Benco S1 Review । মাত্র ১২ হাজার টাকার স্মার্টফোনে কত কিছু

বর্তোমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিশ্বের আবিসষ্কার কে ভাল বাসতে হবে।কারন বিশ্বে প্রাই প্রতিটা গিল্ড একজন আরাকজনের জন্য দোয়া কামন করে। এভাবেই বেনকো ফোনের অভিযাত্রা শুরু হয় সুতরাং  Benco একটি দ্রুত বর্ধনশীল  মোবাইল ফোন ব্রান্ড। Benco এর নতুন ফোন Benco S1 লঞ্চ করে।ব্যবহারকারিতা বহুমুখিতা এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে Benco s1 স্মার্টফোর ব্যবহার কারীদের জন্য অনেক চমক নিয়ে এসেছে। এপোস্টে Benco s1 এর সকল ফিচার এবং বিস্তারিত বর্ননা করবো।

আরও পড়ুন |: অবশেষে বাজারে আসছে iPhone 15, জেনে নিন রিলিজের তারিখ ও মূল্য

ওভার ভিউ

 Benco s1 এর বডি খুবি পাতলা এবং হালকা বাকা স্ক্রিন রয়েছে।এক হাতে একদম পার্ফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটির পেছনে ৪৮ মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা ২মেগাপিক্সেল এর ম্যাক্র লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড সেন্ছর ব্যবহার করা হয়ে। যার ফলে ফোনটির লুক অনেক সুন্দর দেখা যায়।নিচে আছে type-C port এবং স্পিকার রয়েছে। এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, হালকা সবুজ এবং কালো কালার।

Benco s1 এর বাজার মূল্য ফ্রেন্ডলি বাজেটের মধ্য।বাজেট হিসাবে ফোনটি একদম সেরা। এই বাজেটের ভিতরে এত কিছু অন্য কোনো ফোন অফার করেনা। এক কথাই চমকে দেওয়ার মত দাম এই ফোনের। এই ফোনে পাচ্ছে ভালো ব্যাটারি সুবিধা,ভালো ক্যামেরার সুবিধা।বলা যায় অসম্ভব সুবিধা দিয়ে এই ফোনটি তৈরি করা হয়েছে। 

বিল্ড কোয়ালিটি

ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাসটিক এর পলি কার্বনেট বডি। ফোনটির ওজন ২০৪ গ্রাম। থিকনেস ৮.৫এম এম।বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ফোনটি অসাধারণ।ফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ভার্সন ১৩।ফোনটির বাজার মূল্য মাত্র ১২৯৯৯ টাকা মাত্র। 

ব্যাটারি

Benco s1 ফোনটিতে ব্যাটারি হিসাবে লিথিয়াম পলিকার্বনেট এর একটি ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং চার্জিং এর জন্য একটি ১৮ ওয়াটের একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিং এর সুবিধা আছে।

ডিসপ্লে

Benco s1 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ৬.৮ ইন্চির পান্চুয়াল ফুল HD+ রেজুলেশনের প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ১৬৪০ x ৭২০ এবং ২০.৫:৯.রেশিও। দাম হিসাবে ফোনটির ডিসপ্লে অনেক ভালো মানের।

স্টোরেজ

ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে একটি হলো ৪ জিবি + ৩জিবি virtual RAM এবং ১২৮ জিবি ROM আর ৬ জিবি + 5 জিবি virtual RAM এবং ১২৮ ROM।

আরও পড়ুন |: বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

প্রসেসর

বেনকো এস ১ ফোনটিতে দামের তুলনাই অনেক ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে Unisoc T606 এটি একটি অকটা কোর প্রসেসর। জিপিইউ ARM Mali-G57Mpi(650Mhz)

ক্যামেরা

ক্যামেরা হলো একটি ফোনের সব থেকে প্রয়োজনিও জিনিস। সবাই অল্প বাজেটে ভালো ক্যামেরার ফোন খোজে। Benco s1 এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা হলো প্রাইমারি ক্যামেরা হিসাবে ৪৮ মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ। এবং সেলফি ক্যামেরা হিসাবে ১৬ মেগাপিক্সেল এর একটি F2.0 এপার্চার এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এত কম দামে এত ভালো ক্যামেরার ফোন  পাওয়া অসম্ভব।

কর্মক্ষমতা

শক্তিশালি T606 অক্টাকোর প্রসেসর, এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং Benco s1 এ ufs2.2 ব্যবহারকারীদের অভিজ্ঞতা তুলে ধরা হলো। ব্যবহারকারীরা এই ফোনে গেম খেলে দেখেছে এটা খুব মসৃন ভাবে চলে।এছাড়াও ভিডিও দেখা ফাইল সেয়ার ডাউনলোড দেওয়া সব কিছু টেস্ট করে দেখেছে অনেক স্মুথ ভাবে সব কিছু রান করছে। এদিকে benco s1 এ আছে ৫০০০ এম্পিয়রের ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তাই চার্জ ফুরিয়ে যাওয়ার কোরো ভয় নেই।এবং দ্রুত চার্জ ফুল করা যায়।

নতুন ডিজাইন

Benco s1 ফোনটি ডিজাইন করা হয়েছে ৬.৮ ইন্চি মেগা এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে। ফোনটির স্কিন টু বডি রেশিও ৯১% এবং ২০.৫:৯ এর অ্যাসপেক্ট রেশিও রয়েছে।ব্যবহারকারীরা একটা নতুন মাত্রার সাথে পরিচয় হয়েছে। এই ফোনটিতে দু ধরনের আনলোক প্রসেস আছে একটি ফেস এবং আরাকটি ফিংগারপ্রিন্ট। ফিংগারপ্রিন্টের মাধ্যমে আনলোক করতে ০.১ সেকেন্ড সময় লাগে যেটি অনেক ফাস্ট। যার ফলে ব্যবহারকারীরা দ্রুত ফোনের একসেস পাই। 

Benco s1 এর সম্পর্কে আরো কিছু কথা

Benco হলো একটি স্মার্টফোন ব্রান্ড যেটি INONE কম্পানির অধীনে। INONE হলো একটি প্রযুক্তি যাদের ১০ বছরের ফোন তৈরির অভিজ্ঞতা আছে। Benco একটি শক্তিশালি কম্পানি এবং সামনের দিকে আরো ভালো ফোন নিয়ে আসবে। তারা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি সরবারহ করে। এটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা সৃষ্টি করে। তারা গ্রাহকদের বিভিন্না ধরনের গ্রাহক সুবিধা প্রদান করে। 

শেষ-কথা

পরিশেষে বলা যাই, Benco s1 ফোনটি ফিচার থেকে শুরু করে এর প্রতিটা জিনি অনেক ভালো মানের। সত্যি বলতে এই দামের ভিতরে এরাকম সেরা একটা ফোন অন্য কোনো কম্পানি দিতে পারবে না। ফোনটি সব দিক থেকে সেরা।যারা ১৫ হাজার টাকা এর কমে একটা সেরা মনের মত ফোন কিনতে চাচ্ছেন, তাদের কে বলবো এই ফোনটি নিতে। ভালো লাগলে কমেন্টট করে জানিয়ে দিন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ। আরো নতুন নতুন বিষয় জানতে সাথে থাতুন। 

আরও পড়ুন |: শাওমি নিয়ে আসলো Xiaomi Redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment