বর্তমান সময়ে বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি কিন্তু বাজারে যতো দামি ফোনই লঞ্চ হোক না কেন, দেশের হাজার হাজার মানুষ সামর্থের কারনে ১০ হাজার টাকার কম বাজেটে ফোন কিনতে চায়। অর্থাৎ এন্ট্রি লেভেল বাজেটের ফোন গুলো অনেকেই কিনতে পছন্দ করে। বাংলাদেশ এবং ভারতের মানুষ গুলো সাধারনত এই সব ফোন ব্যবহার করতে চায়, তাছাড়া সবার তো দামি ফোন কেনাও সম্ভব হয়না। এখন Samsung এবং Xiaomi Redmi এর ফোন গুলো এই বাজেটে সবাই কিনতে বেশি পছন্দ করে, কারন এ বাজেটে একমাত্র শাওমি এবং স্যামসাং কোম্পানিই ভালো ফোন দিয়ে থাকে।
এই সময়ে দাড়িয়ে আপনি যদি ১০ হাজার টাকা এর কমে একটি ভালো স্মার্ট ফোন কিনতে চান তাহলে Amazon India দিচ্ছে বিশাল অফার যে অফার হয়তো আপনার স্মার্ট ফোনটি কিনতে অনেক সাহায্য করতে পারে। আপনারা কম বেশি সবাই জানে যে এখন আর মানুষ দোকানে গিয়ে ওভাবে তেমন কিছু কেনেন না, সবাই অনলাইনে শপিং করে এই অনলাইনে প্রতি সাপ্তাহে একটা আলাদা অফার দেওয়া হয়,যেটা Amazon ও দিয়ে থাকে এজন্য Samsung এবং Redmi থেকে এবার ১০ হাজারের ও কম মূল্যে স্মার্ট ফোন দিচ্ছে Amazon India যে অফার ব্যবহার করে স্মার্টফোন কিনতে পারবেন একদম সস্তায়। এমতাবস্থায় আপনি যদি একটি ফোন কিনতে চান তাহলে কোন ফোন গুলি সেরা হবে তা নিয়ে আজকে আলোচনা করবো
আরও পড়ুন : Xiaomi 13 Ultra এবার বিশ্ব বাজারে ঝড় তুলতে হাজির, Leica ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর, কি নেই এই ফোন টিতে
১. Redmi A2

শাওমির রেডমি সিরিজের এই এন্ট্রি লেভেলের বাজেটের ফোনটির দাম। এই ফোনটির মূল্য দেওয়া আছে ৮৯৯৯ টাকা কিন্তু অ্যামাজনের অফার মূল্যে এই ফোনটি পাবেন ৩০% ছাড়ে আর্থাৎ ৬২৯৯ টাকাই এই ফোনটি পেয়ে যাবেন। আবার কুপন ব্যবহার করলে ফোনটিতে আরো ৩০০ টাকা ছাড় পাবেন।
Redmi A2 এর ফুল স্পেসিফিকেশন
বডি- ফোনটির সাইজ 164.9×76.8×9.1mm ওজন ১৯২ গ্রাম ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে।
ডিসপ্লে- ফোনটিকে একটি IPS LCD ক্যাপাসিটিভ টাসস্ক্রিন ব্যাবহার করা হয়েছে। ডিসপ্লে এর সাইজ ৬.৫২ ইঞ্চি ৮১.০% স্ক্রিন টু বডি রেশিও। ৭২০x১৬০০ পিক্সেল ২০:৯ রেশিও। ২৬৯ পিপিআই ডেনসিটি।
প্লাটফর্ম- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে আছে এন্ড্রয়েড ভার্সন ১২ এর সুবিধা। প্রসেসর হিসাবে Mediatek Helio G36 (12nm)। এটি একটি ওক্টাকোর প্রসেসর। জিপিইউ PowerVR GE8320।
মেমরি- এক্সট্রা মেমরির সুযোগ আছে। ইন্টারনেল মেমরি ৩২ জিবি র্যাম ২/৩ জিবি ভ্যারিয়েন্ট।
ক্যামেরা- রেডমির এই ফোনটিতে ক্যামেরা হিনাবে আছে ৮ মেগাপিক্সেল এর F/2.0 এপার্চার এর একটি প্রাইমারি সেন্সর। ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা হিসাবে আছে ৫ মেগাপিক্সেল একটি ক্যামেরা।ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০@৩০ এফপিএস এ।
ব্যাটারি – এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে নন-রিমোভেবল লিথিয়াম পলিমার ৫০০০ এম্পিয়র এর সেল। যেটা চার্জ করার জন্য ১০ ওয়াটের একটি চার্জার আছে।
আরও পড়ুন : সবচেয়ে বেশি ছাড়, এখন One Plus-এর এই G5 ফোন কিনলে ২৫০০০ টাকারও বেশি সাশ্রয় হবে
২. Samsung Galaxy M04

এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১১৯৯৯ টাকা, কিন্তু অফার মূল্যে ফোনটি অ্যামাজন থেকে কিনলে ৩০% ডিসকাউন্টে ফোনটি ৮৪৯৯ টাকায় কেনা যাবে। আবার ব্যাংক অফার কাজে লাগিয়ে আপনি আরও ৬৪০ টাকা কমে ফোনটি কিনতে পারবেন।
স্যামসাং এর এই ফোনটির স্পেসিফিকেশন
বডি- 164.2×76.9×9.1mm ওজন ১৮৮ গ্রাম ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে।বডি গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক।
ডিসপ্লে- ডিসপ্লে হিসাবে আছে PLS LCD প্যানেল। ডিসপ্লে এর সাইজ ৬.৫ ইঞ্চি ৮১.৮% স্ক্রিন টু বডি রেশিও। ৭২০x১৬০০ পিক্সেল ২০:৯ রেশিও। ২৭০ পিপিআই ডেনসিটি।
প্লাটফর্ম- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে আছে এন্ড্রয়েড ভার্সন ১২ এর সুবিধা। প্রসেসর হিসাবে Mediatek Helio p35 (12nm)। এটি একটি ওক্টাকোর প্রসেসর। জিপিইউ PowerVR GE8320।
মেমরি- এক্সট্রা মেমরির সুযোগ আছে। ইন্টারনেল মেমরি 64/128 জিবি র্যাম 4 জিবি ভ্যারিয়েন্ট।
ক্যামেরা- রেডমির এই ফোনটিতে ক্যামেরা হিনাবে আছে 13 মেগাপিক্সেল এর F/2.0 এপার্চার এর একটি প্রাইমারি সেন্সর এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর।ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা হিসাবে আছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা।ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০@৩০ এফপিএস এ।
ব্যাটারি – এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে নন-রিমোভেবল লিথিয়াম পলিমার ৫০০০ এম্পিয়র এর সেল। যেটা চার্জ করার জন্য ১৫ ওয়াটের একটি চার্জার আছে।ফোটিকে অনেক্ষন চার্জিং ব্যাকাপ আছে।
অএএব এই মূল্যে স্যামসাং এর এই ফোনটি অনেক ভালো একটি ফোন।
আরও পড়ুন : মাত্র ২৫ হাজার টাকার কমে বাজার কাপাতে আসছে নয়া 5G স্মার্টফোন, থাকছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা
৩. Redmi 12c

এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১৩৯৯৯ টাকা, কিন্তু অফার মূল্যে ফোনটি অ্যামাজন থেকে কিনলে ৩০% ডিসকাউন্টে ফোনটি ৮৭৯৯ টাকায় কেনা যাবে। আবার ব্যাংক অফার কাজে লাগিয়ে আপনি আরও ৮০০ টাকা কমে ফোনটি কিনতে পারবেন।
শাওমি রেডমি এর এই ফোনটির স্পেসিফিকেশন-
বডি- 168.2×76.4×8.8mm ওজন 192 গ্রাম ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে।বডি গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক।
ডিসপ্লে- ডিসপ্লে হিসাবে আছে IPS LCD 500 nits প্যানেল। ডিসপ্লে এর সাইজ 6.71 ইঞ্চি 82.6% স্ক্রিন টু বডি রেশিও। ৭২০x১৬৫০ পিক্সেল ২০:৯ রেশিও। ২৬৮ পিপিআই ডেনসিটি।
ক্যামেরা- রেডমির এই ফোনটিতে ক্যামেরা হিনাবে আছে 50 মেগাপিক্সেল এর একটি প্রাইমারি সেন্সর এবং সাথে থাকছে 0.08 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর।ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা হিসাবে আছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা।ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০@৩০ এফপিএস এ।সেলফি ক্যামেরা দিয়েও একি ভাবে রেকর্ড করা যাবে।
প্লাটফর্ম- ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে আছে এন্ড্রয়েড ভার্সন ১৩ এর সুবিধা। প্রসেসর হিসাবে Mediatek Helio G85 (12nm)। এটি একটি ওক্টাকোর প্রসেসর। জিপিইউ Mali-G52 MC2।
মেমরি- এক্সট্রা মেমরির সুযোগ আছে। 3/4/6 জিবি র্যাম 32/64/128 জিবি ভ্যারিয়েন্ট।
ব্যাটারি – এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে নন-রিমোভেবল লিথিয়াম পলিমার ৫০০০ এম্পিয়র এর সেল। যেটা চার্জ করার জন্য ১০ ওয়াটের একটি চার্জার আছে।ফোটিকে অনেক্ষন চার্জিং ব্যাকাপ আছে।
ফিচার- ফোনটির ক্যামেরার পাসেই একটি ফিংগারপ্রিন্ট সেন্সর আছে যেটি অনেক ফাস্ট কাজ। ফলে ফোনটিকে আনলোক করতে মাত্র ০.১ সেকেন্ড সময় লাগে।
অতএব এই তিনিটি ফোনের স্পেসিফিকেশনের দিক দিয়ে দেখা যাচ্ছে যে তিনটি ফোনই বাজেটের মধ্য সেরা ফোন, এজন্য সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব অফার প্রাইজে কিনেনি অ্যামাজন থেকে।
শেষ কথা
আমাদের আরটিকেলটি সম্পুর্ন পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। সাথে থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন। টেক আড্ডা দেওয়ার জন্য বা বিভিন্ন সমস্যার সমাধান এর জন্য আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন্ট হন।
আরও পড়ুন : Itel P40 Review – মাত্র ৯ হাজারে 6000mAh ব্যাটারি ও 4GB/64GB স্টোরেজ