গরম কাল আসাতেই বেড়েছে AC এর চাহিদা। যাদের আগে থেকেই এসি আছে তারাতো ইতিমধ্যই ধুলা ঝেড়ে রিমোট বের করে ফেলেছেন। দিন দিন এত পরিমানে গরম পড়ছে যে দৈনন্দিন জিবনে এসি এর প্রয়োজন বাধ্যতা মূলক হয়ে গেছে। যেই পরিমানে গরম পড়ছে তাতে আর কিছুদিন পর ঘরে থাকা মুশকিল হয়ে উঠবে। আপনি চাইলেও শান্তিতো একটু ঘুমাতে পারবেন না। যাদের আগে থেকেই এসি ছিলো তারা তো সব কিছু ঠিকঠাক করে চালাতে শুরু করে দিয়েছেন।
তবে যারা এখোনো এসি কিনতে পারেননি কিন্তু এসি কিনতে চাচ্ছেন বা পরিকল্পনা করছেন তারা কিন্তু অনলাইনে অনেকক ঘাটাঘাটি করেছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। ভাবছেন কোন এসি কিনলে ভালো ঠান্ডা হবে আবার ভাবছেন কোনটাতে কম বিদ্যুৎ খরচ হবে তাদের এই দুঃচিন্তার অবশান ঘটাতে আমাদের আজকের আলোচনা। এসি কেনার আগে যে সকল বিষয় মাথায় রাখতে হবে তা হলো,আপনি কেমন রুমে এসি লাগাবেন ছোটো নাকি বড়ো, অবশ্যই বড় রুম হলে বড় এসি লাগবে এবং ছোট রুম হলে ছোট এসি লাগবে।

ঘরের কত তলায় থাকেন উপর নাকি নিচ? রোদের তাপমাত্রা কেমন সব কিছু জানতে হবে। এছাড়াও স্পেশিফিকেশন তো আছেই। ঘরের উপর নির্ভর করে করে এসি কিনতে হবে। আবার স্পিলিট এসি কিনলে বেসি সুবধি দেখতে সুন্দর এবং কাজেও ভালো হ্যান্ডি। বাজারে স্পিলিট এসির অনেক রকম সেরা সেরা মডেল পাবেন কিন্তু কতটা ভালো পাবেন সেটা আপনারা যাচায় বাচায় করে নিবেন।চলুন আজকে বাজারের সেরা ৫ টি এসি সম্পর্কে আলোচনা করব।
আরও পড়ুন : ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC,খরচ হবে অর্ধেক
১. LG ১.৫ টন ৫ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এআই AC

বর্তমানে ইলেক্ট্রনিক্সের জগতে LG একটি নামি দামি কোম্পানি। কোম্পানিটি এসি তৈরির দিক থেকেও অনেক বিখ্যাত। LG কোম্পানির এই ইনভার্টার স্প্লিট এসিটিতে আছে ভ্যারিয়েবল স্পিড কমপ্রেসার যেটা হিটিং এবং পাওয়ার সম্পূর্ন করতে পারে। মিডিয়াম রুমের জন্য ১.৫ টনের এই এসি খুব ভালো কাজে দিবে।
৫স্টার রেটিং আছে এই এসিতে এছাড়াও থাকছে কেনার পর থেকে ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এবং ১ বছরের ফুল এসির ওয়ারেন্ট।ওষান ব্ল্যাক ফিনের সাথে অ্যান্টি করোসিভ এর সুবিধা আছে ফলে এসিতে ধুলা বালি জমা হলেও ক্ষয় হবেনা বা এসির কোনো ক্ষতি হবেনা। এসিটিতে স্মার্ট সিস্টেম রয়েছে যার মাধ্যমে এসিটিকে খুব ভালো ভাবেই কন্টোল করা যায়।
২. প্যানাসোনিক ১.৫ টন ৫ স্টার ওয়াইফাই টুইন কুল ইনভার্টার AC

আপনারা কম বেশি সবাই প্রায় প্যানাসোনিক কোম্পানির কথা শুনেছেন, আর প্যানাসোনিক এর সকল ইলেক্ট্রিক্সের যাবতীয় জিনিস পাত্র সব কিছুই অনেক ভালোমানের। প্যানাসোনিক এর এই এসিটির খুব চাহিদা রয়েছে। এই এসিটিকে খুবই কম শব্দ হয়। ফিচার,হিসাবে রয়েছে ভয়েস কন্ট্রল এবং এলেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এর মত অনেক সুন্দর ফিচার। এছাড়াও এসিতে আছে অনেক ধরনের কুলিং মুড যে মুড গুলো ব্যবহার করে ব্যবহার কারি তার চাহিদা অনুযায়ী রুম কে ঠান্ডা করতে পারবে। এছাড়াও স্মার্ট ডায়গনসিস, শিল্ড বল অ্যান্টি করোসিওন প্রযুক্তি আছে। এছাড়ও স্মার্ট ডিসপ্লে এবং বিভিন্ন ফিচার সমূহ।
৩. গোদরেজ ১.৫ টন ৫ স্টার ইন্ভার্টার স্পিলিট AC

