব গুলো পাওয়া যাবে বলে ধারনা করা যায়।
ভার্জ তার সংবাদ মাধ্যমে আরো জানায় যে,অন্যান্য সিস্টেমের তুলনাই, রাইটিং এবং ব্রেইনস্ট্রমিং দুটি ফিচার সব থেকে ভালো কার্যকর হবে বলে যানিয়েছেন। গুগল তার ফংশন কে প্রেস রিলিজের ক্ষেত্রে ব্যবহার করবে এবং বুলেট পয়েন্ট দিলেই ড্রাফ্ট তৈরি করে দিবে। ব্যবহার কারিদের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বুলেট পয়েন্ট এবং অনেক বড় চেইন মেইলকে সংক্ষেপ করে কাজে লাগানোর ডেম দিয়েছে বলে জানা গেছে।
অতএব প্রতিষ্ঠান এআই নিয়ে কাজ করছে এবং ব্যবহার কারিদের সুবিধার জন্য অনেক ফিচার নিয়ে আসছে গুগল। নিউজটি কাদের কাছে ভালো লেগেছে শুধু মাত্র তারাই কমেন্ট করুন।
আরো পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩
আপনাদের জন্য একটি বোনাস নিউজ
এবার চলুন মটোরোলা ফোন নিয়ে বিস্তারিত আলো চনা করা যাক
মটোরোলা নিয়ে আসছে বড় ডিসপ্লের ফোল্ডোবল ফোন
স্মার্টফোনের যুগে এসে মটোরোলা ব্রান্ড চেনে না এমন মানুষ খুবই কম আছে। মটোরোলা সাধারনত ফ্লাগশিপ ফোন তৈরি করে, এবং তাদের ফোন গুলো খুবি ভালো হয়ে থাকে। বিশ্ব বাজারে মটোরোলা নিয়ে তাদের ব্রান্ডের সব থেকে দামি ফোন এবং যেটি ফোল্ডেবল বড় ডিসপ্লের ফোন। ফোনটিতে যা যা ফিচার এবং সুবিধা থাকছে তা নিচে আলোচনা করা হলো।

মটোরোলা তাদের এই ফোনটির নাম দিয়েছে ‘ফোল্ডিং রেজার’ এই ফোনটির ডিসপ্লে থাকছে তুলনা মূলক অনেক বড়। সে সাথে একটি সাশ্রয়ী ফোল্ডিং ফোনো আসছে বাজারে। সম্প্রতি এনগেজেট তাদের ওয়েব সাইটে একথা জানায়। সংবাদ মাধ্যমটি জানায় এর ডিসপ্লেটির সাইজ হবে ৩.৬ ইন্চি। ফোনটির রেজুলেশন হবে ১০৫৬ থেকে ১০৬৬ পর্যন্ত এবং এর রিফ্রেশরেট হবে ১৪৪ হার্জ। যেখানে থাকছে একটি কুইক একসেস প্যানেল, একটি মিনি গেইম এবং একটি ডেডি কেশন প্যানেল।
সংবাদ মাধ্যম থেকে জানা যায় ফোনটিতে ফোল্ডিং অ্যাকসান কে রো উন্নত করতে। হ্যান্ড ফ্রি রেকর্ডিং এবং ভিউয়িং করার জন্য ফোনটিকে ইচ্ছা মত ফোল্ড করা যায়। ফোল্ডের ভিতর নতুন ডিজাইন আনতে গিয়ে এটিই সব থেকে পাতলা মোবাইল দাবি করেছে মটোরোলা । ফোনটির ভিতরের ডিসপ্লের সাইস হলো ৬.৯ দশমিক এবং আগের ফোনটি ছিল ৬.৭ ইন্চি এবং অডিও তে যোগ করা হয়েছে ডব্লিও বি এটমোচ।
প্রসেসর ও স্টোরেজ

ফোনটিতে প্রসেসর হিসাবে আগের ফোনের মতই স্নাপড্রাগন ৮+ জেন ওয়ান চিপটি ব্যবহার করা হয়েছে। এটি একটি শক্তিশালি প্রসেসর। এই ফোনে RAM হিসাবে আছে ৮ জিবি এবং ROM ২৫৬ হওয়ার সম্ভাবনা বেশি।
ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি
ফোনটির ক্যামেরা সিস্টেমে আছে ১২ মেগাপিক্নেলের দুইটি অটো ফোকাস এবং আল্ট্রা ওয়াডের জন্য আছে ১৩ মেগাপিক্সেলে একটি সেন্সর। এছাড়াও ব্যাক্তি ফ্রন্ট ক্যামেরার জন্য আছে ৩২ মেগাপক্সেল এর একটি সেন্সর। যা দিয়ে অসাধারণ ছবি উঠে।
ব্যাটারি
ফোনটিকে ব্যটারি হিসেবে থাকছে ৩ হাজার ৮০০ Amh এর নন- রিমোভেবল লিথিয়াম ব্যাটারি। যা থেকে আপরি মোটা মোটি ভাল চার্জিং ব্যাকআপ পাবেন। ফোনটিকে চার্জ করার জন্য ৩০ ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে যেটি আপনার বক্সের সাথে পেয়ে যাবেন।
ফোনটির ফিচার সমূহ

ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিংগাররপ্রিন্ট সেন্সর রয়েছে।এবং এন্ড্রয়েড সিসটেম ১৩ রানিং করবে। ফিচার হিসেবে ফোনটিকে সব দিকে ফোল্ড করা যাই।
ফোনটির বাজার মূল্য
ফোনের ফিচার থেকে বোঝা যাচ্ছে যে ফ্রাগশিপ একটা ফোন। ধারনা করা যায় যে ১০০০$ ডলারের মত দাম হতে পারে ফোনটির। যা বাংলাদেশি টাকাই ১ লক্ষ টাকার বেশি হবে।
সুতরাং এই ফোনটির হতে যাচ্ছে ফ্লাগশিপ কিলার। ফোনটি অনেক স্মার্ট লুকের ফোনটির বডি মেটাল প্লাসটিকের। ফোনটি দারুন দেখতে।বর্তমানের এই প্রযুক্তির জগতে অন্যান্য কম্পানি গুলো তাদের স্মার্টফোন বাজারে একের পর এক লন্চ করেই যাচ্ছে। কিন্ত্র মটোরোলার তেমন অহরহ ফোন পাওয়া যায়না। তাই মটোরোলা এই ফোনটি বাজারে নিয়ে আসছে বাজার কাপানোর জন্য।
আপরার যারা নিউজ টি দেখেছের তারা সবাই কেমন্ট করুন এবং পরবর্তিতে কি বিষয়ে নিউজ লিখব তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুন : শাওমি নিয়ে আসলো Xiaomi Redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।