এবার BMW কিনতে পারবেন আপনিও, নতুন BMW X1 লঞ্চ হলো ভারতে।

মানুষ স্বপ্ন দেখে কিন্তু সেটা পূর্ন করার সামর্থ সবার হয়না। স্বন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বন সেটাই যেটা আমাদের ঘুমাতে দেইনা। এমন কোনো মানুষ নেই যাদের একটা ভালো গাড়ি কেনার স্বপ্ন নেই। সবারই ইচ্ছা হয় তারা একদিন একটা দামি গাড়ি কিনবে। মানুষের এই চাহিদা কে পুরন করতে এবার BMW নিয়ে তাদের  BMW X1।সম্প্রতি ভারতে BMW  X1 গাড়িটি লঞ্চ করেছে BMW কোম্পানি একদম অল্প টাকাই। এখন যে কেও চাইলে এই গাড়িটি কিনতে পারবেন।

তাহলে আর দেরি না করে চলুন BMW X1 গাড়িটিতে কি কি থাকছে, দাম কত সব কিছু বিস্তারিত নিয়ে আজকের আলোচনা। 

আরও পড়ুন : ২০২৩ সালে বাজেটের মধ্যে সেরা ৫ টি Private car এখনি দেখে নিন

BMW X1

এবার BMW কিনতে পারবেন আপনিও, নতুন BMW X1 লঞ্চ হলো ভারতে।

এই লাক্সারি গাড়ি তৈরি কোম্পানি তাদের নতুন গাড়ি BMW X1 ব্যাঙ্গালুরুতে একটি ফেসটিবলে লঞ্চ করা হয়। আগের গাড়ি গুলোর মতোই এতেও প্রট্রোল একং ডিজেল দুটোরই ইঞ্জিন ধরে রাখা হয়েছে। এবং চার চাকাই ড্রাইভট্রেন বন্ধ করা হয়েছে। 

এই গাড়িটির মূল্য রাখা হয়েছে ৪৫ লাখ ৫০ হাজার টাকা। গাড়িটির ডেলিভারি শুরু হবে মার্চের দিকে। আপনি গাড়িটি ৫০,০০০ টাকার টোকেন দিয়ে বুকিং করে রাখতে পারেন।

গাড়িটির বাইরের এবং ভেতরের লুক

BMW X1 গাড়িটির দৈর্ঘ এবং প্রস্থ যথাক্রমে ৫৩ এমএম ও ২৪ এমএম।গাড়িটির উচ্চতা হলো ৪৪ এমএম এবং হুইল বেসে ২২ এমএম পূর্ব সারীর চেয়ে লম্বা।আগের মডেলের তুলনায় X1 এর ডিজাইনে বেশ কিছু লক্ষনীয় পরিবর্তন এসেছে।এটির বাম্পারে রয়েছে ব্রাশ করা সিলভার ইনসার্টের সঙ্গে একটু সামনা্য বড় গ্রিল। যার কারণে গাড়িটিতে পাবেন মসৃণ হেডল্যাম্প সহ নতুন এবং উল্টানো L আকৃতির ডে টাইম রানিং ল্যাম্প।

এই SUV এর বাইরের দিকে আছে মসৃণ পৃষ্ঠ এবং ফ্লাশ ডোর হ্যান্ডেল। গাড়িটির পেছনে রয়েছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল,স্লীম র‍্যাপার অ্যাউন্ড এলইডি টেল স্ট্যাম্প। এম স্পোর্ট ভ্যারিয়েন্টর পিছনে ও সামনে বাম্পারগুলো এক রকম স্পোর্টিয়ার ডিজাইন দেওয়া হয়েছে। 

Automobile news: নতুন X1 এর ভেতরের দিকে নজর দিলে দেখা যাবে যে এতে নতুন একটি বড় কার্ভড ইনফোটেইনমেন্ট ডিসপ্লে দেয়া আছে। যা সম্প্রতি x7,7 ও 3 সিরিজের গ্রান লিমুজিনের মতো অন্যান্য গাড়িতেও দেখা যায়। পাশাপাশি ড্যাসবোর্ডে নতুন স্টোরেজ সহ কিছু ফিজিকাল সুইচ সহ ফ্লোটিং সেন্টার কনসোল ও দেওয়া হয়েছে। ভিন্ন ডিজানের কারণে এসি ডেন্ট গুলি অনেক সুন্দর দেখায়। পেছনের সিট গুলিতে অনেক জায়গা পাওয়া যায়। ৪৭৬ লিটারের একটি বড় বুট স্পেস ও পাওয়া যায়।

আরও পড়ুন : নতুন Karizma থেকে Xoom 125, বাজারে ঝড় তুলতে শীঘ্র্রয় আসছে Hero এর এই 5 বাইক স্কুটার