আপনার বাজেট যদি মোটামুটি হয় তাহলে আপনি গোদরেজেরর এই এসিটি দেখতে পারেন। কারন এই এসিটি চাইলে ৪০ % স্পিডেও যেমন চলবে ১১০% স্পিডেও একি রকম চালানো যায়।যার ফলে আপনার অনেক বিদ্যুৎ খরচ অনেক সাশ্রয়ী হবে। এই এসিটিতে আই সেন্স টেকনোলজি আছে যা আপনার পরিবেশের বা রুমের আসে পাসের পরিবেশ তাপমাত্রা কে ডিটেক্ট করে ঘরকে ঠান্ডা করে। এছাড়াও রয়েছে এ্যান্টি মাইক্রোবায়াল সেল্ফ ক্লিন প্রক্রিয়্ আছে। এই এসিতে ঘরকে কম বেশি ইচ্ছা অনুযায়ী ঠান্ডা করে। এই এসিটিতে অনেক ফিচার রয়েছে।
আরও পড়ুন : দ্বিগুন শক্তিশালী ইঞ্জিন নিয়ে Hunter 350 বাইকের কাছে পাত্তা পাচ্ছে না বুলেট!
৪. ভোল্টাস ১.৫ টন ৩ স্টার স্পিলিট ইনভার্টান AC

১.৫ টন ক্যাপাসিটির এই এসিটির ক্ষেত্রে অনেক ভাল সুযোগ হতে পারে ভোল্টাসের এই স্প্লিট এসি। মাঝারি সাইজের রুমের জন্য এই এসিটি অনেক কর্যকারি। উপরের অন্য এসি গুলোর মতোও এটাতে এনার্জি এফিশিয়েন্ট রয়েছে যার ফলে বিদ্যুৎ সাশ্রয়ী হয়। আপনার রুমে যদি অতিরুক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে, কিন্তু এই এসিটি একদম পার্ফেক্ট ভাবে ঘরকে ঠান্ডা করা সক্ষম এই এসির ফিচার আছে অনেক গুলো যেমন অটোমেটিক্যালি টেম্পারেচার কন্ট্রোল প্রযুক্তি এবং হাই অ্যাম্বিয়েন্ট কুলিং, মাল্টি স্টেস ফিল্টারেশন ইত্যাদি নানা রকম ফিচার রয়েছে।
৫. Samsung এর ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট AC

স্যামসাং বলতেই আমরা বুঝি একটা ব্যান্ডের স্যামসাং এর যত টেকনোলজি আছে সব কিছুই অনেক ভালোমানের হয়ে থাকে। অতএব স্যামসাং এর এই এসিটি একটি দুর্দান্ত চয়েজ। এই এসিটিতে আছে ফাস্ট কুলিং সিস্টেম। আরো রয়েছে অধিক বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য ভ্যারিয়েবল টোনেজ প্রযুক্তি।
এই প্রযুক্তির দ্বার আপনার রুম ঠান্ডা হবে অনেক দ্রুত এবং ঘরের কোণাই কোণাই পৌছে যাবে এসির বাতাশ। এসিটি যেকোনো পরিবেশে লংলাস্টিং পার্ফমেন্স দেবে।এই এসিটতে ফিচার হিসেবে আছে, অটো মোড, পাওয়ার মোড, স্লিপিং মোডের মত আরো অনেক মোড, যেগুলো আপরি অনায়াসে কন্ট্রল করতে পারবেন।
সংক্ষেপন
অতএব আপনারা যারা বাজেটের মধ্য সেরা ব্রান্ডের এসি কিনতে চার তারা এই পাচটি AC দেখতে পারেন বর্তমান সময়ের সেরা ৫টি এসি। এই এসি গুলো আপনার ঘরকে ঠান্ডা রাখবে আপনার চাহিদা অনুযায়ী। সব কিছু একদম অটো কন্ট্রল হবে।
আমাদের এই পোস্টি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ।
আরও পড়ুন : মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা