বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

আমরা জানি প্রতি বছর অসংখ্য স্মার্টফোন বাজারে লন্চ হয়ে থাকে। সব রকম ব্যান্ডের মধ্য একটা যুদ্ধ চলে। এই পোস্টে আমরা বিশ্বের সেরা ৫ টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানবো। এই পোস্টে উল্লেখিত সব ফোন গুলই সব দিক থেকে অনেক ভালো। পার্ফমেন্স,ব্যাটারি ক্যামেরা, ভিডও, চার্জিং ব্যাকআপ সব দিক দিয়ে সেরা।  চলুন শুরু করা যাক।

১.আসুস জেনফোন ৯-

বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

আপনার বাংলাই একটা কথা শুনেছেন,  ছোট জিনস বড় ধামাকা,  বিষয়টা কিছুটা এমন। বর্তমানে সবাই যখন বড় স্ক্রিনের ফোন নিয়ে মেতেছে সেখানে মাত্র ৫.৯ইন্চির ফোনটা আড়ালে বিশ্বকে চমকে দিচ্ছে। যেখানে অন্যান্য ফোন গুলোতে ৪-৫ টা করে ক্যামেরা থাকে সেখানে এই ফোনে মাত্র দুটি ক্যামেরা কিন্তু অন্য ফোন গুলো ৫টা ক্যামেরা দিয়ে যে কাজ করতে পারেনা এই ফোন ২টা দিয়ে তার থেকেও অধিক ভালো কাজ করতে পারে।

আবার এই দিকে পার্ফমেন্সের ও কোনো কমতি থাকছেনা। এদিকে থাকছে স্নাপড্রাগন ৮+জেন ১প্রসেসর। 

এখন চলুন এক নজরে আসুস জেন ফোন ৯ এর বিস্তারিত দেখে নি।

  • .ডিসপ্লেঃ ৫.৯ ইন্চি।
  • .প্রসেসরঃ স্নাপড্রাগন ৮+ জেন ১
  • .ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।
  • .সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেল।
  • .ব্যাটারি ৪৩০০০ এম্পিয়র।
  • .চার্জিং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং।

আরও পড়ুন : ঝড় তুলবে AI, গুগল নিয়ে আসছে আরও উন্নতমানের সার্চ ইঞ্জিন

২. সাওমি ১২টি প্রো-

বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

বিশ্বের সেরা ১০ টি স্মার্ট ফোনের মধ্য সাওমি 12T প্রো একটি শক্তিশালি ফোন। এর অসাধারণ মাল্টিমিডয়া ও এক্সপেরিয়েন্স এর কারনে এটি জায়গা করে নিয়েছে।

৪টি স্পিকারের সাথে অসাধারন পার্ফমেন্স নিয়ে আছে এই ফোন।ফোনটির ক্যামেরা ভালো হলে তারিকার অন্যান্য ফোনের মত শির্ষে নেই এই ফোনটি। 

স্নাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ছে এই ফোনে, ফিচার এর অভাব নেই।  আন্ডার ডিসপ্লে ফিংগার প্রিন্ট সহ ১২০ ওয়াটের চার্জার রয়েছে। সাওমি ১২টি প্রো এর মুল্য ৭৫০ ইউরো এর ফোনটিতে রয়েছে লম্বা গেমিং কুলার ফিচার। 

এই ফোনের মুল ফিচার হলো ২০০ মেগাপক্সেল ক্যামেরা। একটি ফ্লাগশিপ ফোনে যত ধরনের ফিচার থাকার দরকার তার কোন অংশে কম নয় এই ফোন। ঠিকক এই কারনেই সাওমি ১২টি প্রো ফোনে বিশ্বের সেরা ফোনের তালিকায় যুক্ত হয়েছে। 

সাওমি ১২টি প্রো ফোনের স্পেসিফিকেশন –

  • .ডিসপ্লে ৬.৬৭ ইন্চি
  • .প্রসেসর স্নাপড্রাগন ৮+ জেন১
  • .মেইন ক্যামেরা ২০০ মেগাপিক্সেল ত্রিপল ক্যামেরা সেটআপ
  • .সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেল
  • .ব্যাটারি ৫০০০ এম্পিওর
  • .চার্জার ১২০ ওয়াট।

৩.ওয়ান প্লাস ১১-

বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

ওয়ান প্লাস ২০২৩ সালে এসে তাদের সব থেকে বড় আপডেট নিয়ে এসেছে। অনেক ভালো ভালো আপডেট নিয়ে ২০২৩ সালে এই ফোনটি লন্চ হয়েছে। এজন্য বিশ্বসেরা ফোন গুলোর মধ্য জাইগা করে নিয়েছে। এবং এটি একটি ফ্লাগশিপ ফোন।

ওয়ান প্লাস ১১ তে সব থেকে বড় আপডেট হলো ওয়ান প্লাসের সব ফোনেই সাধারনত ৬.৭ ইন্চি এর এমোলেড ডিসপ্লে থাকে। কিন্তু এই ফোনে একদম নতুন আধুনিক এলটিপও ৩ প্রযুক্তি। ফলে ব্যাটারির চার্জ ও কম খরচ হয়।

ফোনটিতে আছে ১২০ হার্জ এর রিফ্রেস রেট এবং এইচডিআর ১০+ আরো বিভিন্ন ফিচার তো থাকছেই।  এছাড়াও সিকউরিটির জন্য ফোনটিতে থাকছে আইপি৬৪ এর প্রোটেকশন। প্রসেসর হিসাবে সব থেকে উন্নত স্নাপড্রাগন ৮+ জেন২। RAM থাকছে ৮জিবি এবং ১৬ জিবি। এবং ROM থাকছে ১২৮জিবি এবং ৫১২ জিবি পর্যন্ত।

ফোনটিতে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল ৩২ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেল লেন্স।বছরের সেরা ফোন গুলোর মধ্য ক্যামেরা সেটআপ করা। ৫০০০ এম্পিয়র এর ব্যাটারি থাকছে। ব্যাটারি বেক থাকবে মনের মত। চার্জার হিসাবে থাকছে ১০০ ওয়াটের চার্জার যা দিয়ে মাত্র ২৫ মিনিটেই চার্জ ফুল করা যাবে। ফোনের ডিজাইনের দিক থেকেও ভিন্ন করেছে এবার।  এক কথাই সব থেকে সকল প্রকার ফ্লাগশিপ ফিচারতো থাকছেই।

ওয়ানপ্লাস ১১ এর স্পেসিফিকেশন –

  • .ডিসপ্লে ৬.৭ ইন্চি
  • .প্রসেসর স্নাপড্রাগন ৮+ জেন ২ 
  • .ক্যামেরা (৫০+৩২+৪৮)
  • .সেলফি ১৬ মেগাপিক্সেল
  • .ব্যাটারি ৫০০০ এম্পিয়র
  • .চার্জার ১২০ ওয়াট

আরও পড়ুন : ৪০ হাজার টাকার নিচে শীর্ষ ৩ টি সেরা স্মার্টফোন ২০২৩

৪. স্যামসাং জেড ফিলিপ ৪ –

বিশ্বের সব থেকে শেরা ৫ টি স্মার্ট ফোন যোটা এখনি কেনা উচিৎ

বিশ্বের সেরা ফোন গুলোর মধ্য একটি ফল্ডেবল ফোন তো থাকতেই হয়।আর স্যামসাং এর কথা না বললেই নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এর পরেই সব কিছুর সমাধান নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪। মার্কেটে ফোনটি আসার পর থেকে গ্রাহকদের রিভিও দেখে সবাই বিস্মিত। এবং দৈনন্দিন জিবনে ব্যবহারের জন্য একটি উপযুক্ত একটি ফোন। ফল্ডেবল ফোনের প্রতি মানুষ এতো আকর্শিত হবে তা কেও ভাবতেও পারিনি। 

স্যামসাং জেড ফ্লিপ ৪ এর সব খেকে ভালো দিক হলো,  অন্যান্য ফোনের মত আকাশ ছোয়া দাম না। এটি ফোন হিসেবে গ্রাহকদের চাহিদার কথা ভেবে ফ্লাগশিপ ফোনের তুলনাই বাজেটের মধ্যই দাম।

 প্রসেসর হিসাবে আছে স্নাপড্রাগন ৮+ জেন ১। ফোনের ডিজাইন অসম্ভব সুন্দর। 

স্যামসাং ফোন যারা ব্যবহার করেছে তারাই একমাত্র জানে এই ফোন ব্যবহারের মজা। তারা সব সময় স্যামসাং এর নতুন কোনো ফোন মার্কেটে লন্স হওয়ার সাথে সাথে তারা শখের বসে হলেও এটি কিনে নেন। স্যামসাং এর ফোন গুলো অনেক সব সময় অনেক সুন্দর হয় দেখলে মনে হয় প্রিমিয়াম এবং লাক্সারি। মানুষের ব্যবহারের জন্য স্যামসাং লো বাজেটের থেকে শুরু করে সর্বচ্চ বাজেটের ফোন ও তৈরি কনে থাকে। 

স্যামসাং জেড ফ্লিপ ৪ এর স্পেছিফিকেশন –

  • .ডিসপ্লে ৬.৭ ইন্চি
  • .প্রসেসর ৮+ জেন ১ 
  • . ১২ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা
  • .সেলফি ১০ মেগাপিক্সেল এর ক্যামেরা
  • . ব্যাটারি ৩৭০০ এম্পিয়র
  • .চার্জার ২৫ ওয়াট

৫.অপো ফাইন্ড ৫এক্স প্রো-

অপো ফাইন্ড এক্স প্রো

বিশ্বের সেরা ১০ টি ফোনের মধ্য অপো ফাইনড ৫ এক্স প্রো একটি।  অপো ব্রান্ড একটি খুবি জনপ্রিয়। প্রতি বছর অনেক ফোনি তারা বের করে কিন্তু এর মধ্য তারা একটি করে ফ্লাগশিপ বের করে যেটি মার্কেট সেরা হয়ে থাকে। এটির ডিসপ্লে তে রয়েছে ৬.৭ ইন্চির ১২০ হার্জের একটি প্যানেল। দামের মধ্যে একটি সেরা ফোন। ৮০ ওয়াটের চার্জিং সিসটেম এবং ৫০ ওযাট ওয়ারলেচ চার্জিং। ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল এর আল্ট্রা সেন্সর।

এই ফোনটিতে আছে টেলি স্কোপ জুমিং ফিচার যেটি মানুষ কে মনোমুঘধোকর ছবি তুলতে সাহাজ্য করে। প্রসেসর হিসাবে স্নাপড্রাগন ৮+ জেন ১। একটি শক্তি শালি প্রসেসর।

সাধারনত অপো ফোন গুলো দেখতে অনেক সুন্দর হয়।  ঠিক তেমনি এই ফোনটির ডিজাইন অসাধারন। এটা ডেইলি ইউজ করার জন্য ফ্রাগশিপ ফোনের মধ্য অন্যতম। 

এবার চলুন অপো  ফাইনড ৫এক্স প্রো এর স্পেছিফিকেশন জেনে নি-

  • .ডিসপ্লে ৬.৭ ইন্চি
  • .প্রসেসর স্নাপড্রাগন ৮+ জেন ১
  • .ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ত্রিপল ক্যামেরা সেটআপ
  • .সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল
  • .ব্যাটারি ৫০০০ এম্পিয়ার
  • .চার্জিং ৮০ মেগাপিক্সেল.

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ম্মার্টফোন  গুলো বাজারে এক রকম যুদ্ধে লিপ্ত হয়েছে এদের মধ্যে সেরা ১০ টি ফোন নিয়ে আজকের আলোচনা ছিলো পোস্ট অনেক বড় হওয়ার কারনে ৫ টি সম্পর্কে এখানে আলোচনা করেছি বাকি ৫টি ফোন সম্পর্কে পরবর্তি পোস্টে জানানো হবে।  বাকি ৫টি ফোন বিশ্বের সেরা ফোন যা দেখলে আপনার চমকে যাবেন। ফোন গুলো সব দিক থেকে সেরা।

ফোনগুলো সাধারন জনগন ব্যবহার করার মত সাধ্য নেই। ফোন গুলো ফ্লাগশিপ হওয়ার কারনে প্রতিটা ফোনের দাম ১লক্ষ টাকার আসে পাসে এবং পরবর্তি ৫টি ফোনের দাম ১লক্ষ টাকার উর্ধে।

সুতরাং এমন সুন্দর সুন্দর পোস্ট আরো দেখার জন্য কমেন্ট করুন এবং পাসে থাকুন ধন্যবাদ।

আরও পড়ুন : শাওমি নিয়ে আসলো Xiaomi Redmi 12। মিড রেঞ্জে, সাথে আছে ২০০ মেগা পিক্সেল এর ক্যামেরা।

Read English Content : Here are the iOS 17 features Apple didn’t announce onstage

আমি মাহদি হাসান সরকার, একজন কম্পিউটার প্রোগ্রামার এবং টেকনোলজি এক্সপার্ট. ৭ বছর থেকে বিভিন্ন কম্পানির সাথে একজন প্রোগ্রামার হিসেবে কাজ করে আসছি . এ জন্য টেকনোলজি নিয়ে আমার অনেকটা ধারনা আছে. ভাবলাম আমি যতো টুকু পারি ততো তুকিই যদি আপনাদের সিখাই তাহলে বর্তোমান পৃথীবিতে আপনাদের চলতে অনেকটা সহজ হয়ে জাবে।

Leave a Comment