BMW X1 : এটা কি পাওয়ারট্রেন গাড়ি।

এবার BMW কিনতে পারবেন আপনিও, নতুন BMW X1 লঞ্চ হলো ভারতে।

নতুন BMW X1 একটি ১.৫ লিটার  তিন-সিলিন্ডার পেট্রোল (sDrive 18i) ও ২.০- লিটার চার সিলিন্ডার ডিজেল (sDrive 18d) ইন্জিন বিকল্পগুলির সাথে অফার করা হয়েছে।  যা যথাক্রমে 136 hp ও    230 nm  ও   150hp ও 360 nm শক্তি যোগাতে পারে। উভয় ইন্জিন একটি  7-স্পিড ডুয়াল ক্লাচ স্বয়ংক্রিয় গিয়ার বক্সের সাথে মিলিত যা কেবল সামনের চাকা কে চালনা করতে সক্ষম। 

বিএম ডব্লিউ কোম্পানি দাবি করছে এই গাড়ির পেট্রল সংস্করণ ৯.২ সেকেন্ডে ০-১০০ কিলো মিটার ও ডিজেল সংস্করণে ৮.৯ সেকেন্ডে একই গতি অর্জন করতে সক্ষম। 

যেখানে পেট্রোলে ১৬.৩ ও ডিজেলে ২০.৩৭ কিলো মিটার মাইলেজ পাওয়া যাবে। 

 নতুন BMW X1 এর বৈশিষ্ঠ

এই গাড়িটি সম্পর্কে কথা বলতে গেলেই এতে থাকছে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার। ১০.৭০ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রীন। ১২ স্পিকার হারমন কার্ডন সাউন্ড সিস্টেম। অয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সংযুক্ত প্রযুক্তি ADAS অটো এলইডি। হেডলাইট সয়ংক্রিয় টেলগেট অপারেশন ও পার্কিং সুবিধার মতো উন্নত মানের বৈশিষ্ট্য। এম স্পোর্ট সংস্করনে সামনের আসনে রয়েছে একটি ম্যাসেজ ফাংশন।

BMW X1 কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে?

নতুন BMW X1 বর্তমান ভারতের বাজারে Mercedes – Benz GLA ও নতুন আসা Audi Q3 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Audi Q3 একটি ২ লিটার টার্বো পেট্রোল ইন্জিন যা 190ps/320 nm আউটপুট দেয়। এই ইন্জিন টি হলো একটি ৭-স্পিড ডিসিটি এর সাথে মিলিত এবং অডির কোয়াট্রো অল হুইলকে কোয়ার্টোকে ড্রাইভ স্ট্যান্ডার্ড হিসাবে পাই। এই গাড়িটির মার্কেট মুল্য 44.89 লক্ষ টাকা।

অতএব BMW গাড়ির প্রতি মানুষের যে চাহিদা তা দিন দিন বেড়েই চলেছে। আমরা জানি যে BMW হয়তো বাংলাদেশে কম আছে, অথচ নিউজ রিপোর্টে জানা গেছে যে বর্তমানে পুরো এশিয়া মহাদেশে এবং ঐশেনিয়া অঞ্চল জুড়ে  BMW বিক্রির তালিকায় বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে।বাংলাদেশে এক্সিকিউটিভ মোটরস প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ৬০ টি গাড়ি বিক্রি করেছে যার এক একটির দাম আড়াই কোটি টাকার উপরে। BMW গাড়ি নির্মান করে জার্মানির একটি প্রতিষ্ঠান যার নাম BMW।

সুতরাং আপনারা যারা স্বপ্ন দেখছেন যে একটি কম বাজেটে একটি BMW কিনবেন তাদের জন্য BMW মূলত এই কম বাজেটে গাড়িটি নিয়ে এসেছে BMW এর গাড়ি হিসাবে দাম খুব সিমীত, ৪৫লাখ ৫০ হাজার টাকা। অনেকেই অনলাই ঘাটাঘাটি করে সঠিক তথ্য পান না। তারা আমাদের ফলো করে রাখতে পারেন নতুন নতুন টেক রিলেটেড সকল পোস্ট এখানে পেয়ে যাবেন। আর আপনারা কোন  বিষয়ে বিস্তারিত জানতে চান আমাদের কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সেই বিষয়ে আরটিকেল লেখার চেষ্টা করবো

শেষ কথা 

আমাদের পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের  অসংক্ষ ধন্যবাদ এবং আমাদের পোস্ট টি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন পাসে থাকুন।

আরও পড়ুন : দ্বিগুন শক্তিশালী ইঞ্জিন নিয়ে Hunter 350 বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট!

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment