AMD নাকি Intel? ৭০,০০০ টাকায় সেরা পিসি বিল্ড।

আপনার দেখেছেন যে স্মার্টফোনে যেমন Android এবং  ios এর মধ্য জন্ম থেকে বিতর্ক। ঠিক তেমনি Intel এবং AMD এর মধ্য বিতর্কের শেষ খুজে পায় না অনেকেই। চলুন আজকে আমরা বোঝাব কোন প্রসেসরটি বেশি ভালো হবে  আপনার কাজের জন্য। দুটি প্রসেসর এর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এজন্য এক দিক থেকে এক জন এগিয়ে থাকবে।

Intel

Intel

প্রথমে আমাদেরর জানতে হবে AMD এবং Intel এর সাথে পরিচয় করা যাক। Intel এর ফুলফর্ম  integrated Electronics প্রতিষ্ঠিত ১৯৬৮ সালে। কোম্পানিটি বর্তমানে লাভের দিকক থেকে পৃথিবির সবচেয়ে বড় সেমি কন্ডাকটর এবং মাইক্র প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় সান্টা তে অবস্থিত্ব। ইন্টেলের এর একটি ভালো বৈষিষ্ঠ হলো ইন্টেলের বেশিরভাগ প্রসেসরে iGPU থাকে।

Intel সাধারনত ল্যাপটপ এর জন্য বেশি ভাল হয়ে থাকে কারন একই দামে intel এবং AMD এর ল্যাপটপের মধ্যে intel বেশি ভাল হয়। এর কারন হলো ইন্টেল এর ল্যাপটপ গুলোগুলোতে ক্লক স্পীড বেশি থাকে। যার ফলে ল্যাপটপে চার্জ দ্রুত শেষ হয়ে যায়।  intel এর ল্যাপটপ AMD এর তুলনায় ১৫% বেশি দক্ষ হয়ে থাকে।

কিন্তু ডেক্সটপ এর ক্ষেত্রে বিষয়টা সম্পর্ন আলাদা। ডেক্সটপের ক্ষেত্রে AMD এগিয়ে থাকে কারন মাদারবোর্ড এবং কম্প্যাটিবিলিটি এর দিক থেকে। ইন্টেল IGPU গ্রাফিক্স 3D মডেলিং এর জন্য intel উপযুক্ত।

AMD

AMD

প্রথমেই AMD এর ফুলফর্ম জেনে নেওয়া যাক Advanced Micro Devices। এটিও একটি অ্যমেরিকান প্রসেসর, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এটি ক্যালিফর্নিয়ার রাজ্যের সিলিকন ভ্যালিতে অবস্থিত। একই দামের মধ্যে AMD এর প্রসেসর গুলো intel এর।তুলনায় বেশি দক্ষ হয়ে থাকে। এবং এটি বিদ্যুৎ সাশ্রয়ী।

যেহেতু পিসি তে বিদ্যুৎ সাশ্রয় এর প্রয়োজন হয়না এজন্য পিসির জন্য AMD এর প্রসেসর ভাল পারফর্ম করে।আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে AMD এর কোন সিরিজের কোন প্রসেসর টি আপনার জন্য বেশি ভাল হবে। গেমিং এর জন্য AMD APU প্রসেসর গুলো ব্যবহার করতে পারেন অথবা ভারি কাজ করার জন্য AMD RYZEN 7 and 9 ইত্যাদি ব্যবহার করুন। 

এবার চলুন ৭০ হাজার টাকার মধ্যে সেরা পিসি বিল্ড করতে কি কি প্রয়োজন হবে দেখে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

আরও পড়ুন : আকর্ষণীয় মুল্যে গেমিং ফোন এলো বাজারে – POCO F5 Pro 5G

AMD দিয়ে  ৭০-৭৫ হাজার টাকা পিসি বিল্ড

AMD নাকি Intel? ৭০,০০০ টাকায় সেরা পিসি বিল্ড।

বর্তমানে GTx ১৬০০  সুপার এর দাম অনেক কমেছে। আগে দাম ছিল ৪৫-৫০ হাজারের কাছাকাছি এখন এক লাফে দাম কমে হয়েছে ২৫-৩০ হাজারের মত। যদি AMD এর Ryzen 5 5500 দিয়ে যদি GTX 1600  super এবং সাথে ১৬ জিবি র‍্যাম ও সাথে আর যা যা লাগে সেগুলো একটা পিসি বির্ড করা যায় তাহলে ৭০ হাজার টাকার মধ্যে  গ্রভিক্স ডিজাইন ভিডিও এডিটিং আল্ট্রা গেমিং সেটিংস এ গেম খেলতে পারবে ভালভাবেই।

এখানে প্রসেসর Ryzen 5 5500 এর দাম ১৩৫০০ টাকা। মাদারবোর্ড Gigabyte B450M DS3H V2 (৭৩০০) টাকা। RAM ১৬ জিবি ADATA XPG GAMAING D20 X2 (৭৩০০)টাকা। জিপিইউ zotac Geforece GTX 1600 super (৩০০০০) টাকা।Hard Drive & SSD – Apacer AS350 SATA3  ১ টিবি (২০০০) টাকা এবং Seagate 7200 RPM HDD (৩৮০০)টাকা। পাওয়ার সাপলাই Antec CSK 550 W PSU (৪৪০০) টাকা। ক্যাসিং Antec NX290 (৩০০০) টাকা। সর্বমোর্ট ৭১৩০০ টাকা। 

Intel দিয়ে ৭০-৭৫ হাজার টাকায় পিসি বিল্ড

AMD নাকি Intel? ৭০,০০০ টাকায় সেরা পিসি বিল্ড।

যারা ৭০-৭৫ হাজার টাকায় পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা এবং GPU ছাড়া বানাতে চাচ্ছেন তাদের জন্য এই বাজেট অনুযায়ী পিসি বিল্ড দেখানো হলো।প্রথমে SSD 256GB এর টাকা যদি আরও ভালো মাদারবোর্ড নিতে মেক্ষেত্রে আলাদা ব্যাপার আপনার ইচ্ছা। আর যদি পারেন লাগিয়ে নিবেন। ভালো মাদার বোর্ড নিতে চাইলে এগুলো দেখতে পারেন  MSI MAG B660M MORTAR, ASUS TUF GAMING B660 PLUS এসব ধরনের মাদার্বোর্ড আছে যেগুলো অনেক হাই লেভেল এর হয়ে থাকে।

সুতরাং মাদার্বোর্ড Asus Tuf gaming B660m-E D4 (১৭০০০) টাকা।RAM – Patriot viper RGB 3200Mhz x2 ( ৮০০০) টাকা।হার্ডডিস্ক Netac N600s 512GB SATA3 SSD (৫০০০) টাকা এবং ১টিবি সিগেট ৭২০০ RPM HDD (৩৮০০) টাকা। পাওয়ার সাপ্লায়- Antec CSK 650 W PSU (৫৪০০) টাকা।ক্যাসিং Deepcool Matrexx 50 ADD-RGB 4F(৫৫০০)টাকা। সব মিলিয়ে ৭৫৭০০ টাকা। এই বাজেটে এই পিসিটিও সেরা হবে। কিন্তু পরবর্তিতে গ্রাফিক্সক কার্ড লাগিয়ে নিতে হবে। 

অতএব আপনারা দেখতেি পাচ্ছেন যে ৭০ হাজার টাকা বাজেট কোন পিসিটি বেশি ভাল হবে। দুিটি কম্বিনেশনের মধ্য আপনি ডিসাইড করবেন কোনটা বেশি ভালো হবে। তবে আপনার যদি ল্যাপটপ নিতে চান তাহলে intel এর প্রসেসর দেখে ভালো ল্যাপটপ নিতে পারেন, কিন্তু যদি পিসি বিল্ড করতে চান তাহলে আপনি AMDএর ভালো প্রসেসর নিতে পারেন with graphics তাহলে আপনার আপতোত কোনো গ্রাফিক্স কার্ড না লাগলেও চলবে। 

একটি পিসি বিল্ড করার আগে অবশ্যই আপনার মাথাই রাখতে হবে যে আপনি পিসি টি ঠিক কি কাজে লাগানোর জন্য বানাতে চাচ্ছেন। কারণ না বুঝে একটি পিসি বানিয়ে নিলে পরবর্তিতে আপনার প্রয়োজনিয় কাজটি ঠিক ভাবে করতে পারবেন না। কিন্তু আপনি যদি বুঝে শুনে আপনি যে কাজ করবেন তার ডিটেইলস অনুযায়ী একটি পিসি বিল্ড করেন তাহলে আপনার জন্যই সুবিধা। আপনি খুবই ভালো ভাবে পিসিরটি রান করতে পারবেন। 

শেষ কথা

অবশেষে বলা যায় যে কেও যদি ৭০ হাজার টাকার মধ্যে একটি ভাল পিসি নির্মান করতে চান তাহলে আমাদের পোস্টে উল্লেক্ষিত বিষয়ের উপর নজর দিয়ে বুঝে তারপর তৈরি করুন। আমাদের পোস্ট টি ভাল লাগরে কমেন্ট করুন ধন্যবাদ।

আরও পড়ুন : স্মার্টফোন নাকি মেকআপ বক্স? Oppo Find N2 Flip রিভিউ।

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment